কংক্রিটের শহরে প্রকৃতির খোঁজে চন্দ্রিমা উদ্যান পর্ব -০১

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • চদ্রিমা উদ্যান
  • ১৩, আগস্ট ,২০২৩
  • রবিবার

IMG20230524174014-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


হ্যালো আমার বাংলাব্লগবাশি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আমি আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সাথে কিছু সময় গল্প করব পোস্টের মাধ্যমে। বেশ কয়েকদিন আগে এই কংক্রিটের শহরে প্রকৃতি খুঁজতে বের হয়েছিলাম হঠাৎ মাথায় আসলো চন্দ্রিমা উদ্যানের কথা। তখন কৃষ্ণচূড়া ফুলে ভরে ছিল চন্দ্রিমা উদ্যান প্লাস ওইখানকার রাস্তা। ঢাকার মধ্যে অনেক সুন্দর রাস্তা হল গণভবনের ওই রাস্তা। তার পাশেই রয়েছে চন্দ্রিমা উদ্যান এক সময় জিয়া উদ্যান নামে পরিচিত ছিল। অনেকদিন বাসায় বসে বসে বোর হচ্ছিলাম এ কংক্রিটের শহরে চার দেয়ালের মধ্যে আর কত সময় ভালো লাগে। তাই প্রকৃতির খোঁজে আমি এবং আমার বন্ধু চলে গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে ।


IMG20230524174014-01.jpeg

IMG20230524173940-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তখনকার পরিবেশটা অসাধারণ ছিল ছিল গাছ ভরা কৃষ্ণচূড়া ফুল তখন চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে বেয়ে চলেছে লেক। লেকে তখন পানি ছিল না কিন্তু দুই ধারে কৃষ্ণচূড়া ফুল গাছের সৌন্দর্যে লেকের সৌন্দর্যটাও অনেক অংশে বৃদ্ধি পেয়েছিল।


IMG20230524174731-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করতে লেকের উপর দিয়ে অসাধারণ একটি ব্রিজ নির্মাণ করে রেখেছে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে লেকের এ পাশের ও পাশের ছবি ওঠায় দেখতে বেশ দারুন লাগছিল।


IMG20230524174257-02.jpeg

IMG20230524173527-01.jpeg

IMG20230524173242-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

চন্দ্রিমা উদ্যানে অনেক ধরনের বড় বড় গাছ দ্বারা আবৃত যা গরমের মধ্যে অনেক শীতল পরিবেশ ব্যবস্থা করে দেয়। আমি এবং আমার বন্ধু গিয়েছিলাম বিকেল বেলায় তখন তেমন গরম ছিল না। আমরা চন্দ্রিমা উদ্যান এর ভিতরে এদিক সেদিকে হাটাহাটি করতে থাকি এবং গাছ ও সূর্য ডুবার সৌন্দর্য উপভোগ করতে থাকি।


IMG_20230813_203940-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

পাশে একটি রাস্তা ছিল মনে হচ্ছিল আমি জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বেশ মনোরম পরিবেশ ছিল। আমরা এই পরিবেশের মধ্যে বসে দুই বন্ধু অনেক সময় গল্প করি এবং এই চন্দ্রিমা উদ্যান নিয়ে গবেষণা করি আর গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল পরিবেশটা ঠান্ডা রাখার জন্য গাছগুলোই যথেষ্ট। আজ এই পর্যন্তই গল্প হবে চন্দ্রিমা উদ্যান সম্পর্কে পরবর্তী কোন পোস্টে সেই পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে। চন্দ্রিমা উদ্যানের পরিবেশ দেখছি খুবই চমৎকার। বিশেষ করে ব্রিজ থেকে চারপাশের পরিবেশ অসাধারণ লাগছে। ধন্যবাদ আপনাকে এই উদ্যানে গিয়ে ফটোগ্রাফি গুলো করে শেয়ার করার জন্য।

 last year 

মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে

ঠিক বলেছেন। তাই সময় পেলেই ঘুরতে বের হই।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 last year 

আপনার পোস্টের মাধ্যমে চন্দ্রিমা উদ্যানের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন পর্ব যেহেতু এক এর মানে আরো অনেক গল্প বাকি আছি।বাকি গল্পের আশায় রইলাম।আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া।

 last year 

আপনার পোস্টের মাধ্যমে চন্দ্রিমা উদ্যানের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 last year 

চন্দ্রিমা উদ্যানে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ইট পাথরের শহরে আসলে প্রাকৃতিক পরিবেশ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। চন্দ্রিমা উদ্যান বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। চন্দ্রিমা উদ্যানের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন । দেখে খুব ভালো লাগলো । আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ইট পাথরের শহরে আসলে প্রাকৃতিক পরিবেশ খুঁজে পাওয়া খুবই কষ্টকর

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 last year 

বন্ধু কংক্রিটের শহরে প্রকৃতির সন্ধানে প্রথম পর্ব পড়ে খুবই ভালো লাগলো। যদিও সেদিন দুজনেই একসাথে ঘুরেছিলাম তারপরেও তোমাদের সাজানো গোছানো পোস্টটি পড়তে আরও বেশি ভালো লাগলো। তোমার জন্য শুভকামনা রইল বন্ধু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46