বান্দরবানের পথে পথে||নীলাচল।||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • বান্দরবান ভ্রমন
  • ২৫,ফেব্রুয়ারি ,২০২৩
  • রবিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। এই তো কিছুদিন হল বান্দরবান ভ্রমণ শেষ করে বাসায় ফিরেছি। বান্দরবান ভ্রমণের দিনগুলো অসম্ভব সুন্দর ছিল। বান্দরবান ভ্রমণের গত পর্বে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম মেঘলা পর্যটন কমপ্লেক্স অপরূপ সৌন্দর্য এবং আমাদের ঘোরাফেরা মুহূর্ত। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম বান্দরবনের পথে পথে ঘোরাঘুরির আরেকটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব বান্দরবান শহর থেকে ১০ কিলোমিটার দূরে নীলাচল পর্যটন স্পট।

এটা অনেক বেশি জনপ্রিয় এখান থেকে বান্দরবান শহর দেখা যায়। আশেপাশের জায়গা গুলোর মধ্যে এটা বেশ উঁচু । চাঁদের গাড়িতে যাওয়ার সময় বোঝা যায় গাড়িটা কত উপরে উঠছে। আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সের ঘুরাঘুরি শেষ করে প্রথমে গিয়েছিলাম পাশে একটা ঝর্ণা দেখতে তবে জন্য এখন পানি ছিল না তাই চলে এসেছি ওইখান থেকে। তারপর আমরা সোজা এগোতে থাকি নীলাচলের উদ্দেশ্যে। আমরা গিয়েছি শুক্রবার রাস্তাঘাটে বেশ ভালোই ভিড় ছিল কারণ ছুটির দিন হওয়াতে সবাই প্রকৃতি দেখতে এসেছে।


IMG_20240225_06245959.jpg

IMG_20240225_06253927.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

চাঁদের গাড়ি ছুটি চলছে আপন মনে নীলাচলের সৌন্দর্য উপভোগ করানোর জন্য। বান্দরবান হাইওয়ে থেকে ডানের রাস্তা ধরে চলে যেতে হবে নীলাচল পর্যটন স্পটের দিকে। যখন হাইওয়ে থেকে ডানের রাস্তা তে উঠতে শুরু করে তখন থেকেই আমাদের উপর দিকে উঠতে হয়। যাদের গাড়িতে সবাই অনেক বেশি মজা করছে এর গান হচ্ছে আর এমন রাস্তার প্রকৃতির সৌন্দর্য ভোগ করতে করতে আমরা সারাদিনই ক্লান্তি ভুলে গিয়েছি। ওইদিনই বান্দরবান সকালে এসে পৌঁছেছি সারারাত জার্নি করার পর। তারপর দুইটা স্পট ঘুরে দেখে শেষ করেছি এখন সন্ধ্যা হওয়ার আগেই আমাদেরকে নীলাচলে প্রবেশ করতে হবে যাতে সূর্যাস্তের সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পারি।


IMG_20240225_06255071.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে আমরা অবশেষে চলে আসলাম নীলাচল এর গেটের সামনে। আমাদের গাড়িটা যথাস্থানে পার্কিং করে আমরা এগিয়ে যাচ্ছি টিকিট ক্রয়ের উদ্দেশ্যে। এখানে প্রবেশ করতে হলে জন প্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। আমাদের ঘোরাফেরা এবং সবার খরচের টাকা এক ভাইয়ের কাছে ছিল সে গিয়ে টিকিট ক্রয় করে নিয়ে আসলো।


IMG20240119155854-01.jpeg

IMG20240119160005-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এর আগেও একবার নীলাচল এসেছিলাম তখন অবশ্য অফ সিজন ছিল। সেজন্য মানুষের আনাগোনাটাও কম ছিল তবে আমরা ভিতরে প্রবেশ করতে দেখি মানুষের প্রচুর ভিড় অবশ্য বাইরে থেকে এটা বুঝতে পারছিলাম অনেক গাড়ি দেখাতে। প্রথমবার যখন এসেছিলাম তখন অনেক সুন্দর ভাবে আশেপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পেরেছিলাম। আমাদের যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল মনে হচ্ছিল চারিদিক থেকে কুয়াশায় ঢেকে রেখেছে। আগেকার যেহেতু একদম উপরে উঠে গিয়েছিলাম তাই এইবার আগের বার যেখানে যাইনি সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করি।


