সৌন্দর্যের লীলাভূমি||নীলাদ্রি লেক অন্তিম পর্ব ||

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • নীলাদ্রি লেক
  • ০৪,অক্টোবর ,২০২৩
  • বুধবার

IMG20230830122051-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো হাজির হয়ে গেলাম নীলাদ্রি লেকের সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর সাথে থাকবে আমার করা কিছু ফটোগ্রাফি। গত পোস্টে আমি আপনাদের দেখিয়েছিলাম নীলাদ্রি লেকে পৌঁছে গিয়েছি। আসলে আমার সব সময় প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে ভালো। লাগে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে এক নিমিষে ভ্রমণের সকল কষ্ট দূর হয়ে যায় ।


IMG20230830125611-01.jpeg

IMG20230830122158-01.jpeg

IMG20230830122053-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা যখন ভ্রমনে একটি নির্দিষ্ট গন্তব্য সিলেক্ট করি এবং সেই উদ্দেশ্যে ভ্রমণ শুরু করি অনেকটা পথ কষ্ট করে আসার পর যখন আমরা গন্তব্যে পৌঁছে যায় তখন সারাদিনের কষ্ট এই সৌন্দর্য দেখে সব উধাও হয়ে যায়। নীলাদ্রিলেক এমন একটি জায়গা যার সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করবে। একদিকে রয়েছে ভারতের বড় বড় পাহাড় তার মাঝেই ছোট্ট একটি নীল পানির লেক তার এই পাশে রয়েছে বড় বড় টিলা, টিলা দুটি অসম্ভব সুন্দর।


IMG20230830122046-01.jpeg

IMG20230830121919-01.jpeg

IMG20230830122053-02.jpeg

IMG20230830121739-01.jpeg

IMG20230830121935-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

টিলার উপর থেকে এক নজরে দেখা যাবে পাশের আরেকটি টিলা ওখানে বসে থাকার অথবা বিশ্রাম নেওয়ার জন্য ছোট একটি গোল বিশ্রামাগার তৈরি করে রেখেছে। আর টিলাটি সবুজ ঘাসের উঁচু-নিচু ঢালু দ্বারা তৈরি এ যেন এক প্রকৃতির স্বর্গরাজ্য। আমরা পৌঁছেছিলাম দুপুর একটার দিকে প্রচুর রোদ ছিল। আমরা টিলার উপরে উঠে গিয়েছি পাশেই একটা ছোট বড়ই গাছ ছিল তার নিচে আশ্রয় নিয়েছি আশেপাশে এই জায়গাটির সবথেকে উঁচু। তাই এখান থেকে আশেপাশের প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করা যাচ্ছিল। নীলাদ্রি লেকের সৌন্দর্য আসলেই অপরূপ নীল পানি সাথে বড় বড় পাহাড় এবং চারিদিকে সবুজের সমারহ। এ যেন এক প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আমাদের সারাদিনের ক্লান্তি এখানে এসে দূর হয়ে গেল। অনেক রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলাম তারপরও কেমন যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিলাম কারণ আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। অনেক ইচ্ছা ছিল নীলাদ্রি লেকে ঘুরাঘুরি করব এবং দেখব। দুপুরের সময় টা বেশ গরম ছিল তারপরও আমরা রোদের মধ্যে আশেপাশের সৌন্দর্য করতে থাকি সন্ধ্যা কিংবা বিকেলের সময় হলে হয়তো সৌন্দর্যটা অন্য রকমের দেখা মিল তো তবে দুপুরের সৌন্দর্যটাও অসম্ভব সুন্দর ছিল। কষ্টের বিষয় হলো আমরা নীলাদ্রি লেকের পানিতে নামেনি কারণ আমাদের প্লান ছিল টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে গোসল করব তাই এখানকার পানির শীতলতা অনুভব করতে ব্যর্থ হয়েছে। আমার ইচ্ছা আছে আল্লাহ যদি কোনদিন নেয় তখন আবার এই সৌন্দর্য দেখতে যাব। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

বন্ধু সত্যিই নীলাদ্রি লেক এর অপরূপ সৌন্দর্য দেখে সেদিনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অবশ্যই আবার যদি এই জায়গাটিতে যায় তাহলে নীলাদ্রি লেকের জলে স্নান করবো ইচ্ছামতো। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।

 11 months ago 

অবশ্যই আবার যদি এই জায়গাটিতে যায় তাহলে নীলাদ্রি লেকের জলে স্নান করবো ইচ্ছামতো

অবশ্যই করতেই হবে আর মিস করা যাবে না

 11 months ago 

এত সুন্দর একটি জায়গা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ফটোগ্রাফির দৃশ্য দেখে যেন মন ভরে গেল। বারবার মনে হচ্ছে আমাদের দেশে এত সুন্দর জায়গা রয়েছে সত্যি গর্ভের বিষয়। যাইহোক অচেনা-অজানা একটি স্থান আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখি অনেক খুশি হলাম।

 11 months ago 

ভাই আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যে জায়গাগুলো দেখলে যে কেউ মুগ্ধ হবে। ধন্যবাদ মতামত করার জন্য

 11 months ago 

নীলাদ্রি লেক অন্তিমের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই হৃদয় ছুঁয়ে গেলো । আসলে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখলে খুব ভালো লাগে। এই জায়গাটা বেশ সুন্দর। এমন চমৎকার পরিবেশে সময় কাটতে পারলে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ঠিক বলেছেন ভাইয়া এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে পারলে অনেক ভালো লাগে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 61744.65
ETH 2678.63
USDT 1.00
SBD 2.59