সৌন্দর্যের লীলাভূমি ||নীলাদ্রি লেক পর্ব-০১||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • নীলাদ্রি লেক
  • ০৩,অক্টোবর ,২০২৩
  • মঙ্গলবার


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম আমার ভ্রমণ কাহিনী নিয়ে। আমার ভ্রমণ কাহিনীতে গত পোস্টে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ওরা পাহাড়ের খুব কাছাকাছি চলে এসেছি এবং অসম্ভব সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে ওইখান থেকে আমরা এগোচ্ছি আমাদের মূল গন্তব্য প্রকৃতির অপার সৌন্দর্য লীলাভূমি এ যেন এক স্বপ্নের রাজ্যের মত নীলাদ্রি লেক। যখন আমি নীলাদ্রি লেগে গিয়েছিলাম না তখন বাংলাদেশের বিভিন্ন ট্রাভেলার ফেসবুক গ্রুপে নীলাদ্রি লেকের ছবি দেখে খুব মুগ্ধ হতাম আর ভাবতাম সত্যিই কি এত সুন্দর। যখন সুনামগঞ্জ ভ্রমণ এসেছিলাম তখন প্রধান আকর্ষণ ছিল নীলাদ্রি লেক আর টাঙ্গুয়ার হাওর এই দুইটা দেখতেই হবে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ঘুরতে বের হয়েছি। যেহেতু নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমার সবসময় মন অনেক বেশি টানে ।তাইতো অনেক কাছ থেকে সৌন্দর্য দেখার জন্য বাইক নিয়ে ঘুরতে বের হয়ে যায়। নীলাদ্রি লেকের নীল পানি কখন দেখবো সেই আশায় সকল ক্লান্তি শরীরে বেয়ে নিয়ে বাইক রাইড করতে করতে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা করে। আমরা গতকালকে দেখিয়েছিলাম একটি জায়গা যেটা ভারত বাংলাদেশ সীমান্তে আমরা এই সীমান্ত রেখা খুব কাজ দিয়েই এগোতে থাকি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেখা অবস্থিত টেকেরঘাট নামক একটি জায়গায়। আমাদের অনেক ধরনের রাস্তা পার হয়ে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যাত্রা করতে হয়।



Device : Realme 7
What's 3 Word Location :

যেতে যেতে হঠাৎ দেখি রাস্তায় ব্রিজের কাজ হচ্ছে সেজন্য ওই দিক দিয়ে বাইক নিয়ে যাতায়াত সম্ভব হচ্ছে না ব্রিজের নিচে ছোট একটি জিডিপথ বলতে পারেন আবার ছোট ক্যানাল মত যেখানে বেশ স্রোত প্রবাহ হচ্ছে। যেহেতু ওই দিক দিয়ে যেতে পারছিনা তাই স্থানীয় লোকের কাছে জেনে পাশেই কেনালের যেদিক দিয়ে পানি কম আছে ওই দিক দিয়ে বাইক নামিয়ে উপরে উঠে চলে আসে যেহেতু এটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তাই এখানে অনেক বেশি সিকিউরিটি রয়েছে ‌।



Device : Realme 7
What's 3 Word Location :

