প্রকৃতির অপরূপ সৌন্দর্য ||টাঙ্গুয়ার হাওর পর্ব--২||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • টাঙ্গুয়ার হাওর
  • ১৬,অক্টোবর ,২০২৩
  • সোমবার

PhotoEditor_20231016121849669.jpg


হ্যালো আমার বাংলাব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আপনারা যারা আমার পোস্টগুলো পড়েন তারা অবশ্যই জানেন আমার ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে প্রকৃতিকে উপভোগ করতে। আমার ভ্রমণ পর্বের কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। ঘুরতে গিয়েছিলাম সুনামগঞ্জ জেলায় তাহেরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওড় সহ আরো দর্শনীয় স্থান।গত পর্বে টাঙ্গুয়ার হাওরের কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ।আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য নিয়ে। যতই টাঙ্গুয়ার হাওরের গভীরে যাচ্ছিলাম ততই সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। প্রথমে নৌকায় উঠে ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখে অনেক বেশি মুগ্ধ হচ্ছিলাম। ধীরে ধীরে যখন নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরের গভীরের দিকে যাচ্ছে তখন কিছু কিছু স্থানে গাছ গুলো দেখা যাচ্ছে শুধু এই সৌন্দর্য সম্ভব ভালো লাগছিল আমার।

IMG20230830155714-01.jpeg

IMG20230830155717-02.jpeg

IMG20230830155720-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

টাঙ্গুয়ার হাওরের নীল পানিতে নৌকা নিয়ে মাছ ধরা আর পিছনে রয়েছে মেঘালয়ের বড় বড় পাহাড় এমন দৃশ্য দেখলে যে কারোর মন কেড়ে নিবে। এই দৃশ্য আমার অসম্ভব ভালো লেগেছিল বিশেষ করে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্যের সাথে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য অসম্ভব সুন্দর। এমন দৃশ্য দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আমরা যখন ধীরে ধীরে টাঙ্গুয়ার হাওরের গভীরে যাচ্ছিলাম তখন সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আর এই মুহূর্ত সৌন্দর্যটা অসম্ভব সুন্দর লাগছিল। অপেক্ষা করছিলাম কখন ওয়াচ টাওয়ার পাবো। তার মাঝে অনেক ধরনের সৌন্দর্য দেখা পাই। বড় বড় হাউসবোটে সবাই ঘুরে বেড়াচ্ছে টাঙ্গুয়ার হাওরে। যেতে যেতে এমন একটি স্থানে চলে যাই সেখানে চারপাশের গাছপালা দেখা যাচ্ছে তার মাঝ দিয়ে নৌকা নিয়ে যেতে হবে।গাছগুলোর উচ্চতা অনেক বেশি হবে পানি বেশি হওয়ার কারণে গাছগুলো সব ডুবে গিয়েছে।দুর থেকে পানি মাঝে গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো।


IMG_20231015_18040941-01.jpeg

IMG20230830163826-01.jpeg

IMG_20231015_18035531-01.jpeg

IMG_20231015_18045230-01.jpeg

IMG_20231015_18040284-01.jpeg

IMG_20231015_18024774-01.jpeg

IMG20230830165413-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


আমরা নৌকা নিয়ে ধীরে ধীরে যাচ্ছি হাওরের ওয়াচ টাওয়ারের উদ্দেশ্য। আমরা এখানে গিয়ে ঠান্ডা পানিতে সারা দিনের ক্লান্তি দূর করবো অপেক্ষা করছি কখন পাবো তার দেখা। নদীর কূল কিনারা দেখতে পাওয়া যায় কিন্তু হাওরের কোন কিছুই খুঁজে পাওয়া যায় না। আল্লাহ না করুক যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে দূর থেকে কিছুই বোঝা যাবে না কোথায় নৌকা ডুবেছে। চারিপাশে শুধু পানি আর পানি মাঝে মধ্যে দুই একটা নৌকার দেখা পাওয়া যায়। চারিদিকে বিস্তৃত জলোরাশির মাঝে আমরা ছোট একটি নৌকা নিয়ে ভেসে বেড়াচ্ছি টাঙ্গুয়ার হাওরের মাঝে অনুভব করছি বিভিন্ন ধরনের সৌন্দর্য। এখন যেহেতু বর্ষা মৌসুম ছিল তাই হাওরের প্রচুর পানি ছিল। আমার অবশ্য বর্ষা মৌসুম বাদেও টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে যাওয়ার ইচ্ছা জেগেছে। দেখতে ইচ্ছে হচ্ছে তখন কেমন সৌন্দর্য দেখা মিলবে টাঙ্গুয়ার হাওরের ‌। আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নেই সেই পর্যন্ত সাথেই থাকুন।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ধন্যবাদ ভাইয়া ।এত সুন্দর প্রকৃতির এক সমাহার আমাদের মাঝে তুলে ধরার জন্য ।আসলে টাঙ্গাইলের হাওর অনেক সুন্দর তার পাশে ভারতের পাহাড় ঝর্ণা অন্যরকমের প্রকৃতি‌ ।এর মধ্যে মুগ্ধ হতে কার না মন চাই আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।ভাইয়া খুব সুন্দর লাগলো আপনার উপস্থাপনা এবং কিছু ফটোগ্রাফি দেখে ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। নদীর পাড়ে গেলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ভালো লাগলো ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

সত্যি বলতে ভাইয়া অনেক খারাপ লাগে যে আমি সিলেটের সুনামগঞ্জে গিয়েছিলাম। কিন্তু টাঙ্গুয়ার হাওর মিস করে গেছিলাম ভাইয়া। ওখানে গিয়েছিলাম গিয়ে কি একটা সমস্যা হল। বাসায় ফেরত চলে আসছিলাম ভাইয়া কিন্তু সিলেট জায়গাটি অনেক সুন্দর অনেক জায়গায় ঘুরছি। বেশ ভালো ছিল আমার সময়টুকু এবং ভোলাগঞ্জ সাদা পাথর দিয়েছিলাম। আপনি যে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন । প্রকৃতির পরিবেশ নদী-নালার মুগ্ধতায় যেন হারিয়ে গেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে।

 10 months ago 

বন্ধু টাঙ্গুয়ার হাওড়ে ভ্রমণটা পুরোই অ্যাডভেঞ্চার ছিলো। প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের মুহূর্ত গুলো আসলে ভুলার মতো নয়। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর ট্রাভেল পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

টাঙ্গুয়ার হাওরে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। হাওরে মাঝে কাটানোর মুহূর্ত গুলো অনুভূতি বেশ দারুন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। খুবই দুর্দান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39