শেয়ার করো তোমার উৎসবের ভ্রমণ কাহিনী || প্রতিযোগিতা-১৭ ||ঈদের দিনে বন্ধুর সাথে দেখা করা। || ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২৪ শে, বৈশাখ||১৪২৯ বঙ্গাব্দ||শনিবার||গ্রীষ্মকাল||

GridArt_20220507_222827508.jpg


আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিনিয়ত নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করার প্রতিযোগিতা গুলো আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে। এবারে আর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন প্রতিযোগিতার বিষয় হল শেয়ার করো তোমার উৎসবের ভ্রমণকাহিনী ।আমি আজ হাজির হলাম আমার ভ্রমণ-কাহিনী নিয়ে। গত কিছুদিন আগে রমাদান মাস চলে গেল রমাদান মাসের পরেই আমাদের অনেক বড় একটি উৎসব ঈদ উল ফিতর পালন করি।


এই উৎসবটি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ


আমরা যারা মুসলিম আছে তারা সবাই বিশ্বাস করি রমজান মাস গুনাহ মাফের মাস এই মাসে আল্লাহ সুবহানাতায়ালা আমাদের পাপ ক্ষমা করে দেন। 30 টা রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ-উল-ফিতর এর ঈদ হয়ে থাকে আমরা সকালে ঘুম থেকে উঠে গোসল করে কিছু মিষ্টি মুখে দিয়ে ঈদের সালাত আদায় করতে চাই এবং আল্লাহর কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি তার পাপ মোচন করতে পারল না তার মত হতভাগা আর কেউ নেই। তাই আমাদের কাছে এই উৎসব অনেক গুরুত্বপূর্ণ।


উৎসবের ভ্রমণ কাহিনী


এই উৎসবের দিনে ঘুরাঘুরি তেমন প্ল্যান ছিল না। হঠাৎ কলেজ লাইফের এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলল বন্ধু আয় দেখা করি আমি তো আর সময় পাবো না চাকরিতে চলে যাব আবার। কারণ সে আবার চাকরি করে আমরা বেকার তাই আমাদের সময় সব সময় হয়ে থাকে কিন্তু তার ছুটি শেষ হয়ে গেলে সে আবার কর্মস্থানে যোগদান করবে। তাই সে দেখা করার জন্য আমাকে ফোন করে এবং সময় নির্ধারণ করে দেয়। আমি সময় মত তার ফোন পেয়ে বের হতে হতে একটু দেরি হয়ে যায়। তাই তাকে 30 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম কোন একটি জায়গায়। জায়গাটি হল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কৃষি ফ্রামে জায়গাটি বেশ দারুন চারিদিকে শুধু ধানক্ষেত আর মাঝ দিয়ে রাস্তা চলে গিয়েছে সেখানেও লোকজনের বেশ ভিড় জমিয়েছিল ঈদের কারণে। তারপর পাঁচটার পরে তার সাথে দেখা হয়। আমার অনেক দিন পরে দেখা হয়ে মনটা অনেক ভালো হয়ে গেল। এখানে অনেক মানুষের ভিড় দেখে তাকে বললাম চল কোথাও ফাঁকা জায়গার যায়। তাই বাইক নিয়ে আবার এগোতে থাকি ফাঁকা জায়গা খোঁজার উদ্দেশ্যে।


IMG20220504173358_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slowly.sumptuous.swine


সামনে যেতেই একটি ব্রিজ পাই ব্রিজটি ছোট একটি ক্যানাল পার হওয়ার জন্য তৈরী করে রেখেছে। ব্রিজে থেকে ডানপাশে তাকাতেই দেখা মেলে ক্যানালের উপর দিয়ে রেল গাড়ি পার হওয়ার জন্য রেল লাইন তৈরি করা হয়ছে।


IMG-20220504-WA0040-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slowly.sumptuous.swine