একদিকে বাংলাদেশের বিজিবি আর অন্যদিকে ভারতের বিএসএফ। আমরা ক্যানাল পার হয়েই উপরে উঠে একটু সময় বিশ্রাম গ্রহণ করি আর ডান পাশে দেখতে পাই ভারত থেকে পাথর ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে ওইখানে চেকিং চলছে। এই ট্রাকগুলো বাণিজ্যিকভাবে বাংলাদেশের প্রবেশের অনুমতি রয়েছে। তারপর আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করি আমাদের রাস্তাটা এমন ছিল আ মরিব ভালো না আর পাশ দিয়েছিল ইন্ডিয়ার বড় বড় পাহাড় পাহাড় ঘেঁষে রাস্তাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। আমরা দুপুর একটার দিকে দূর থেকে নীলাদ্রি লেগে অনেক পপুলার প্লেস বড় বড় দুটি টিলা ওইটা দেখতে পাই। ওইটা দেখেই তো মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠলো। কারণ অনেক আশা নিয়ে দেখতে এসেছি এই জায়গাটি। আমি বাইক নিয়ে সরাসরি ওই টিলার উপরে উঠে চলে যায়। উপরে উঠতেই আশেপাশের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই। সৌন্দর্যের বর্ণনা ও অপরূপ কিছু ছবি শেয়ার করব ইনশাল্লাহ পরবর্তী পর্বে।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভাইয়া আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ। আপনার ভ্রমণ বিষয়ক পোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে। নীলাদ্রি লেক ভ্রমণ করেছেন এবং এই ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 11 months ago 

জি আপু আমার ভ্রমন করতে অনেক বেশি ভালো লাগে। একটি ভ্রমণে গেলে অনেক কিছু শেখা যায়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

এই সৌন্দর্যগুলো দেখলে আসলেই মন ভরে যায় ।সিলেট অঞ্চলে এখন পর্যন্ত যাওয়া হয়নি এই অপরূপ সৌন্দর্য দেখার খুব শখ। যেটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। ছবিগুলোর দিকে শুধু তাকিয়ে থাকতে মন চায়।

 11 months ago 

অবশ্যই কোন একদিন আমরা ছেলেটা আবার ঘুরতে যাব এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। মতামত প্রকাশের জন্য ধন্যবাদ

 11 months ago 

নীলাদ্রি লেকের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক এমন সৌন্দর্য সমূহ দেখলে হৃদয় আত্মহারা হয়ে উঠে। প্রকৃতির মাঝে সময় কাটানোর মুহূর্ত গুলো বেশ দুর্দান্ত হয়ে থাকে। এত চমৎকার নীলাদ্রি লেক ভ্রমণের আজকের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । আগামী পর্বের জন্য অপেক্ষা রইলাম।

 11 months ago 

জি ভাইয়া প্রকৃতির সৌন্দর্য দেখলে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

বিএসএফ আর বিজিবি চেকপোস্টের মাঝে সবুজ পাহাড় গুলো সবচেয়ে বেশি ভালো লাগছে এমন জায়গায় গেলে এমনিতেই প্রাণ জুড়িয়ে যায় প্রতিটা পোস্টের মাধ্যমে এই সৌন্দর্য গুলো তুলে ধরেছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই ভালো লাগার মতোই একটা জায়গা।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

 11 months ago 

আপনার ভ্রমণ পোস্টগুলো বরাবরই আমি খুব ভালো উপভোগ করে থাকি।
ফটোগ্রাফি এবং ভ্রমণ কাহিনী অসাধারণভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ইচ্ছে করছে এমন সৌন্দর জায়গায় এখনই গিয়ে দেখে আসি।
পরবর্তী পর্বগুলোর গল্প এবং ফটোগ্রাফি দেখার আশায় রইলাম।

 11 months ago 

আপনার ভ্রমণ পোস্টগুলো বরাবরই আমি খুব ভালো উপভোগ করে থাকি।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য।

 11 months ago 

আপনার এই ভ্রমণ কাহিনীর পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আসলে এই নীলাদ্রি লেখ অনেক সুন্দর যেটা আপনার এই পোষ্টের মাধ্যমে খুবই চমৎকার ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন। যদিও এখন পর্যন্ত কখনো যাওয়া হয়নি তবে আপনার এই পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগলো খুব শীঘ্রই নীলাদ্রি ঘুরতে যাব ভাবছি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

যদিও এখন পর্যন্ত কখনো যাওয়া হয়নি তবে আপনার এই পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে আরও বেশি ভালো লাগলো খুব শীঘ্রই নীলাদ্রি ঘুরতে যাব ভাবছি।

প্যারা নাই একদিন ঘুরতে যাবো।ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52