শিমুল বাগান ||সুনামগঞ্জ||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শিমুল বাগানের উদ্দেশ্যে
  • ২৫,সেপ্টেম্বর ,২০২৩
  • সোমবার

IMG_20230925_193146.jpg

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ভ্রমণ কাহিনী নিয়ে। গত পর্বে শিমুল বাগান পৌঁছানো পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আজকে শিমুল বাগানের ভেতরে কাটানো মজাদার গল্প এবং ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। আমরা টিকিট কেটে একে একে ভেতরে প্রবেশ করি এখন যেহেতু শিমুল ফুল নেই তাই পুরা বাগানটাই সবুজ হয়ে আছে শিমুল ফুল থাকলে সম্পূর্ণ বাগানটার চেহারা বদলে যায় মনে হয় এ যেন লাল রঙের দুনিয়া চলে এসেছে। এখন বাগানের ভিতর প্রবেশ করলে চারিদিকে সবুজের সমরহ মাঝেমধ্যে সবুজের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে।


IMG20230830102750-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

বাগানে প্রবেশ করতে দেখা মেলে অনেক ঘোড়া নিয়ে ঘোড়ার মালিক দাঁড়িয়ে আছে। এরা সাধারণত পর্যটকদের সাথে টাকা মিটিয়ে বাগানটা কিছু অংশ ঘোড়ার পিঠে জড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আর এই ঘোড়ায় ওঠেও মানুষ ফটোগ্রাফি করে আর এখানে ফটোগ্রাফি করার জন্য আলাদা ফটোগ্রাফার ও পাওয়া যায় । এই ফটোগ্রাফার গুলো প্রতিটি ছবির বিনিময়ে ৫ টাকা করে নেয় যেহেতু আমরা সাথে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম তাই আমাদের আর ফটোগ্রাফারের প্রয়োজন হয়নি।


IMG_20230925_17450933.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য সবুজের সমরহ হেঁটে হেঁটে ঘোরাঘুরি করে দেখতে থাকি আর বিভিন্ন জায়গায় নিজেদের ছবি উঠাতে থাকি। অনেকটা পথ বাইক রাইড করে এসে একটু বিশ্রামও প্রয়োজন ছিল এমন এক মনোরম পরিবেশে বিশ্রাম নিতে পেরে বেশ ভালো লাগছিল।


IMG20230830110023-01.jpeg

IMG_20230924_234126_181.webp


Device : Realme 7
What's 3 Word Location :

শিমুল বাগানের পাশেই রয়েছে যাদু কাটানো এখন অবশ্য নদীর কিছু কিছু অংশ পানি শুকিয়ে গিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে নদী ওখানে পানি আছে। আমাদের জাদুকাটা নদীর ওই দিকটা দেখা হয় নাই যেদিকে বিভিন্ন ধরনের কর্মব্যস্ত মানুষের দেখা মিলতো।


IMG20230830102844-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

শিমুল বাগানে অনেক ঘোড়া ছিল। এখন যেহেতু পর্যটক কম তাই যারা ঘোড়া নিয়ে ব্যবসা করে তাদেরও আই ইনকাম কম আমরা শুধু ছবি ওঠার জন্য একটি ঘোড়া ঠিক করি। আমরা অনেক ধরনের ফটো সেশন করি। আমার ছবি নিজের ওঠার থেকে অন্যজনের ছবি তুলে দিতে বেশি ভালো লাগে তাই আমি তাদের ছবি তুলতে ব্যস্ত ছিলাম ওই জন্য প্রকৃতির ছবি তেমন তোলা হয়নি।


IMG20230830110703-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে আমরা অনেকটা সময় পার করি তারপর হঠাৎ গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছে করলো তাই কমলা কালারের আইসক্রিম কিনে খেতে থাকি যা গরমের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা যেহেতু একটা দিনে অনেকগুলো জায়গা দেখব তাই শিমুল বাগানে আর বেশি সময় কাটাবো না। আমরা সাড়ে বারোটার মধ্যেই শিমুল বাগান থেকে বের হয়ে যাদুকাটা নদী পার হয়ে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা করি। জাদুকাটা নদীতে এই দিকটাতে পানি ছিল না তাই বাইক নিয়েই পার হতে পেরেছি।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

শিমুল বাগানের প্রকৃতির পরিবেশে বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। প্রকৃতির সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করেছেন নিশ্চয়। ঘোড়ার পিঠে উঠার আনন্দটাই অন্যরকম। প্রকৃতির প্রত্যেকটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

আপনার ঘোড়ায় জোড়া দেখে আমার ঘোড়া কেনার প্রতি আগ্রহ টা আরো বেড়ে গেল।
আমি ঘোড়া কিনলে আপনাকে ইনভাইট করবো ঘুরাতে ওঠার জন্য।
আমার খুব ইচ্ছা আছে একটা ঘোড়া কিনবো এবং সেই ঘোরাতে চলে আমি সারাদিন ঘুরবো।
আপনার ভ্রমণ কাহিনী যতই পড়ি ততই আরো ভ্রমণের জন্য কেমন কেমন করে মনটা।
ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।

 11 months ago 

এই পর্বটাই দেখার অপেক্ষায় ছিলাম। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যতদূর চোখ যায় শুধু শিমুল বাগান মনে হচ্ছে। ঘোড়ায় চড়ে শিমুল বাগানের সৌন্দর্য উপভোগ করা আসলে মনের কাছে তখন একটা রাজকীয় ভাব চলে আসে হা হা হা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45