আঞ্চলিক ভাষায় কবিতা আবৃত্তি।

হ্যালো,
আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমাদের একটি আঞ্চলিক ভাষার কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাবো। লেখালেখিতে কিছুটা দখল থাকলেও আবৃত্তিতে একেবারেই নেই। তবুও আপনাদেরকে একটুখানি আনন্দ দেওয়ার প্রচেষ্টা এবং সেইসাথে একটা সুন্দর মেসেজ দেওয়ার তীব্র ইচ্ছা নিয়ে কবিতাটি আবৃত্তি করলাম। ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি।

🛑 কবিতার নাম : বউ পিটাইন্না বেডা।
🛑কবির নাম : জাহাঙ্গীর আলম জাহান।
🛑আবৃত্তিতে : মাহবুব রেহমান।


বউ পিটাইন্না বেডা
জাহাঙ্গীর আলম জাহান

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

বউ পিটাইন্না ব্যাটা তুমি শইলটা ভরা গোস্বা ,
কথায় কথায় বউরে মারো লাত্থি গুঁতা ঠোসা।
সহাল সহাল বৌ দিছেনা গোসল করার পানি,
এই কারণে চুলঢি বউয়ের করছো টানাটানি।
রানতে কেরে অইছে দেরি শক্ত কেরে ভাত?
রাগের ছুটে মারছো তুমি বউয়ের পেটে লাথ।
রাত বারোটায় ফিরছো ঘরে আড্ডা উড্ডা মাইরে,
দুঃখীনি বউ রইছে বইয়া ভাতটি তোমার বায়রে।
কেওয়াট কেরে খুলতে দেরি হইছে হাছামাছি,
এই কারণে বউয়ের লগে করছো খোঁচাখুঁচি।
এইযে এতো পিটাও তুমি বউ করেনা রাউ,
লাত্থি গুতা খাওয়ার পরেও ধরে তোমার পাও।
বউয়ের কাছে রয় স্বামীরা ঠিক দেবতার তুল্
দোহাই লাগে বউ পিটাইয়া কইরোনা কেউ ভুল।
gold-2789136__480.png

কবিতাটি নিয়ে আমার ব্যক্তিগত বিশ্লেষণ


আজকের এই একবিংশ শতাব্দীতেও আমাদের সমাজে , বিশেষ করে গ্রামীণ সমাজে বউ পেটানোর কুরুচিপূর্ণ মন মানসিকতার কিছু মানুষ রয়ে গেছে। তারা একবারও ভেবে দেখে না, ঘরের ভিতরকার মেয়েদের দায়িত্বও যে নেহায়েত কম না। একটি সংসার সত্তিকারের সুখী হয় তখনই, যখন স্বামী-স্ত্রীর মধ্যে সঠিক বুঝাপড়া থাকে,যখন একজন আরেকজনকে প্রাপ্য সম্মানটা দেয়। তাই সমাজের সেসকল লোকদের প্রতি আমার একটা মেসেজ, কুরুচিপূর্ণ মন মানসিকতা পরিহার করে স্ত্রীদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দিয়ে ,সংসারের কাজ ভাগাভাগি করে সত্তিকারের একটা সুখের সংসার গড়ে তুলুন।
ধন্যবাদ সবাইকে।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে ভাই।অসাধারণ আবৃত্তি।আশা করছি আগামী বৃহস্পতিবার হ্যাং আউট এ আপনার একটি আঞ্চলিক কবিতা আমাদের শোনাবেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

ইনশাআল্লাহ ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব ভালো লাগলো আপনার মুখে আঞ্চলিক কবিতা আবৃত্তি শুনে।কবিতাটির মধ্যে অনেক সাধারণ জীবন যাপনের গভীরতা ছিল।ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

খুবই সুন্দর আবৃত্তি করেছেন আঞ্চলিক ভাষার কবিতা টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা

আমার জন্য আপনার এই উৎসাহটিই হোক পরবর্তীতে নতুন কোনো কবিতা শোনানোর প্রেরণা। ধন্যবাদ আপু।

 3 years ago 

বউ পিটানো ব্যাডা খুব চমৎকার আবৃত্তি করেছেন আপনি। অসাধারণ লাগলো আমার। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61821.96
ETH 2402.01
USDT 1.00
SBD 2.57