📱ব্যাঙের ছাতা

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নিয়মিত পোস্ট লেখার চেষ্টা করছি।
সবাই ভাল আছেন ভাল থাকেন, আমিও ভাল থেকে এই পর্ব উপস্থাপন করছি

IMG_20210824_135709.jpg
আমার আজকের ফটোগ্রাফিতে খাকছে, 'ব্যাঙের ছাতা'।.


ব্যাঙের ছাতা নাম বিশ্লেষণ করে আমরা প্রথমে 'ব্যাঙ'
নামের প্রানীটিকে বুঝতে পারি। ব্যাঙ দেখতে ছোট হোক আর বড় হোক, কালো হোক আর ধলো হোক, পানিতে থাক, আর উচায় থাক, তা আমার বিশ্লেষণ করার দরকার মনে করিনা। সবই আমার কাছে ব্যাঙ

IMG_20210824_135630.jpg
আর 'ছাতা'। ব্যাঙের মত এটাকেও আমরা খুব চিনি।
যার উপরে একটা আবরন, মাঝাখানে এফটা লাঠি এবং যার মাথা নাই। ছাতাটি দেখতে কালো হোক আর ধলো হোক, নাল হোক আর নিল হোক, সবুজ হোক আর শ্যমলা হোক, চক্কর হোক আর ভক্কর হোক,লেডিস হোক আর জেন্স হোক,চাইল্ড হোক আর বেবি হোক, সব গুলোর নামই ছাতা

এইতো হলো ছাতা।

IMG_20210824_135512.jpg

তাহলে এটাকে কেন ব্যাঙের ছাতা বলা হয়। আপনারা কেউ কি কখনো দেখেছেন। ব্যাঙ মাথায় ছাতা দেয়। দেখলে দেখেছেন। আমি কিন্তু বাপের জন্মেও এ দৃশ্য দেখেনি। কেউ দেখে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। হাহা হা হা আমারো তো দেখতে মন চায়

বন্ধুরা

বহুত বকবক করলাম, আপনারা আবার রেগে যাচ্ছেন কিনা।

বাংলা পৃথিবীর কততম ভাষা তা আমি জানিনা। বা জানার চেষ্টা করেও দেখিনি। মায়ের মুখে যা শুনেছি, তাই শিখেছি। মায়ের মতই বলতে পারি। বললে কি হবে।
বাংলা ভাষা আমার কাছে কিন্তু অনেক কঠিন লাগে।
বিশেষ করে শুদ্ধ করে লিখতে বা বলতে।

রবি ঠাকুররের সাথে সেই পথে দেখা, বাংলাদেশি লন্ডনি বাবুর কথা শুনে কি বলেছিল, তা আমি এই মুহূর্তে খেয়াল করতে পারছিনা।

শরৎ বাবুর সেই কথাটিও সঠিক ভাবে খেয়াল করতে পারছিনা। হয়ত এরকম হতে পারে, পা দুটি থাকলে চলা যায়,হাত দুটি থাকলে লেখা যায়। যদি কথাটি এই হয়ে থাকে, তাহলে তো আমার অবস্থা আরও খারাপ।

IMG_20210824_135756.jpg

বন্ধুরা

বলছিলাম, ব্যাঙের ছাতার কথা। ব্যাঙ মাথায় নাদিলেও এর নাম ব্যাঙের ছাতা। এটি এক জাতের ছত্রাক । কিছু কিছু চাষ করে খাওয়া হয়। পুষ্টিমানে মাংসের মত। আর
কিছু বর্ষাকালে ভেজা ভেজা থাকে এমন স্থানে বুনো ভাবে জন্মে। যেগুলো কোন ভাবেই খাওয়ার অনুমতি পায়না। এগুলো বিষাক্ত।
ব্যাঙের ছাতা নিয়ে লেখা আজ এখানেই। দেখা হবে আগামীতে নতুন কোন ফটোগ্রাফি নিয়ে। সাথেই থাকুন।

IMG_20210824_135540.jpg

IMG_20210824_135822.jpg

IMG_20210824_135545.jpg

IMG_20210824_135714.jpg

IMG_20210824_135738.jpg

IMG_20210824_135825~2.jpg

Best Regard by @mrnazrul Bangladesh.

Device, Walton Primo-6 Max

3W3 Location.

https://w3w.co/induces.touchy.deducted

Sort:  
 3 years ago 

আমিও কখনো দেখিনি তারপরও ছোটবেলায় এই কথাটি বিশ্বাস হত। মনে করতাম সত্যিই বোঝায় ব্যাঙের ছাতার নিচে এসে বসে এবং বৃষ্টির সময় নিজেকে রক্ষা করে। কিন্তু আসলে ব্যাঙ বৃষ্টি খুব পছন্দ করে বিশেষ করে যে ব্যাঙ গুলো বাইরে থাকে। পরে বুঝলাম এটা আসলে মাশরুম এবং অনেক প্রসিদ্ধ একটি খাবার। জানলে ছোটবেলায় কত হয়ত খেয়ে ফেলতাম তখন হয়তোবা কোনটি স্বাস্থ্যকর আর কোনটি ক্ষতিকর খেয়ালী করতাম না। এদিক থেকে ভালো হয়েছে

প্রথম বুঝার অনুভূতি করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

এটা এক প্রকার ছএাক।ছোটবেলায় এটা নিয়ে অনেক খেলা করেছি। এবং আমিও এটাকে বাঙের ছাতা হিসেবেই চিনি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63179.13
ETH 2573.33
USDT 1.00
SBD 2.72