IMG_20240225_06272982.jpg

IMG20240119162017-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

রাস্তার পাশে একটি দেওয়ালে দেখলাম অনেক ধরনের চিত্র অঙ্কন করে রেখেছে এবং সুন্দরভাবে কালারের করে ফুটিয়ে তুলেছে যা দেখতে চমৎকার লাগছিল। এবং বাম সাইডে দেখা যাচ্ছে সু বিশাল এক প্রকৃতি তাকালে যেন চোখের প্রশান্তি আসে যায় দেখে সবুজ আর সবুজ। ওইখান থেকে বান্দরবান শহরটাকে অনেক ছোট দেখাচ্ছে মনে হচ্ছে ছোট ছোট কিছু ঘর রয়েছে এখানে শুধু। তারপর আমরা হাঁটতে হাঁটতে নীলাচলের সব থেকে উপরের অংশে উঠে যায়। কিন্তু এখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড় যেহেতু ফ্রাইডে ছিল তাই মানুষের আনাগোনাটা অনেক বেশি ছিল।


IMG20240119164524-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

নীলাচলের সবথেকে উঁচু স্থানে একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে সেখানে সবাই ভিড় জমায় নিজেদের ছবি তোলার জন্য। গতবার খুব আরামে ছবি উঠতে পেরেছিলাম তবে এবার মানুষের এত ভিড় এখানে ছবি উঠতে হলেও সিরিয়াল দিতে হচ্ছে। তবে ওইখান থেকে পরিবেশটা দেখতে অসম্ভব ভালো লাগে। ছবিটা দেখে অবশ্যই অনুমান করতে পেরেছেন এখানে কত মানুষের ভিড় ছিল। তাই আর এত মানুষের মধ্যে ছবি উঠতে না গিয়ে একটু ফাঁকা জায়গায় নিরিবিলি দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করার জন্য অন্য সাইডে চলে যায়।


IMG20240119162302-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

অনেকটা সময় আমরা এখানে নোবেলে দাঁড়িয়ে প্রকৃত উপভোগ করি দূরের পাহাড় সাথে সূর্যাস্তের দৃশ্য অসম্ভব ভালো ছিল। বিশেষ করে অনেক দূরের পাহাড় গুলো দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল মেঘ এসে তাকে ঢেকে রেখে দিয়েছে। আর সবথেকে উঁচু স্থান এখানে মাঝ দিয়ে হাঁটার জন্য সুন্দর একটি রাস্তা আছে। আমরা এখানে অনেকটা সময় কাটাই তারপর পাশেই সিড়ির নিচে নেমে আসে এবং কিছু কেনাকাটার জন্য সবাই পাশের দোকানে প্রবেশ করে।


IMG20240119165822-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এ পাশের এই দিকটাতে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান-বাজনা করছে এবং বেশি ইনজয় করছে এবং অনেক ধরনের দোকান আছে এখানে। এর আগের বার এসে এদিক দিয়ে নামেনি তবে এবার বেশ ভালো লেগেছে নেমে। অনেকেই অনেক কিছু কেনাকাটা করল আমি আবার হাঁটতে হাঁটতে নিচের দিকে চলে গিয়েছিলাম ভেবেছি এদিক দিয়ে হয়তো চলে যাওয়া যাবে কিন্তু কি শুধু আগানোর পর দেখি আর রাস্তা নাই। সব মিলিয়ে এই পর্যটন স্পটটা আমার কাছে অনেক ভালো লেগেছে তবে নিরিবিলি সময় গেলে প্রকৃতিটা আরো ভালোভাবে উপভোগ করা যেত। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 5 months ago 

আপনার বান্দরবানের পোস্টটি দেখে আমার আগের কথা মনে পড়ে গেলো কারণ আমিও এর আগে বান্দরবান গিয়েছিলাম। বান্দরবান এর নীলাচল জায়গাটি আপনার পোস্টে দেখে যেনো সেই জায়গায় ফিরে গেলাম। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 months ago 

আসলে আমরা যে জায়গায় ঘুরতে যায় পরবর্তীতে এখানকার কোন পোস্ট অথবা ছবি দেখলে সেই স্মৃতি মনে পড়ে যায়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বান্দরবানের পথে পথে নীলাচলে গিয়ে সত্যি দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলাম সেদিন তবে রীতিমতো অবাক হয়েছিলাম যে নীলাচলে এত মানুষের ভিড় কোথা থেকে আসলো। প্রথমবার যখন গিয়েছিলাম তখন এতটা ভিড় ছিল না, যাইহোক আপনারা নিচে নেমে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে পথ শেষ করে দিয়েছিলেন অবশেষে আবার ফিরেও এসেছিলেন হাহাহা। যাইহোক দারুন একটা মুহূর্ত সেদিন অতিবাহিত করেছিলাম আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে ঐদিন অনেক বেশি ভিড় ছিল। হয়তো ছুটি দিন হওয়াতে লোকজন সবাই ঘুরতে এসেছিল। ধন্যবাদ মতামতের জন্য

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43