📱লাল সুন্দরী কুল মরিচ

PicsArt_07-15-03.13.55.jpg

আচ্ছালামুয়ালাইকুম

আশাকরি সবাই সুস্বাস্থ্য ও সুন্দর মনে দিনাতিপাত করিতেছেন

আমিও আপনাদের সাথে থাকার ইচ্ছে নিয়ে,আজকের পর্ব সহ হাজির হলাম

আমার জন্য আরও বেশি দোয়া করবেন। যাতে পোস্টটি সুন্দর ভাবে আপনাদেরকে উপহার দিতে পারি। ভুল ত্রুটির জন্য, শোধরানোর পরামর্শ চাচ্ছি।

IMG_20210714_124152~2.jpg

আজকের আলোকচিত্র পর্ব, গতকাল আমার টব বাগানে ধারন করেছি।

বাংলায় লেখা মরিচ গুলোকে, আমার এলাকায়, আকালী,আকলে,ঝাল ও পত্তে বলে ডাকে। আর তাহা যে রঙ বা আকৃতির হোকনা কেন?

আমি যখন কয়েকটি মরিচ গাছের সাথে, এগাছটি
ভ্যান গাড়ি থেকে কিনেছিলাম। তখন এর বিক্রেতা আমাকে বরই(কুল)আকালি(মরিচ)বলে দিয়াছিল।

এর আগেও একটি মরিচ ধরেছিল। এটা ২নং মরিচ।
আজ সকালে পানি দেওয়ার জন্য বাগানে প্রবেশ করলাম। এই মরিচটি পেকে অগ্নি বরাবর লাল হয়েছে।

PicsArt_07-15-03.06.52.jpg

দুদিন আগেও একে কাচা দেখেছিলাম। পানি দেওয়া শেষে নেড়ে-চেড়ে দেখলাম। এবার ঘর থেকে মোবাইলটা নিয়ে আসলাম। কয়েকটি ছবি তুললাম। ভাল লাগলে, উপভোগ করুন।

IMG_20210714_124214~3.jpg

IMG_20210714_124214~2.jpg

এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী পোষ্ট দেখার জন্য স্বাগতম

১০০% আসল লেখা/ আলোকচিত্র

ছবি ও লেখা, @mrnazrul বাংলাদেশ।

ক্যামেরা, মোবাইল ফোন।

Sort:  

আমার পোষ্ট নিয়মিত পর্যবেক্ষণে রাখার জন্য @rme সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63239.86
ETH 2621.03
USDT 1.00
SBD 2.77