গ্রীন ভ্যালি পার্ক এর ফ্লাওয়ার ভ্যালিতে কিছু সময়||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২৩ শে চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| বসন্তকাল|


IMG_20220406_103931.jpg


আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ভ্রমণকাহিনীর দ্বিতীয় পর্বে নিয়ে। গত পর্বে আলোচনা করেছিলাম কিভাবে গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম এবং ঘুরাঘুরি কিছু মুহূর্ত গুলো এখন আলোচনা করব গ্রীন ভ্যালি পার্ক এর মাঝে একটি ফ্লাওয়ার ভ্যালি আছে সে ভ্যালি নিয়ে। গ্রীন ভ্যালি পার্ক টা অনেক বড় তাই কিছু পর্ব পর্ব করে আপনাদের সামনে উপস্থাপন করব। গ্রীন ভ্যালি পার্ক এর একটি সেকশন হলো ফ্লাওয়ার ভ্যালি এখানে ঢুকলেই পশুর ফুলের গাছ দেখতে পাবেন যেগুলোর সবে আমার কাছে অপরিচিত। তাহলে কথা না বাড়িয়ে কিভাবে প্রবেশ করলাম এবং আনুষাঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক।


IMG20220329120225_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


ফ্লাওয়ার ভ্যালি প্রবেশ করার জন্য প্রথমে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য 20 টাকা তবে আপনি 20 টাকা তে যখন টিকিটটা কেটে ভিতরে প্রবেশ করবেন তখন মনে হবে পয়সা উসুল। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করার জন্য আস্তে আস্তে এগোতে থাকে সামনে অনেক বড় একটা সিঁড়ি আছে ।


IMG20220329120243_00-01.jpeg

IMG20220329120246_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


আমরা সিঁড়ির উপর উঠতে দেখতে পাই ভেতরে প্রচুর ফুল। তাই আমরা সিঁড়িতে বেশি সময় দেরী না করে তাড়াতাড়ি ভিতরের দিকে এগোতে থাকে কারণ ফুলের সৌন্দর্য তা তো দেখতেই হবে।


IMG20220329120341_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


সিঁড়ি দিয়ে নামতেই দেখা মেলে সুন্দর একটি পথ করে রেখেছে। সেই পথের গিয়ে লোকজন তাদের ছবি উঠাবেন দেখতে বেশ দারুন লাগছে রাস্তাটা। আমিও রাস্তা তে গিয়ে কিছু সময় হাটাহাটি করি তারপর আবার চলে আসে।


IMG20220329120512_00-01.jpeg


IMG20220329120358_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর এখানে যেদিকে তাকানো যাবে সেদিকেই শুধু ফুল কিন্তু সবগুলোই আমার কাছে অপরিচিত। গাছের সাথে ঝুলিয়ে রেখেছে ফুল টা দেখতে বেশ দারুন লাগছে। একটি মেয়ে বই নিয়ে পৌছে দাও আবার ফুলের ভেতর না এখানকার ব্যাপার হলো চারিদিকে শুধু ফুল আর ফুল থাকবে।এই ফুলটার নাম আমার জানা নেই।


IMG20220329120640_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর আমরা সামনের দিকে এগোতে থাকে এবং ফুলের সাম্রাজ্যের মনে হচ্ছে হারিয়ে যায় চারিদিকে শুধু ফুল কিন্তু ফুলগুলোর কোন সুভাষ নাই সুভাষ থাকলে হয়তো আরও মুগ্ধ হয়ে যেতাম। সামনে হঠাৎ এক রাতেই দেখি একটি গাছ গাছের চারপাশে শুধু ফুল মনে হচ্ছে এটা একটি বড় ফুল গাছ দেখে বেশ ভালো লাগলো।


IMG20220329120344_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


তারপর আমরা ডান দিকের একটি সুন্দর গেট দেখতে পাই। গেট টি দেখতে বেশ দারুন লাগছিল আমরা গেট দিয়ে প্রবেশ করি সামনে দেখা মেলে আবার ফুল। আমার কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি কোন এক ফুলের রাজ্যে আছি ।ফুলের রাজ্যে আমি হারিয়ে যাচ্ছি যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল সময়টা বেশ ভালো হয়ে গিয়েছিল।


IMG20220329120622_00-01.jpeg

IMG20220329120546_00-01.jpeg



Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/fortnight.syndromes.tuck


এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো অনেক উঁচু করে একটি স্থান বানিয়ে রেখেছে তা তার চারপাশে ফুল দিয়ে ঘেরা ‌। আর সেখানে বিশ্রাম করার জন্য একটি জায়গা বানিয়ে রেখেছে । আমরা সেখানে গিয়ে কোন জায়গা অর্থাৎ মানুষের ভিড়ে সিরিয়াল পায়নি বসার জন্য। এটার চারপাশ জুড়ে রয়েছে শুধু ফুল এই ফুলগুলো সবই আমার অপরিচিত ফ্লাওয়ার ভ্যালির ‌সময়টা অনেক ভালোই কেটেছিল আমার।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

