কবিতা||সব সয়ে যায়||১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -৩রা জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ||মঙ্গলবার||গ্রীষ্মকাল||


woman-5718089_640.jpg

Source


মানুষ যখন অন্য পরিবেশে যায় অর্থাৎ পূর্বে যে পরিবেশে থাকতো সে পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে গেলে আস্তে আস্তে সবকিছু মেনে নেয়। সেই পরিবেশে থাকতে থাকতে সকল কিছুই হয়ে যায় প্রথমে কষ্ট হলেও কিছুদিন যাওয়ার পরে সেটাও ভালো লাগতে শুরু করে কারণ তাকে এখন এই পরিবেশে থাকতে হবে। আমি অনেকদিন গ্রামাঞ্চলে ছিলাম গ্রামাঞ্চল টা অনেক ভালো লাগে প্রাকৃতিক একটি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায় ।আজ দুদিন হল কংক্রিটের শহর ঢাকাতে এসেছি স্বপ্ন বাস্তবায়ন করতে লেখাপড়া শেষ করতে বিএসসি করব বলে। পরিবেশ ছেড়ে আসতে কষ্ট হয়েছে এখন ঢাকাতে এসে থাকতে থাকতে এটাও সয়ে যাবে। এভাবে মানুষ অন্য পরিবেশে থাকতে থাকতে সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয়। একজন মানুষ কোন একজনের সাথে গভীর সম্পর্কে জড়িয়ে থাকলে যখন তার সাথে সম্পর্ক ছিন্ন হয় প্রথমে কষ্ট হবে পরে সেটাও সয়ে যাবে।

সব সয়ে যায়


দিন বয়ে যায় , দিন বয়ে যায়
দিনে দিনে সব সয়ে যায় ;
হকার ঘাড়ে বোঝা চাপে
ভারে ভাৱে কাঁধ দেবে যায় ।
হাড় নেমে যায় ।
দিনে দিনে সব সয়ে যায় ।
রোজ রোজ প্রভাত - প্রাতে
চুলার ঘরে আগুন তাপে ;
নব বধূর ত্বক তেঁতে যায়
দিনে দিনে সব সয়ে যায় ।
খুব সহজেই যখন তখন
সাঁঝ - সকালে রাত নেমে যায়
তনু - তনয়া ঝড়ে ঝরে যায়
ভোলা জাতি সব ভুলে যায় ।
আটকে যাওয়া নালীটাতে
রক্তবানের প্রবল চাপে ;
স্ট্রোকে কার বাপ মরে যায়
দিন দিনান্তে তাও সয়ে যায় ।
খুব কষ্টের ছলেবলে
লস প্রোজেক্ট চোখের জলে ;
একটা ছেলে সব বুঝে যায়
দিনে দিনে সব সয়ে যায়।


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ভাই আপনি সব সময় অনেক সুন্দর কবিতা লিখে থাকেন এবারের কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 3 years ago 

আপনি দারুন একটি কবিতা লিখেছেন। সবাই দেখি ।দিনদিন কবি হয়ে যাচ্ছে আমি ছাড়া। কবিতায় আপনার শব্দচয়ন গুলো খুব ভালো হয়েছে। কবিতার প্রতিটি লাইন অর্থ বহন করে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দিনদিন কবি হয়ে যাচ্ছে আমি ছাড়া।

আপনি হয়ে যান ইনশাল্লাহ আপনি পারবেন।

 3 years ago 

দারুন একটি কবিতা লিখি আমাদের মাঝে উপহার দিলেন মামা যেটা পড়ে সত্যিই মুগ্ধ হলাম কবিতার ছন্দ অনেক সুন্দর ছিল এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

রোজ রোজ প্রভাত - প্রাতে
চুলার ঘরে আগুন তাপে ;
নব বধূর ত্বক তেঁতে যায়
দিনে দিনে সব সয়ে যায় ।

মানুষ হচ্ছে তরল পদার্থের মতো যে পাত্রে রাখা হবে সেই পার্ত্রের আকার ধারণ করবে। আসলে আপনার কবিতায় বাস্তবতাকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মানুষ হচ্ছে তরল পদার্থের মতো যে পাত্রে রাখা হবে সেই পার্ত্রের আকার ধারণ করবে

ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ

 3 years ago 

মানুষের জীবন টাই খাপ খাইয়ে নেওয়ার জীবন। মানুষ সব পরিবেশে টিকে থাকতে পারে শুধু প্রয়োজন হয় একটু মানিয়ে নেওয়ার। সব সয়ে যায় কবিতা টার নাম যেমন লিখেছেনও তেমন। কবিতা টা আমার কাছে ভালো লেগেছে। প্রতিটা লাইন ছিল অর্থপূর্ণ।।

 3 years ago 

মানুষের জীবন টাই খাপ খাইয়ে নেওয়ার জীবন। মানুষ সব পরিবেশে টিকে থাকতে পারে শুধু প্রয়োজন হয় একটু মানিয়ে নেওয়ার

ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত প্রকাশের জন্য

 3 years ago 

আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি অত্যন্ত অসাধারণভাবে ছন্দ গুলো মিলিয়ে লিখেছেন। কবিতা পড়ে মনে হল আপনার প্রতিটি কথা মনের গভীর থেকে লিখেছেন । এত অসাধারণ কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার কবিতা আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর ভাবে কবিতা লিখেছেন। কবিতার ভাষা গুলো খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল।

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক সুন্দর একটি বাস্তব জীবনী কবিতা লিখেছেন ভাইয়া। মানুষ পরিবেশের সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেয় আর সেই বিষয়টি আপনি কবিতার মাধ্যমে তুলে ধরেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর একটি বাস্তব জীবনী কবিতা লিখেছেন ভাইয়া। মানুষ পরিবেশের সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেয়

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার ভাষা গুলো অনেক সুন্দর। সুন্দর সুন্দর ওয়ার্ড ব্যবহার করেছেন এই কবিতায়। সুন্দরভাবে কবিতার লাইনগুলো ধাপে ধাপে সাজিয়ে-গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আপনার জন্য রইলো ভালোবাসা।

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। গঠনমূলক মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.042
BTC 96440.13
ETH 3380.25
USDT 1.00
SBD 2.38