যা দূর থেকে দেখতে চমৎকার লাগছিলো তাই ব্রিজ থেকে তার একটি ছবি উঠায় এবং পাশে কৃষ্ণচূড়া গাছ ছিল যা সৌন্দর্য থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। তারপর ব্রিজটিকে কাছ থেকে দেখার জন্য আমরা বাইক নিয়ে এগোতে থাকি কিছু সময় পর ব্রিজের উপর উঠতে সক্ষম হয় এবং কাছ থেকে ব্রিজের ছবি উঠায়।


IMG-20220504-WA0042-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slowly.sumptuous.swine


ব্রিজ এর আশেপাশের রাস্তাটা অনেক সুন্দর বিধায় এখানে লোকজনের অনেক ভিড় জমে গিয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কালুখালী উপজেলায় একটি নতুন ব্রিজ তৈরি করেছে ঢাকার হাতিরঝিল ব্রিজের মতো দেখতে। তাই আমরা সেখানে যাব এবং কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেই।


IMG-20220504-WA0046-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slowly.sumptuous.swine


বাইক নিয়ে প্রায় সাত থেকে আট কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা সেই ব্রিজের দেখা পায় এবং এখানেও দেখি প্রচুর মানুষের ভিড়। আমরা একটি সাইডে কিছু সময় পার করি এবং বন্ধুর সাথে কিছু ছবি উঠায়।


IMG20220504182233_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slowly.sumptuous.swine


সন্ধ্যা নামার আগেই আমরা ওখান থেকে চলে আসি। আসতে দেখা মেলে কালুখালী রেলস্টেশন কৃষ্ণচূড়া ফুলের গাছ এবং মাথার উপর সূর্য যা ঐ মুহুর্তে ও সৌন্দর্য অনেক ভালো লাগছে।


IMG-20220504-WA0045-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/slowly.sumptuous.swine


সে সৌন্দর্যময় মুহূর্তকে ক্যামেরাবন্দি করি এবং আমরা ওখান থেকে যেখান থেকে আমরা বন্ধুর সাথে দেখা করেছিলাম সেই জায়গার উদ্দেশ্য। রাস্তায় ঈদের দিন হয় প্রচুর ভিড় থাকাতে আমি বাইক নিয়ে দ্রুত চলে আসি পরে দেখি পিছনে বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা আমাদের গন্তব্যে এসে বন্ধুকে ফোন দিলাম কিন্তু তার ফোন বন্ধ হয়ে আছে। তারপর বন্ধুর সাথে তার ছোট ভাই ছিলো সে আমাকে এস এম এস করে বললো আমারা চলে আসছি।বাসায় গিয়ে আমার বন্ধু ফোন দিলো এবং বললো ভালোভাবে বাসায় পৌঁছাতে পেরেছে।


IMG20220427194846_00-01.jpeg

IMG-20220504-WA0024-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/stranger.grew.ostrich


তারপর আমার সাথে যে ছিলো তার সাথে সিদ্ধান্ত নিলাম কোন এক চায়ের দোকানে গিয়ে চা পান করবো। আমরা আবার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় নদীর তীরে একটি টংয়ের দোকানের যায় এবং সেখানে গিয়ে দুকাপ চা এর অর্ডার করি।চা নাম হল চন্দন চা এর আগেও আমি খেয়েছি বেশ মজাই লাগে।

এই ছিল আমার উৎসবের ভ্রমণকাহিনী আশাকরি আপনাদের ভাল লেগেছে। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

কালুখালীর এই ব্রিজটির কথা আগেও অনেক শুনেছি কিন্তু যাওয়া হয়নি। ব্রিজটি দেখতে কিছুটা হাতিরঝিল ব্রিজ এর মত। আর কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করে আমাকে। এত সুন্দর পরিবেশের মধ্যে আপনি যে অনেক সুন্দর সময় পার করেছেন সেটা আর বোঝার বাকি থাকে না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া

