📱শারদীয়া কনটেস্ট ১৪২৮||নবমী পালন || By @mrnazrul || 10% Benefit of shy-fox.

ছবি তোলার তারিখ, ১৪ অক্টোবর, ২০২১ খৃষ্টাব্দ।
মন্দির স্থান।
গ্রাম, ভেন্ডাবাড়ি
ডাকঘর, ভেন্ডাবাড়ি
উপজেলা, পীরগন্জ
জেলা,রংপুর
বাংলাদেশ

IMG_20211014_133521~2.jpg

IMG_20211014_132543~2.jpg

IMG_20211014_133515~2.jpg

IMG_20211014_132636~2.jpg

IMG_20211014_132455.jpg

IMG_20211014_132452.jpg

IMG_20211014_132543.jpg

বন্ধুগন

সবাইকে শারদীয়া দুর্গা পুজা ১৪২৮ এর নবমী'র শুভেচ্ছা জানিয়ে আজকের, "শারদীয়া কনটেস্ট ১৪২৮" প্রতিযোগিতায় অংশগ্রহণে এই পর্ব উপস্থাপন করছি

সারাবিশ্বেের মানুষের কাছে, আতংক হিসেবে পরিচিত কোভিড১৯ বা করোনা নামের ভাইরাস টি, মানুষের ঘাড়ে জগদ্দল পাথরের মত চাপিয়ে বসেছে।

#প্রায় তিন বছর আগে শুরু হওয়া এই মহা আপদ, চিনে জন্ম গ্রহণ করেছিল। শিশু থেকে শৈশবে এসেছিল মাত্র কয়েক সপ্তাহে। দখল করতে শুরু করেছিল,একের পর এক দেশ,উপমহাদেশ এবং মহাদেশ। তড়িৎ গতিতে বিস্তার লাভ করতে শুরু করে দেয়।
রাজধানি থেকে শহর, শহর থেকে ছোট ছোট গ্রাম এমনকি মানুষের ঘরে ঘরে প্রবেশ করতে শুরু করে দেয়

##প্রতিদিন মানুষের জীবন সংহারের কাজ বাড়াতেই থাকে।ভারি হতে থাকে মৃত্যুর মিছিল। কান্নার রোলে ভারি হয়ে উঠে আকাশ ও বাতাশ। তার এমন অমানবিক বৃদ্ধি ও গতিবিধি, বাড়ি থেকে মহাদেশ পর্যন্ত মানুষকে একসাথে ভাবিয়ে তোলে

###প্রথমে খুন করতে শুরু করে, অসহায় বয়স্ক ও দুর্বল মানুষ গুলোকে, তারপর যুবা, তরুন, কিশোর এবং শিশুদেরকেও একের পর এক নির্বিচারে খুন করতে শুরু করে

এসবের লাশের আশেপাশে গেলে, তাকেও লাশ বানিয়ে ছাড়ে। রোগাক্রান্তদের পাশে বা সেবা করতে গেলেও সেও আক্রান্ত হয়ে পড়ে। এমন কি ডাক্তার চিকিৎসা করতে গেলেও, তাকেও তার দলে নিয়ে নেয়।
এসব কারনেই সবাই কোভিড১৯ আক্রান্ত রোগী ও লাশ থেকে মুখ ফিরিয়ে নেয় ,নিজের ছেলে, মেয়ে,বাবা, মা,আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশি

তার এহেন কর্মকাণ্ড, খবর হয়ে ভাসে পৃথিবীর সকল মানুষের কানে।

ভয়ে আতংকে বন্ধ হয়ে আসে, সকল দেশ ও মহাদেশ।

বিশেষজ্ঞ পরামর্শ আসে, হাত ধোয়া, মাক্স পরা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া

সারা বিশ্বে বন্ধ হয়ে যায়, ধর্ম, কর্ম, পড়া শোনা, এমনকি মসজিদে নামাজ সহ হজ্জও

এখনো অব্যাহত আছে তার তান্ডব লিলা।
বন্ধুরা মনে হয় একটু বেশি বললাম। ভুলের ক্ষমা না হয় চেয়ে নিব

করোনা তাই পুজাতেও লোক সমাগম নিষেধ। প্রয়োজন ছাড়া দিনে কোন প্রকার অনুষ্ঠান, না করেছন সরকার

ঢিলেঢালেনচলছে ২০২১ সালের দুর্গা পুজা।
দুপুর ২ টা মংলু বৈরাগীর খুলিতে আবার গেলাম ছবি তুলতে, লোকজন নাই। কয়েকটি ছেলে মাইকের কাছে বসে আছে

_ওরা বলল,সকালে নবমীর পুজা হয়ে গেছে। নবমী অন্ন ভোগের ও শুভেচ্ছা বিনিময়ের দিন।

এখন অন্ন ভোগের অংশ হিসেবে, পুরোদমে প্রসাদ বিতরণ চলছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। রাতে সামান্য আনন্দ হয়ত হবে

রোদের তেজ অনেক বেশি। এতক্ষনে কয়েকটি ছবি তুললাম

এবার বাড়িতে প্রবেশ করলাম।
আশাকরি হয়ত ভাল লাগবে


IMG_20211014_132520.jpg

IMG_20211014_132506.jpg

IMG_20211014_133700.jpg

IMG_20211014_133521.jpg

IMG_20211014_133533.jpg

Best Regard By @mrnazrul,Bangladesh.

Device: Walton Primo-6 Max

w3w Photo Location

https://w3w.co/roofing.rededicate.stimulated

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রবেশ এবং ফলো করুন@amarbanglablog

image.png

সাধ্যমত @shy-fox কে ডেলিগেট করুন,নিজের শক্তি কাছে রাখুন।

Regard : @mrnazrul.

Sort:  
 3 years ago 

ভাইয়া খুব ভাল লিখেছেন আপনি। অনেক ইনফমেশন পেলাম। ভাইয়া কিছু কিছু ছবি ব্লার হয়ে গেছে। এগুলা ঠিক থাকলে পোস্ট টা অসাধারন হইত ।

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

ভাইয়া প্রথমের ছবিগুলো অনেকটা ঝাপসা উঠেছে আর দেখতেও অস্পষ্ট লাগছে। তবে আপনার লেখনির ধরণ খুব ভালো।

কমদামী মোবাইল ও অভিজ্ঞতা ও আলোর অপ্রতুলতা। সব মিলে এমন

 3 years ago 

আপনার কথাগুলো খুবই ভালো লাগে এবং আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়। আপনার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। অনেকটা বিশ্লেষণ করেছেন। অনেক সুন্দর ছিল পরিবেশনাটি

শুভেচ্ছা অফুরন্ত

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 64252.58
ETH 3398.15
USDT 1.00
SBD 2.50