📱 গোলাপ ফুলের আলোকচিত্র

হ্যাঁলো বন্ধুরা

আমি @mrnazrul, বাংলাদেশ থেকে, সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নিয়মিত আলোকচিত্র পর্ব উপস্থাপন করছি

IMG_20210829_104952~2.jpg

গোলাপ ফুল

আমরা সবাই জানি, গোলাপ ফুলকে, ফুলের রাজা বা রানি বলা হয়ে থাকে। এটি একটি বহু বর্ষজীবী ফুলের জাত। অনুকূল পরিবেশে এ গাছ বহুদিন বাচতে পারে
বিশ্বজুড়ে সৌন্দর্য এবং লাবন্যের প্রতিক হিসেবে গোলাপ ফুলকে বিবেচনার প্রথম সারিতে রাখা হয়

ফুল প্রেমিকদেরও প্রিয় ফুল,এই গোলাপ ফুল

এফুলের আকার আকৃতি, রং, সুগন্ধ, সৌন্দর্য এবং কমনীয়তা, যেকোনো সময় যেকোনো বয়সের মানুষকে আকৃষ্ট করতে পারে

IMG_20210829_104947~2.jpg

গোলাপ ফুল, একটি শীতকালীন এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের মোহনীয় ফুল

তবে বর্তমান সময়ে, সারা বিশ্বে,সারা বছরই গোলাপ ফুলের চাষ করতে এবং ফুল ফুটতে দেখা যায়

সকল ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে গোলাপ ফুলের কদর দেখা যায়। ফুলের অনুপস্তিতিতে ফুলের সুগন্ধি এবং গোলাপ জলের ব্যবহার হতে দেখা যায়। কখনো কখনো সুগন্ধি ও ফুল, উভয়ের ব্যবহার হতে দেখা যায়

IMG_20210829_104935~2.jpg

গোলাপ ফুলকে ইংরেজিতে Rose বা Rose Flower বলে ডাকে। বৈজ্ঞানিক নাম,Rosa rubiginosa
গোলাপ ফুলের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিম্ন সারনি মোতাবেক করা হয়ে থাকে

গোলাপ গাছের বৈজ্ঞানিক শ্রেনীবিন্যাস-

রাজ্য/জগৎPlantae
গোষ্ঠী (আনুষ্ঠানিক)Tracheophytes
ক্লেডAngiosperms ,Eudicots
গোষ্ঠীRosids
বর্গRosales
পরিবারRosaceae
উপপরিবারRosoideae
গোত্রRoseae
জেনাসRosa

IMG_20210829_104955~2.jpg

বাগান বিলাসীদের প্রথম পছন্দের সারিতে সবসময় গোলাপ গাছের অবস্থান প্রথমে। কি বাগান, কিবা বাড়ির সৌন্দর্য, আর কিবা টব, সব জায়গায় যেন গোলাপ ফুলের অবস্থান সমান তালে চলে

সকল প্রকার প্রেমিক-প্রেমিকা, ভাবের আদান প্রদান করতে প্রথমেই গোলাপ ফুলের খোজ পড়ে যায়। পাওয়া না গেলেই তখনে শুধু, অন্য ফুলের খোজ পড়ে। গোলাপের পাপড়ি থেকে,ফুল,কুড়ি পাতা সবই একসাথে ব্যবহার হয়ে থাকে।
সুগন্ধী ও ঔষধ শিল্পে গোলাপ ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে

IMG_20210829_104931~2.jpg

সাধারণত গোলাপের কাটিং ও বীজ থেকে বংশ বিস্তার করার ব্যবস্থা করা হয়ে থাকে। তবে কাটিং থেকে বংশ বৃদ্ধির নিয়মটিই প্রসিদ্ধ

পৃথিবীতে যেমন হাজার হাজার জাতের গোলাপ রয়েছে। তেমনি লাল,কালো,সাদা,হলুদ ও মিশ্র রঙেরও হয়ে থাকে।

IMG_20210829_104942~2.jpg

বাংলাদেশে চাষ হওয়া জাতের গোলাপ ফুল গুলোর বাহারি বাহারি নামও রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো-ব্লু-মুন,প্যারাডাইম, তাজমহল, টাটা,সিটি, ডাবল ডিলাইট পাপা,মেলান্ড এবং মিরান্ডি

যতদুর জানা যায় এশিয়া মহাদেশ তথা ভারত ও বাংলাদেশের অনেক নিজস্ব প্রজাতি রয়েছে।
উল্লেখ্য যে, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার দেশ সমুহে তাদের নিজস্ব জাত আছে বলে জানা যায়

আমাদের দেশে সাধারণত অক্টোবর -নভেম্বর থেকে ফেব্রুয়ারী-মার্চের মধ্যেই এর কাটিং বা চারা লাগানো হয়ে থাকে।

IMG_20210829_104933~2.jpg

IMG_20210829_104940~2.jpg

IMG_20210829_104953~2.jpg

IMG_20210829_104942.jpg

ছবি গুলো আজ সকালে, আমার বাড়ির পাশের, চেয়ারম্যান সাহেবের, খামার বাড়ির ভিতর থেকে, মোবাইল ক্যামেরায় তোলা।
গোলাপ ফুল নিয়ে লেখা, আজ এখানেই। দেখা হবে আগামী পর্বে নতুন কিছু নিয়ে,।সাথেই থাকুন

Best Regard by #mrnazrul Bangladesh.

Device, Walton primo-6 Max

3W3 Location.

https://w3w.co/induces.touchy.deducted

Sort:  
 3 years ago 

ভারী সুন্দর। আমার এমনিতেই গোলাপ আমার অনেক পছন্দের ফুল । সুন্দর লিখেছেন নিজের অনুভূতি । ধন্যবাদ আপনাকে ।

পছন্দ করার জন্য, আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফুলের সৌন্দর্য অতুলনীয়। ছবিগুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্টের জন্য।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি অসাধারণ।
উপস্থাপনা ও সুন্দর।

 3 years ago 

ফুল মানুষের মনের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে এবং ভালবাসাময় একটা পরিবেশ গড়ে তোলে তাই গোলাপ ফুল সবাইরে পছন্দ ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার গোলাপের ছবি ও বর্ণনা খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29