 2 years ago 

কালুখালীর এই ব্রিজটির কথা আগেও অনেক শুনেছি কিন্তু যাওয়া হয়নি। ব্রিজটি দেখতে কিছুটা হাতিরঝিল ব্রিজ এর মত।

ঘুরে আসবেন ভালো লাগবে। মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার ভ্রমণ অভিজ্ঞতা পড়ে। আর আপনি অসাধারণ কিছি ছবি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ছবি অনেক আকর্ষনীয় ছিলো। রেল লাইনের ছবি বেশি ভালো লাগছে। আশা করি প্রতিযোগিতায় ভালো একটা পজিশনে থাকবেন। শুভকামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে বন্ধুর সঙ্গে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যদিও এবার ঈদে তেমন ঘোরাঘুরি করার সুযোগ হয়ে ওঠেনি তবে আপনার এই ঘুরে ঘুরে দেখে খুবই ভালো লাগলো। বন্ধুর সঙ্গে অনেকদিন বাদে এরকম দেখা করতে পেরে আপনাকে দেখে অনেক আনন্দিত দেখাচ্ছে ।যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বন্ধুর সঙ্গে অনেকদিন বাদে এরকম দেখা করতে পেরে আপনাকে দেখে অনেক আনন্দিত দেখাচ্ছে ।

ঠিক বলেছেন অনেকদিন পর দেখা হওয়াতে বেশ ভালো লেগেছে

 2 years ago 

ব্রীজ এবং ক্যানেল টি দেখতে বেশ চমৎকার দেখাচ্ছিলো । আপনি ভ্রমণ করতে গিয়ে চমৎকার সব ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেগুলো দেখে আমি খুবই আনন্দিত। আপনি আপনার বন্ধুর সঙ্গে অনেক আনন্দ করেছেন এবং খাওয়া-দাওয়া মধ্য দিয়ে আপনার ভ্রমণ কাহিনীটি শেষ করেছেন । পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনি ভ্রমণ করতে গিয়ে চমৎকার সব ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেগুলো দেখে আমি খুবই আনন্দিত

মূল্যবান মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ বেশ ভালই ঘুরেছেন দেখছি।এত দূর পথ পেরিয়ে শুধু এই ব্রিজ দেখতে গেছিলেন হিহি😍। তবে ব্রিজটি সুন্দর ছিল,আর ঈদের দিনে মানুষের ভিড় এর জন্যে আমি বের এই হয়নি কোথাও🤗

 2 years ago 

ব্রিজ তো দেখলাম সাথে বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হল তো ব্যাপারটা একদম জমে গিয়েছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

খুবই সুন্দর একটি মুহূর্ত পার করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আসলে ঈদের সময় ঘুরাঘুরি করার মজাই আলাদা। আমি এবার একটু অসুস্থ এবং ব্যস্ততার কারণে বেশি একটা ঘোরাঘুরি করতে পারিনি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ঈদের সময় ঘুরাঘুরির মজাটাই আলাদা কিন্তু একটু ভিড় থাকে তো তেমন বেশি ভালো লাগে না। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 2 years ago 

ঈদের দিনের ভ্রমণ কাহিনী পড়ে খুবই ভালো লাগলো আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝলাম আপনার বন্ধুর সাথে দেখা করে সুন্দর মুহূর্ত পার করেছেন এরকম সময়ে ফিরে আসুক আপনার জীবনে বার বার

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে প্রতিযোগিতা উপলক্ষে আপনার ভ্রমণ কাহিনী আমাদের সাথে শেয়ার করেছে এবং চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের সামনে আপনি তুলে ধরেছেন। আপনার ফটোগ্রাফি কিন্তু অনেক ভাল হয়েছে, আমার কাছে আপনার কাছে অনেক ভাল লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, বেশ ভাল লেগেছে আপনার পোস্টটি।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 60837.81
ETH 2874.77
USDT 1.00
SBD 3.62