গ্রিন ভ্যালি পার্ক বর্তমান খুবই সুন্দর একটা প্লেস হয়ে উঠেছে বেশ জনপ্রিয়তা পেয়েছে জায়গা টি। গ্রিন ভ্যালির ফ্লাওয়ার ভ্যালিটা অত্যান্ত সুন্দর লাগে আমি এখনো যায়নি তবে চিত্রে দেখেছি দারুন উপস্থাপনা করেছেন শুভ কামনা ভাই।

 2 years ago 

গ্রিন ভ্যালি পার্ক বর্তমান খুবই সুন্দর একটা প্লেস হয়ে উঠেছে বেশ জনপ্রিয়তা পেয়েছে জায়গা টি

ঠিক বলেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ভাইয়া এতো সুন্দর গ্রীন ভ্যালি পার্ক এর ফ্লাওয়ার ভ্যালি পার্ক বাংলাদেশ যে আছে আপনার ফটোগ্রাফি না দেখলে বুঝতে পারতাম না। আপনি অসম্ভব সুন্দর সব মূহুর্ত কাটিয়েছেন ভাইয়া। আমারও ইচ্ছা এই রকম জায়গাতে ঘুরতে যাওয়ার।ধন্যবাদ ভাইয়া,আপনার জন্য অনেক দুআ ও শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আমারও ইচ্ছা এই রকম জায়গাতে ঘুরতে যাওয়ার

এসে ঘুরে যান ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

গ্রীনভ্যালী এবং ফ্লাওয়ার ভ্যালি এই দুটো নাম ই খুব আকর্ষণীয় লেগেছে আমার কাছে। নামগুলো যেমন আকর্ষণীয় ঠিক তার ভেতরের পরিবেশ গুলো ছিল অত্যন্ত মনোরম এবং সাজানো গোছানো। ছবির মাধ্যমে খুব সুন্দর একটা বর্ণনা তুলে ধরেছেন। ভালো লেগেছে অনেক।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জায়গাটি সত্যি বেশ জনপ্রিয় কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হয় নাই। দেখেই যেতে মন বলছে। খুব সুন্দর ছিল এবং আপনি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখা যাচ্ছে আমি গেলাম আপনার সাথে দেখা হয়ে গেল আচমকা কতই না ভালো হতো😊😅

 2 years ago 

জায়গাটি সত্যি বেশ জনপ্রিয় কিন্তু যাওয়ার ইচ্ছা ছিল যাওয়া হয় নাই। দেখেই যেতে মন বলছে

সময় করে চলে আসেন ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনার তোলা ছবি দেখে বোঝা যাচ্ছে এটা একটা ফুলের রাজ্য। বিভিন্ন রকম ফুলের সমাহারে তৈরি ফ্লাওয়ার ভ্যালিতে অনেক সুন্দর সময় পার করেছেন। আপনার কাটানো সুন্দর সময় গুলো শেয়ার করবেন অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার তোলা ছবি দেখে বোঝা যাচ্ছে এটা একটা ফুলের রাজ্য।

একদম ঠিক ধরেছেন এটা ফুলের রাজ্য। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনাকেও স্বাগতম ভাইজান 💚

 2 years ago 

গ্রীন ভ্যালি পার্ক এর ফ্লাওয়ার ভ্যালি জায়গাটা খুবই সুন্দর।। চারিদিকে ফুলের সমারোহ।। যেন ফুলের রাজ্যে এসে পড়েছি।। আমিও গ্রিন ভ্যালি পার্কে গিয়েছিলাম।। পার্কের জায়গাটা আমার কাছে খুব ভাল লেগেছিল ।।এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

গ্রীন ভ্যালি পার্ক বর্তমানে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম উপভোগ্য একটি জায়গা। নান্দনিক সকল শিল্পকর্ম এবং সুচারু প্রাকৃতিক দৃশ্য সত্যিই আমাদের বিমোহিত করেছে। বিশেষ করে ফ্লাওয়ার ভ্যালি টা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। আপনি ভ্রমণের প্রতিটা বিষয়ে খুব চমৎকার উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ

 2 years ago 

image.png


গ্রীন ভ্যালি পার্কে কখনো যাওয়া হয়নি ভাই।তবে পার্কটি ভালো সুন্দর।পার্কের ভেতরে খুব সুন্দর ভাবে সবকিছু ডেকোরেশন করা রয়েছে। আপনি সেখানে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ভাই।


image.png

 2 years ago 

জ্বি ভাই পার্কটি অনেক সুন্দর। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গ্রীন ভ্যালি পার্কে চারদিকে ফুলের সমাহার । আপনার সময় টি নিশ্চয়ই ভালো কেটেছে । পিক দেখে যা বুঝতে পারছি। অনেক সুন্দর সুন্দর ফুল গাছের ছবি আমাদের সাথে শেয়ার করলেন। আমরাও দেখতে পেলাম ঘরে বসে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় নিয়ে পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74