পদ্মা নদী ভ্রমণের অভিজ্ঞতা ও পিকনিক|| ০৩-০৮-২০২১||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের সামনে আমি আমার পদ্মা নদী ভ্রমণ এর অভিজ্ঞতা ও পিকনিক সম্পর্কে কিছু বলবো। হঠাৎ আমরা কিছুদিন আগে চিন্তা করি নদীতে পিকনিক করবো। তাই আমরা আয়োজন করি।আমার ভ্রমণের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে নদী ভ্রমণ। কারণ নদী ভ্রমণে আলাদা একটি মজা আছে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আবহাওয়া মাঝেমধ্যে গরম মাঝেমধ্যে ঠান্ডা আবহাওয়ার দেখা মেলে।নদী ভ্রমণ আবার ভয়ের বিষয়ও বটে কারণ হঠাৎ যদি বাতাসে ওঠে তাহলে নদীর উতাল পাতাল ঢেউ নৌকা দুলতে থাকে। আর মনে হয় যদি ডুবে যায়।নদী ভ্রমন করলে নদীর আশেপাশে মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা যায় যা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক জায়গায় কাজে লাগবে কারণ তাদের জীবন ব্যবস্থা আমাদের থেকে ভিন্ন হয়।
তাহলে আর কথা না বাড়িয়ে আমি আমার নদী ভ্রমনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি।


IMG20210803113403_00.jpg


সকল টিম মেম্বার
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/misfire.suitcases.irritable

নদী ভ্রমণ এর জন্য আমরা একটি টিম গঠন করি। আমাদের টিমে ১৬ জন মেম্বার ছিল আমরা সকাল ৯ টার সময় সকল রান্না শেষ করে আমরা একবারে নৌকা তে উঠে। নৌকা দিয়ে ছোট শাখা নদী হয়ে আস্তে আস্তে পদ্মা নদীর দিকে এগোতে হবে। আমরা নৌকাতে ওঠার পরে আস্তে আস্তে চলা শুরু করি তারপরে কিছুদূর এগিয়ে গিয়ে আমরা সকালের নাস্তা করি।


IMG20210803102440_00.jpg


নাস্তা করার সময়
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/misfire.suitcases.irritable


সকালের নাস্তায় ছিল খিচুড়ি ভাত আর ডিম ভাজি আর নদীর ভিতর এই খাবারটা অনেক অনেক মজাদার হয়েছিল। আমরা এগোতে থাকি এগোতে এগোতে শাখানদী হতে যখন পদ্মা নদীতে যাব। আমরা অনেক খুজাখুজির পর একটি সরু পথ পায়। আমরা সেই পথ দিয়ে এগোতে থাকি আর এই পথে ছিল প্রচুর স্রোত আমি নিজে একটি ভিডিও দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখবেন কি হয়।



স্রোতে নৌকা তীরে চলে যাওয়ার ভিডিও
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/excel.limit.untalented

আর হঠাৎ করে স্রোতে আমাদের নৌকাটি তীরের চলে যায়। তারপর আমরা ওখান থেকে আবার নদীর ভিতরে নিয়ে এসে আমরা আবার যাত্রা শুরু করি স্থান দিয়ে ৫ মিনিট যাত্রা করার পর আমরা আবার একটি স্থানে চলে যায়। তারপর আবার ওখান থেকে ফিরে আমরা পদ্মা নদীতে প্রবেশ করি। অনেক বড় নদী চারিদিকে শুধু পানি আর পানি কারণ এখন বর্ষা মৌসুম তাই পদ্মা নদীতে চারিদিকে শুধু পানি আর পানি দেখা যায় আর মাঝে প্রচুর স্রোত থাকে।


IMG_6154.JPG


মাঝ নদীতে
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/handicraft.bids.domesticated


