📱পাকা ধানের গন্ধে পহেলা অগ্রহায়ণ, ২০২১ ||10% Benefit for shy-fox

শুভেচ্ছা সবাইকে

Thursday 18 November 2021

PicsArt_11-18-06.12.22.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুদের, লক্ষীর মাস---

অগ্রহায়ণ

এর শুভেচ্ছা জানিয়ে, এ উপলক্ষে একটি স্পেশাল পোস্ট উপাস্থাপন করছি।

আশাকরি সবার নবান্ন উৎসব ভালভাবে পার হতে চলেছে।
আমিও আনন্দে আনন্দে ঘুরেফিরে আর ছবি তুলেে সময় পার করছি।

ভারতীয় পন্জিকা মতে, আজ পহেলা অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ বা বাংলা সন।
১৮ নভেম্বর ২০২১ খৃষ্টাব্দ

ষড় ঋতুর দেশ, আমার সোনার বাংলাদেশ। যার ১২ মাস, জোড়ায় জোড়ায় ৬ বার আমাদের মাঝে এসে থাকে। সাথে নিয়ে আসেন ৬টি রুপও।
রুপ বদলানোর এই পালায়, অগ্রহায়ণ মাস আসে হেমন্তের জোড়ার সাথে। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস জোট বেধে হেমন্ত কাল

শরৎ কালের পরই আসে হেমন্ত কাল। সে হিসেবে হেমন্ত ঋতু চক্রের চতুর্থ কাল।
কার্তিক মাসের পরেই আসে অগ্রহায়ণ মাস। সে হিসেবে অগ্রহায়ণ বাংলার ৮ম মাস।

বাংলা ভাষাভাষী মানুষের কাছে, সম্প্রদায় ভেদে এমাসের আরও অনেক নামে ডাকতে শুনা যায়।

গ্রামের মানুষ একে আঘন বা আগন মাষ বলে সব সময় ডেকে থাকে।
লেখনিতে সবাই লেখে থাকে অগ্রহায়ণ

নামকরন বিশ্লেষণ করে যতদুর জানা যায়, "অগ্র"মানে আগে আর "হায়ন" মানে হচ্ছে বছর
অগ্রহায়ণ মাসে প্রচুর পরিমানে ধান উৎপন্ন হয়। ধান কে ব্রীহি বলেও ডাকা হয়।

বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের লোকজন অগ্রহায়ণ মাসকে বিবাহ সম্পাদনের উপযুক্ত মাস বলে বিবেচনা করে থাকে।
তাদের মতে এটি লক্ষী,র মাস। এমাসে লক্ষী দেবির বিশেষ পুজার আয়োজন করা হয়।

আজ পহেলা অগ্রহায়ণ উপলক্ষে স্বল্প পরিসরে হলেও নয়া ধান কাটা শুরু হয়েছে।

হাটতে হাটতে পাকা ধানের মাঠের দিকে গেলাম। পাকা ধানের মৌ মৌ ও শাঁলি গন্ধে আকাশ বাতাশ পাতলা হয়ে উঠেছে।
শান্ত শান্ত বইছে নিশ্বাস আর প্রশ্বাস। যে দিকে চোখ যায়, সোনায় সোনায় সোনালি মনে হয় ।
চোখ ও মনের প্রশান্তি টুকু গ্রহণ করতেছিলাম। সাথে এই ছবি গুলো তুললাম।

রোদের কারনে ছবি গুলো ভাল হয়নাই। তারপরেও এখন শেয়ার করছি।

দেখুন,মন্তব্য করুন।

<#01>

PicsArt_11-18-05.24.01.jpgপাকা ধানের ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#02>

PicsArt_11-18-04.16.40.jpgবাড়ির ধারে পাকা ধানের ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#03>

PicsArt_11-18-05.17.31.jpgবিস্তর পাকা ধানের ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#04>

PicsArt_11-18-04.15.38.jpgগ্রামের সাথে পাকা ধানের ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#05>

PicsArt_11-18-05.39.00.jpgপাকা ধান কাঁধে করে বাড়িতে নেওয়া হচ্ছে

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#06>

PicsArt_11-18-04.18.05.jpgবাড়ির ধারে পাকা ধান ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#07>

