হাওর বিলাস। (সুনামগঞ্জে একদিন)
শুভ সন্ধ্যা,
আশা করি সকলেই ভালো আছেন।শুক্রবার এবং শনিবার মানেই আমার কাছে মুক্তির দিন। গতকালটাও ঠিক এমনই ছিলো আমার কাছে। আর এমন দিনে কোথাও ঘুরতে যাবো না এটা কি হতে পারে? আর সেই মিশনকে সামনে রেখেই গতকাল আমি এবং আমার স্যার ( নুর তালুকদার) গিয়েছিলাম সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুরে। চাকরির সুবাদে আমি যেহেতু সিলেটে থাকি সেহেতু প্রকৃতির কাছাকাছি যাওয়ার কোনো সুযোগেই সহজে মিস করিনা । যদি অনেক ব্যস্ত থাকি তখন হয়তো মিস হয়ে যায় । সুনামগন্জ জেলায় আমাদের কিছু কনস্ট্রাকশন আছে যেগুলো আমাদের অফিস অর্থাৎ সিলেট ডিভিশনের আওতাধীন। তাই তাহেরপুর যেতে আমাদের তেমন সমস্যার সম্মুখীন হতে হয় নি কারণ সুনামগঞ্জ থেকে একজন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের সাথে ছিলো। সে যাই হোক, আজকে সুনামগঞ্জ হাওরের এবং চারপাশের কিছু আলোকচিত্র আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে। তার আগে প্রথমে একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে।
তো চলুন শুরু করা যাক,
- হাওর বিলাসের সময় ভিডিওটি তোলা। আমার কাছে ঠিক স্বর্গপুরীর মতো মনে হচ্ছিলো এই মুহূর্তটা।
- হাওড়ের বিশালতা বার বার আমার মনকে দোলা দিচ্ছিলো। এক মুহূর্তের জন্য শুভ্র বকের ন্যায় উড়ে বেড়ানোর ইচ্ছেটাও গুরপাক খাচ্ছিল তখন আমার মাথার মধ্যে ।
- আমাদের মতো আরো অনেকের পদচারণা ছিলো সেখানে। সত্যি বলতে,একটুখানি সুযোগ পেলেই কিছুটা স্বস্তি খোঁজার জন্য শহরের ব্যস্ততা থেকে প্রকৃতির কাছে ফিরে যেতে চায় সবাই ।
- এই সাজানো নৌকাগুলি ভাড়ায় চালিত। ভ্রমণপিপাসুদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য এই নৌকাগুলি সারাক্ষণ হাওড়ে ভেসে বেড়ায়।
- আমাদের ফিরে আসার মুহূর্তে ছবিটি তোলা। যদিও তখন আসতে একেবারেই ইচ্ছে করছিলোনা কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আসতে হলো আরকি ।
- আমরা খুব কাছ দিয়ে যাচ্ছিলাম যার কারণে ঘর গুলো স্পষ্ট বুঝা যাচ্ছে কিন্তু দূর থেকে এই গ্রামগুলোকে দেখলে মনে হবে সাগরের মাঝে যেনো একগুচ্ছ দ্বীপ। এদের বেশির ভাগ সময় নৌকার উপর নির্ভর করেই চলাফেরা করতে হয়। একটা জিনিস আমি জানতে পেরেছি সেটি হচ্ছে, এইসব গ্রামের প্রত্যেক নারী-পুরুষেই নাকি নৌকা চালানোতে পারদর্শী এবং প্রায় প্রত্যেকের একটা না একটা ডিঙ্গি নৌকা আছে।
- আমার কাছে মনে হয়, প্রকৃতি যেনো প্রতিনিয়তই হাওরের এই গ্রাম গুলির সাথে নিজস্ব ঢঙে খেলা করে।
- হাওর গুলি যেনো এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। প্রতিনিয়তই যেনো প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে যায়।
- প্রকৃতির সকালটা যেমন দৃঢ় প্রত্যয়ে উদিত হয় ঠিক সন্ধ্যেটাও যেন স্ব-মহিমায় অস্ত যায়।
- আমরা তখন লোকালয়ে এসে পড়েছি এবং কিছুটা পথ হেঁটে গিয়ে বড় রাস্তায় ওঠেছিলাম। আজকে তাহলে এই পর্যন্তই রইলো। আবার নতুন কোনো দিন নতুন কোনো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশা-আল্লাহ । সে পর্যন্ত সবাই ভালো থাকুন ,সুস্থ থাকুন এবং সর্বোচ্চ সতর্কতায় পথ চলুন।
☀️ক্যামেরা: সবগুলো আলোকচিত্রই ওয়ানপ্লাস মোবাইল দিয়ে তোলা হয়েছে। যার মডেল নাম্বার:(8T)
অসাধারণ ফটোগ্রাফি করেছেন ও বেশ ভালো আলোচনা করেছেন। বলতেই হবে আপনার হতের যাদু।বিশেষ করে সূর্য ডোবার দৃশ্য খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল
সুন্দর মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর ভাবে আপনার পোস্টটি উপস্থাপন করেছেন আপনি।আপনার পোস্টের ছবি গুলো খুবই সুন্দর হয়েছে।
এটা খুবই দারুন ব্যাপার।আমি নৌকা চালাতে পারিনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।