DIY-project এসো নিজে করি || কাগজ দিয়ে দোলনা তৈরি|| ১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ - ১৪পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার |শীতকাল|



IMG20211224125520_00-01.jpeg


কাগজ দিয়ে দোলনা তৈরি।


প্রয়োজনীয় উপকরন

  • রাঙিন কাগজ
  • সিজার
  • আঠা
  • কাটবোর্ড।

IMG20211224091502_00-01.jpeg

  • ধাপ-০১ঃ প্রথমে দোলনার ভুমি দেওয়ার জন্য মোটা কাটবোর্ড নিবো এবং সেটা চতুর্ভুজ আকৃতিতে কেটে নিব কেটে নিবো।

IMG20211224093215_00-01.jpeg

  • ধাপ-০২ঃ তারপর লাল রঙের কাগজ দিয়ে কাটবোর্ডটাকে মুড়িয়ে নিবো।

IMG20211224093645_01-01.jpeg

  • ধাপ-০৩ঃ দোলনার ভূমিকে আরও আকর্ষণীয় করে তুলতে অন্য কালার এর চারটি কাগজ চিত্র অনুযায়ী কেটে নিবো।

IMG20211224093953_00-01.jpeg

  • ধাপ-০৪ঃ তারপর ঐ কাগজগুলো কে চিত্র অনুযায়ী আঠা দিয়ে লাগিয়ে দিবো।

IMG20211224094939_00-01.jpeg

  • ধাপ-০৫ঃ এরপর সাদা কাগজে মুড়িয়ে স্টিক বানিয়ে নিবো।

IMG20211224100136_00-01.jpeg

  • ধাপ-০৬ঃ এরপর একটি রঙিন কাগজ শরু করে কেটে নিয়েছে এবং সেটি স্টিকের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।

IMG20211224101956_00-01.jpeg

IMG20211224102117_00-01.jpeg

  • ধাপ-০৭ঃ এখন স্টিক গুলোকে গ্লু গান আঠা সাহায্যে দোলনার ভূমির সাথে চিত্র অনুযায়ী লাগিয়ে দিব।

IMG20211224102902_00-01.jpeg

IMG20211224103308_00-01.jpeg

  • **ধাপ-০৮ঃ এরপর দোলনার আসন বানানোর জন্য শক্ত কাগজ মাপমতো কেটে রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি।

IMG20211224110231_00-01.jpeg

IMG20211224110351_00-01.jpeg

  • ধাপ-০৯ঃ এখন আসন তৈরি করার জন্য এগুলোকে পরস্পরের সাথে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবো।

IMG20211224114503_00-01.jpeg

IMG20211224115028_00-01.jpeg

IMG20211224124121_00-01.jpeg

IMG20211224115539_00-01.jpeg

  • ধাপ-১০ঃ দোলনা সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য কাগজ কেটে ফুল বানাবো।

IMG20211224125520_00-01.jpeg

  • ধাপ-১১ঃ এখন এই ফুলগুলো যে আঠা দিয়ে দোলনার সাথে লাগিয়ে দেবো।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি দোলনা তৈরি করেছেন। এটা আসলেই দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আর এটি তৈরি করার প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন পেপার দিয়ে আপনি অসাধারণ দোলনা প্রস্তুত করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে সত্যি আপনার হাতের কাজের প্রশংসা না করে আর পারছি না বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি একটি দোলনা তৈরি করেছেন। আসলে নিজের মধ্যে প্রতিভা না থাকলে এই সমস্ত কাজ গুলো তৈরি করা সম্ভব হয় না।সাদা কাগজ দিয়ে আগে আপনি স্টিক বানিয়ে নিয়েছেন এবং পরে স্টিকের সাথে নীল কাগজ গুলা লাগিয়েছেন পরবর্তীতে কাগজের লাভ কেটেছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে দোলনা তৈরি টি খুবই ভালো লাগতেছ । ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন। যা বুঝতে সুবিধা হয়েছে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68244.61
ETH 2640.30
USDT 1.00
SBD 2.69