PicsArt_11-18-05.33.35.jpgচিরাচরিত নিয়মে কাঁধে করে ধান নেওয়া হচ্ছে

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#08>

PicsArt_11-18-04.10.47.jpgধান রাস্তায় এনে গাড়িতে করে বাড়িতে নেওয়া হচ্ছে

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#09>

PicsArt_11-18-05.21.20.jpgবিস্তর পাকা ধান ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#10>

PicsArt_11-18-04.12.29.jpgরাস্তার উপর গাড়িতে ধান তোলা হচ্ছে

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#11>

PicsArt_11-18-05.29.46.jpgকাঁধে করে ধান নেওয়া হচ্ছে

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#12>

PicsArt_11-18-04.13.40.jpg
মাঠ থেকে কাঁধে করে রাস্তায় ধান আনা হচ্ছে। তারপর পাওয়ার টিলারে তুলেে বাড়িতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে***।

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

<#13>

PicsArt_11-18-05.26.58.jpgধান ক্ষেত

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged

<================>

***Best Regard by @mrnazrul, Bangladesh****

Device : Walton Primo-R6 Max

w3w Location
https://w3w.co/deviously.implicates.wedged


<================>

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2kFULPYJ54Xb4fwnoWiqhnsVGNxUzm11EdnGCa7fkkDE1L3RcvRuixigDGPZV8mEE3dfWRPrqDE6fkyJYE.png
HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUPSh5utmqRLJSaoLpKJXxTiduhp2bjMfCDM7wearD9tMFpT7ea1EmDiNyphAJRMxJrrumki9cFaMU.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

<================>

Regards

Sort:  
 3 years ago 

অগ্রহায়ণ মাস হেমন্তকাল ব্রিহি ধান এবং গ্রাম বাংলার প্রকৃতি সবকিছু মিলিয়ে অনেক চমৎকার লিখেছেন এবং ছবিগুলো খুব দারুন হয়েছে।

আপনার উপস্থিতিতে আমার পোস্টের মান এমনিতেই বাড়িয়ে গেল । আবার আসার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি।

 3 years ago 

এই হেমন্তকাল সময়টা হালকা শীত হালকা গরমের আবহাওয়া মন থাকে প্রফুল্ল।এরপর নতুন ধানের আমেজে ঘরে ঘরে উৎসব শুরু হয় বিভিন্ন পিঠার ।আপন ধান ঘরে তুলে কৃষকের মুখের হাসি দেখে মন ভরে যায় ।ধন্যবাদ ভাই এতোসুন্দর বিষয় তুলে ধরার জন্য ।

আমিতো দুর্বল মানুষ। ভাল হবেনা তাও জানি। দোয়া করবেন।

 3 years ago 

অগ্রহণ মাসের পাকা ধানের ক্ষেত গুলোর ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। গ্রাম বাংলার প্রকৃতি ফুটে উঠেছে আপনার এই পোস্টে। আপনার পোষ্টটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আবার আসলে খুশি হবো। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

নবান্ন উৎসব গ্রামের একটি চিরাচরিত এবং অনন্য উৎসব। এই সময়টিতে পিঠা পুলি সহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। এক কথায় এই সময়টা এলে সবার ভেতরে একটা উৎসব উৎসব ভাব চলে আসে। সবকিছু মিলিয়ে আপনার পোস্টটি খুব চমৎকার ছিল।
ভালো থাকবেন 💚

আপনার মুল্যবান সময় ব্যয় করে আমাকে যা বুঝাতে চাইলেন। তাও ছিল সুন্দর। আবার আসবেন ভাই।

 3 years ago 

মাঠের পর মাঠ যেন সোনা ফলে আছে। এমন সুন্দর দৃশ্য একটা সবুজ শ্যামল গ্রামে দেখা যায়। সত্যি অসাধারণ। অগ্রহায়নের শুরু মানে ধান কাটা শুরু হয়েছে।সেই সাথে দক্ষিণা হাওয়ায় দোল খাচ্ছে ফসল। ভাবলেই যেন অন্যরকম এক অনুভূতি। ছবিগুলো দারুন ছিল।খুব সুন্দর ছিল ধন্যবাদ।

আপনার আগমন ও বর্ননা টুকুও আমাকে দারুন আকৃষ্ট করে ও সাহস জোগায়। দোয়া করবেন, আবার আসবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66256.41
ETH 2643.78
USDT 1.00
SBD 2.68