বান্দরবানের পথে পথে "সাঙ্গু নদী হয়ে রেমাক্রির পথে"

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • সাঙ্গু নদী
  • ২,এপ্রিল ,২০২৪
  • মঙ্গলবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে আবারো শেয়ার করতে চলেছি আমার বান্দরবান ভ্রমণের কিছু সুন্দর এবং কাহিনী গুলো। গত পর্বে আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম রেমাক্রি যাওয়ার জন্য যে সকল প্রশাসনিক অফিসিয়াল কাজ করতে হয় সে কাজগুলো শেষ করে বোটঘাটে চলে এসেছি। আজকে আমরা দীর্ঘ তিন ঘন্টা বোট জার্নি করতে হবে সেই গল্প শেয়ার করব তবে পুরোটা না। প্রথমেই বলি সাঙ্গু নদীর কথা।মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের বান্দরবান জেলার মদক এলাকার পাহাড়ে এ নদীর জন্ম। বান্দরবান জেলা ও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে এটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।


IMG20240120133616-01.jpeg

IMG20240120135139-01.jpeg

IMG20240120135142-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা আজকে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব রেমাক্রিতে। আমাদের সকল ডকুমেন্টগুলো বিজিবির কাছে জমা দিয়ে আমরা সবাই মিলে হাটতে শুরু করি আমাদের নৌকার কাছে। আমরা নয়জন ছিলাম সেজন্য দুইটা নৌকা ভাড়া করতে হয়। প্রতি নৌকা ভাড়া করতাম আমাদেরকে টাকা গুনে দিতে হয়েছে প্রায় ৫০০০ টাকা। তারমানে দুটো নৌকাতে ১০ হাজার টাকা দিতে হয়েছে। আমরা প্রতি নৌকায় পাঁচজন করে যেতে পারবো। আমরা যারা বন্ধু ছিলাম তারা সবাই এক নৌকাতে উঠলাম আর কিছুই বাকি ছিল তারা অন্য নৌকাতে উঠলো। আমাদের নৌকাতে আমাদের সাথে যে গাইড ছিল সেও উঠলো। অনেক দিনের শখ যখন থেকে ভ্রমন করার ইচ্ছা জাগে তখন থেকেই শখ জেগে উঠেছে সাঙ্গ নদীতে নৌকা নিয়ে এভাবে ঘুরতে যাব। অনেক ভিডিওতে দেখেছি এই নদীর অপরূপ সৌন্দর্য এবং এই নৌকাগুলো কিভাবে চলে তাই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছিল।


IMG20240120135814-01.jpeg

IMG20240120140004-01.jpeg

IMG20240120140022-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এই নৌকাগুলো অনেক চিকন এবং বেশ শক্তিশালী। কারণ এরা যখন এই সাঙ্গু নদীতে চলে অনেক পাথরের সাথে ধাক্কা খায় তবুও নৌকার তেমন কিছুই হয় না। এই নৌকাগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে অর্থাৎ আমরা যে নদীতে যাচ্ছি আস্তে আস্তে উঁচুও হতে থাকে এক প্রকার পাহাড়ের উপরে উঠে যায় বলা চলে কিন্তু এভাবে বোঝা যায় না। আমরা সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাত্রা শুরু করে দিলাম। তবে নৌকা উঠার আগে আমরা আমাদের ড্রেসআপ চেঞ্জ করে নেই কারণ কোথাও পানি কম থাকলে সেখানে নামা লাগতে পারে। এই নদীতে সব নৌকা গুলোই অনেক জোরে জোরে চলতে থাকে। বিশেষ করে এই নৌকাগুলোর শব্দটা অনেক বেশি। দুই সাইডে বড় বড় পাহাড় থাকার কারণে শব্দগুলো বেঁধে আরো বেশি জোরে শোনা যায়। বড় বড় পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে সাঙ্গ নদী যার সৌন্দর্য অপরূপ।


IMG20240120140127-01.jpeg

IMG20240120140212-01.jpeg

IMG20240120140317-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

চারিপাশের সবুজ প্রকৃতি আর মাঝ দিয়ে আমরা ছুটে চলেছি রেমাক্রির উদ্দেশ্যে।নৌকাগুলো আপন গতিতে খুব দ্রুত ছুটে চলছে কারণ যেটা অনেক বেশি সময় লাগে। আমরা নৌকায় উঠেছিলাম দুপুর ২ টার কিছু সময় পর আমাদেরকে যেতে সময় লাগবে সাড়ে তিন ঘন্টা। এই সাড়ে তিন ঘন্টা এই নৌকাতেই ধৈর্য সহকারে বসে থাকতে হবে। তবে তেমন কিছু মনে হবে না কারণ আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে ভুলে যাবেন যে আপনি কখন উঠেছেন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বান্দরবান আর বান্দরবান কে আরো বেশি সুন্দর করেছে এই সাঙ্গ নদী। এই নদী ধরে এগোলে বান্দরবানের গভীরে চলে যাওয়া যায়। উপভোগ করা যায় নিরব প্রকৃতি এবং প্রকৃতির আসল সৌন্দর্য। যেখানে মেঘেরা করছে খেলা পাখিরা গাইছে গান পাহাড় মিশে গেছে আকাশে সবকিছু মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য।


