📱 শুভ "জন্মাষ্টমী"২০২১(ভিডিও) , যখন আমাদের পাড়ায়।
হ্যালো সকল স্টেমিয়ান
সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা
আজ সোমবার, ৩০ আগষ্ট ২০২১ খৃষ্টাব্দ।
১৫ই ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ।
ভারতীয় পন্জিকায় ১৩ ভাদ্র।
আজ সনাতন ধর্মাবলম্বীদের জন্য "শুভ জন্মাষ্টমী" দিন।
তাদের ধর্মীয় বিশ্বাস মতে, আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তারা বিশ্বাস করেন যে, দ্বাপর যুগের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কংস রাজার কারাগারে জন্মগ্রহণ করিছেলেন। মাসটি ছিল ভাদ্র মাষ। সময়টি ছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে, কৃষ্ণ স্বয়ং তাদের ঈশ্বর বা ভগবান।
দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে অর্থাৎ মাটির পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষ রুপে, শ্রী কৃষ্ণ আবির্ভূত হন।
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন , এবার করোনাকালিন সময়ে , জন্মাষ্টমী উপবাস, পারিবারিক ভাবে পুজা অর্চনা, আচার এবং উপাচার অনাড়ম্বর ভাবে পালন করিতেছেন।
তারই অংশ হিসেবে, আমাদের গ্রামেও, অনাড়ম্বর ভাবে এ সময়টি পালন করা হচ্ছে।
রাত সাড়ে নয়টার দিকে মন্দিরের মাইকের আওয়াজ শুনে, মন্দিরের সামনে গেলাম ।
ঠাকুর চন্দন ব্যানার্জি মন্ত্র পাঠ করছেন। বারান্দা ও অর্ধ নির্মিত মন্দিরে কয়েকজন, পুরুষ ও মহিলা বসে আছে। মাঝে উলুধ্বনির দিচ্ছে।
ঘরে আলোর ও স্বল্পতা। কেমন যেন,ভুতুড়ে পরিবেশ।
মূর্তি বলতে, কাগজের ছবি । এক কোনে ডিয়ারে আগুন জলছে।
আমাকে দেখে ওরা মহা খুশি। ছবি ও ভিডিও করার কথা বললাম। আরও খুশি। আমাকে বারান্দায় উঠে ছবি তোলার ব্যবস্থা করে দিল।
আমি এই কয়েকটি ছবি ও ভিডিও করে তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করলাম।
সকাল থেকে এই ক্ষনটির জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন সেই সময়ে ছবি তুললাম।
এখন তা পোষ্ট করছি।
এব্যাপারে আমার পুরোনো লেখা আছে। দিতে পারতাম। না, নতুন করে লেখে দিলাম।
জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল । যদিও বা আমার এত বিস্তারিত ঘটনা জানা ছিলনা , তবে ভালই লাগলো জেনে। ভালোই তুলেছেন ছবিগুলো । আমি মনে করি উৎসব আনন্দ সবার।
আমি আগে থেকেই, সকল ধর্ম সম্পর্কে লেখি। ভালোও লাগে লেখতে।আর সমসাময়িক তো লেখতেই হয়। আপনাকে সবসময় স্বাগতম।
অনেক সুন্দর করে বর্ণনা দিয়েছেন। ছবিগুলোও ভালো হয়েছে। আপনি দেখছি সনাতন ধর্ম সম্বন্ধে ভালই জানেন। আসলে এই করনা কালীন সময়ে মানুষের জীবন যাপনের উপর ব্যাপক প্রভাব পড়েছে। যার ফলে সবকিছুতেই একটা সীমাবদ্ধতা চলে এসেছে। ধন্যবাদ আপনাকে আপনার পোস্টের জন্য।