আমরা আজকে একটি নতুন এলাকায় যাব আমরা আগে কখনো ওই এলাকায় যায় নাই তাই আমরা নদী পথ চিনতে পারিনি পাশে একটি নৌকা ছিল সেই নৌকার মাঝির সাহায্য নিয়ে আমরা এগোতে থাকি। সে আমাদের পথ দেখিয়ে দেয় আমরা সেই পথ দিয়ে এগোতে থাকি পথটি ছিলো সরু আর দু'পাশে উঁচু মাটি।




সুন্দর সরু নদীপথ
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/edit.likability.dissolves


আর দেখতে অনেক ভাল লাগছিল তারপর আমরা ওই পথ দিয়ে আস্তে আস্তে অনেকদূর এগিয়ে যাই তারপর একটি ছোট বিল পাই। এখানে তেমন পানি নেই আর লোকেরা প্রকাশ করছে তারপর আমরা ওই বিলের ধরে ধার ধরে আমরা আস্তে আস্তে এগোতে থাকি তার পরে আরেকজন মানুষের কাছে জিজ্ঞেস করি জায়গাটা কোথায় সে আমাদের বলে আপনারা এখানে নৌকা রেখে এদিক দিয়ে হেঁটে হেঁটে যান। আমরা আমাদের গন্তব্য 10 মিনিট হেঁটে হেঁটে যাওয়ার পর পৌঁছায়।


IMG_6241.JPG

IMG_6221.JPG



অবশেষে আমাদের গন্তব্যে
Device : canon 600d
What's 3 Word Location :https://w3w.co/dreading.workloads.verve

আমাদের গন্তব্য ছিল একটি মসজিদ আমরা সেখানে গিয়ে দুপুরের সালাত আদায় করি এবং আমরা আবার রওনা করি।
আমরা ওখান থেকে আবার ১০ মিনিট হেঁটে হেঁটে আমাদের নৌকা এসে পৌঁছায়। তারপর এখান থেকে নৌকা ছেড়ে দিই আবার মেন পদ্মায় চলে আসি। তারপর পদ্মা নদীর ধার ধরে আস্তে আস্তে এগোতে থাকি আর আমাদের এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি।


IMG20210803142731_00.jpg


দুপুরের খাবার
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/wedlock.animals.pianos


তাই একটি সুন্দর জায়গা খুঁজতে থাকি। এবং খুজতে খুজতে একটি জায়গা পেয়ে যায়। আমরা সেখানে নেমে দুপুরের খাবার খায়। তারপরে আবার নৌকা তে চলতে শুরু করে চলতে চলতে অন্য একটি এলাকায় যায় এলাকার নাম সাতবাড়িয়া এটা সুজানগর উপজেলা পাবনা জেলার মধ্যে। আমরা ওখানে কিছু সময় দাঁড়ায় এবং কিছু খাবার কিনে


PXL_20210803_102238809.jpg


ফুটবল খেলার সময়
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/deplorable.continual.reaching


তারপর ওখান থেকে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করে আস্তে আস্তে একটি বালিরচর পাই সেখানে নেমে আমার ফুটবল খেলি।খেলা শেষে আমারা গোসল করি। গোসল শেষে আমারা বাড়ির উদ্দেশ্য রওনা করি। এই ছিল আমার নদী ভ্রমনের অভিজ্ঞতা।

65395.gif

1611670148286_rahul.png

Connect Me On:
Facebook | Twitter

Sort:  
 3 years ago 

আপনার নদী ভ্রমণের দিনটি অনেক সুন্দর ছিল 😍😍

 3 years ago 

অনেক সুন্দর একটি দিন কাটিয়েছ। নৌকায় পিকনিক করার মজাটাই আলাদা।

স্রোতের বিপরীতে নৌকা চালানো সত্যিই অনেক কষ্টকর। তবে বেশ মজা লাগে।

 3 years ago 

আপনার পোষ্টটি যখন আমি পড়ছিলাম এবং ভিডিও গুলো যখন দেখছিলাম মনে হচ্ছিলো আমি নিজেও আপনাদের সঙ্গে ঘোরাঘুরি করছি যাইহোক অনেক ভালো লাগছে আমার কাছে শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ। ❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49