IMG20240120140336-01.jpeg

IMG20240120140344-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এই নদী দিয়ে চলা চলার সময় অনেক ধরনের সৌন্দর্যের দেখা মিলবে। দেখা মিলবে পাহাড়ের উপরে ঝুম ঘরের আরও দেখা মিলবে দূরে বসবাস করা মানুষদের। হঠাৎ করে পাহাড়ের চূড়ায় দেখা মিলবে কিছু ছাগলের যা এখানে এসে ঘুরে বেড়াচ্ছে। তবে পাহাড়ের চূড়ায় জুম ঘর গুলো দূর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। মাঝেমধ্যে মনে হয় এই জুম ঘরে যদি একটা রাত কাটাতে পারতাম তাহলে প্রকৃতির নীরবতা ভালোভাবে উপভোগ করতে পারতাম। আমরা যে সময় গিয়েছি তখন সাঙ্গু নদীতে পানি খুবই কম কিছু কিছু জায়গায় নৌকা বেঁধে যায় পাথরে। তবে শুনেছি বর্ষা মৌসুমে নাকি অনেক বেশি পানি হয় তবে এটা বোঝা যাচ্ছিল গাছপালার দিকে তাকালেই। তখন নাকি নদীতে আরো বেশি ভয়ংকর হয়ে ওঠে। আপনাদের সাথে তো অনেক সময় গল্প করে ফেললাম তো এখনো আমাদের নৌকার মাঝিটাকে তো দেখানো হলো না।


IMG_20240402_21121264.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

ইনি হল আমাদের নৌকার মাঝি। আমাদেরকে রেমাক্রিতে নিয়ে যাবে এবং পরের দিন আমাদেরকে নিয়ে চলে আসবে এভাবেই পরিকল্পনা করা। এখানে নৌকা চলাতে অনেক দক্ষতার প্রয়োজন কারণ অনেক সময় বড় বড় পাথর সামনে এসে যায় সেগুলো খুব সাবধানতার সাথে পার করতে হয়। আমাদের মাঝিটা দক্ষ ছিল কিন্তু অনেক বেশি পারদর্শী ছিল না। কিছু কিছু জায়গাতে সে নৌকা পাথরের সাথে বাধিয়ে দিয়েছিল আমাদেরকে আবার নেমে হেঁটে যেয়ে তারপর যেখানে আবার বেশি পানি সেখান থেকে উঠতে হয়েছিল। সব মিলিয়ে সাঙ্গু নদীর সৌন্দর্য একটি পোস্টে বর্ণনা করা সম্ভব নয় তাই আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পোস্টে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 5 months ago 

ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তাই সুযোগ পেলে আমিও বের হয়ে পড়ি গন্তব্য স্থলে। আজকে আপনি আমাদের মাঝে বান্দরবান ভ্রমণ বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেছেন। আর সেখান থেকে অনেক সুন্দর সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছেন এই পোষ্টের মাঝে। খুবই ভালো লাগলো আপনার আজকের এই ভ্রমণ বিষয়ক পোস্ট পড়ে, যেখানে অনেক কিছু জানতে পারলাম।

 5 months ago 

আমাদের সবারই অনেক বেশি ভ্রমণ করা উচিত। আমার মনে হয় সময় পেলেই ঘুরতে যাওয়া আমাদের জন্য অনেক জরুরী। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 5 months ago 

যদিও সাঙ্গু নদী সম্পর্কে অনেক শুনেছি কিন্তু বাস্তবে দেখি নাই। কাছাকাছি থাকার পরেও যাওয়ার সুযোগ হয়নি এখনো। আসলে জায়গাটি পাহাড়ি এলাকা এত সহজে যাওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে। কিন্তু আপনার ব্লগটা পড়ে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি জায়গা যেয়ে দেখে আসারই কথা। আপনারা বেশ ঘোরাঘুরি করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। ভীষণ ভালো লেগেছে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 months ago 

জি আপু পাহাড়ি এলাকায় বাচ্চাদের নিয়ে যাওয়া অনেক বেশি বিপদজনক। তবে কখনো যদি সুযোগ হয় ঘুরে দেখে আসবেন।

 5 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আপনি সবসময়ই বান্দরবানের এই সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি এবং বর্ণনা শেয়ার করে আসছেন। আজকে আপনার কাছ থেকে এই জায়গাগুলো যেভাবে দেখছি ভবিষ্যতে যখন ভ্রমন করবো তখন সবগুলো স্থানই পরিচিত মনে হবে৷ আর আজকে আপনি সাঙ্গু নদী হয়ে রেমাক্রির পথে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 5 months ago 

তা অবশ্য ঠিক বলেছেন এখন ছবিতে দেখলে পরবর্তীতে জায়গা গুলো বেশ পরিচিত মনে হবে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 5 months ago 

বোঝাই যাচ্ছে বান্দরবন গিয়ে সাঙ্গু নদী পার হয়ে রানাঘাটের পথে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। মুহূর্তটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল কারণ চারিদিকে অনেক বড় বড় জঙ্গল সেই সাথে বড় বড় পাথর আর নৌকার ইঞ্জিনের বিকট শব্দ সবমিলিয়ে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন। এরকম মুহূর্ত বারবার কাটাতে মন চায়, ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে আমাদের মাঝে পুরো ব্যাপারটা তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে এমন মুহূর্ত কাটাতে বারবার মন চায়। অপরূপ সৌন্দর্য লীলাভূমিতে গেলে সত্যি বেশ ভালো লাগে। ধন্যবাদ মতামতের জন্য

 5 months ago 

আসলে ভ্রমণ করতে আমার কাছেও খুব ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার ভাবে উপভোগ করা যায়। সাঙ্গু নদী হয়ে রেমাক্রির পথে বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলে নিশ্চয় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন বেশ অসাধারণ ভাবে। এমন জায়গায় বারবার যেতে খুব ইচ্ছে করে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago (edited)

জি ভাইয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.029
BTC 56651.60
ETH 2364.32
USDT 1.00
SBD 2.27