হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভ্রমন||০৭-০৯-২০২১| ( beneficiary 10% @shy-fox)||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমার কাজিন আমাদের বাড়ি ঘুরতে আসছে তাই তাকে নিয়ে কোথায় ঘুরতে যাব খুঁজে পাচ্ছিলাম না।হঠাৎ মনে পরলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরতে যাওয়া যায়।


IMG_20210907_224111.jpg


ভ্রমনের সময়
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/embalms.compels.chafing


তাই আমারা মোটরসাইকেল নিয়ে রওনা করি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির উদ্দেশ্য। আমাদের এলাকা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ২৫ কিলোমিটার। এটা কুষ্টিয়া জেলায় কুমারখালি উপজেলায় শিলাইদহ নামক স্থানে অবস্থিত। আমাদের মোটরসাইকেল নিয়ে যেতে প্রায় ৪৫ মিনিট সময় লেগে যায়।রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি নাই পেতে এক ছোট ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হয়।


IMG20210907152716_00.jpg


আড্ডার সময়
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/embalms.compels.chafing


তার সাথে কিছু সময় আড্ডা দিই। সে আমাদের জুস খাওয়াই।তারপর আমারা ওইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যায়। প্রথমে আমাদের গাড়ি পাকিং করি তারপর টিকিট কাউন্টার থেকে ৩ টা টিকিট ৬০ টাকা দিয়ে কাটি। তারপর ভিতরে প্রশেব করি।


IMG20210907155615_00-01.jpeg


প্রবেশের সময়
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/privations.flannel.beam


প্রবেশ করতেই দেখা মেলে চাকচিক্য একটি গেট। আর দুই পাশে বড় বড় পাম্প গাছ।তার মাঝ দিয়ে দেখা মেলে সুন্দর বাড়িটি।তারপর আমারা বাড়ির ভিতরের দিকে আগায় এবং তার স্মৃতি বিজরীত অনেক কিছু দেখি।


IMG20210907160044_00.jpg

IMG20210907160037_00.jpg

IMG20210907160402_00.jpg


স্মৃতি বিজরিত আসবাবপত্র
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/privations.flannel.beam


তার ব্যবহার করা খাট, টেবিল, চেয়ার এখোনো রেখে দিয়েছে দর্শনার্থীদের দেখার জন্য।আর দেওয়ালে দেখা মেলে অনেক ধরনের ছবি।তার নিজের হাতে লেখা চিঠি ইত্যাদি। তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমারা তার বাড়ির মধ্যে থেকেই বৃষ্টি উপভোগ করি।বৃষ্টি কমে গেলে বাড়ির চারিপাশটা ঘুরে দেখি।


received_178154497757056.jpeg


পুকুর ঘাট
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/privations.flannel.beam


কিছুদুর যাইতেই দেখা মেলে একটি পুকুর। আমারা পুকুরের পাড়ে কিছু সময় কাটায়।


IMG20210907162651_00-01.jpeg


কুঠিবাড়ি
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/privations.flannel.beam


তারপর হাঁটতে হাঁটতে বাড়ির চারিদিকটা ঘুরি এবং ছবি উঠায়।তারপর তার বাড়ি থেকে বের হয়ে বাইরে এসে দেখি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি বিক্রি করছে আমরা সেইগুলো খায়।


IMG20210907163347_00-01.jpeg


অডিটোরিয়াম
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/privations.flannel.beam


কুঠিবাড়িতে নতুন অডিটোরিয়াম তৈরি করছে সেইটার ছবি উঠায় এখোনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি তাও দেখতে অনেক ভালো লাগছে।তারপর আমারা চলে যায় কুষ্টিয়ার উদেশ্য। আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্যকোনো পোস্টে।


সবাইকে ধন্যবাদ

Sort:  
 3 years ago (edited)

আপনার ভ্রমণের জায়গাটা অনেক সুন্দর। আমিও অনেকবার জায়গাটিতে গিয়ছিলাম রবীন্দ্রনাথকে স্মৃতিচারণ দেখতে। আপনার কাছেও জায়গাটি অনেক ভালো লেগেছে বুঝি। আরেকটি বিষয় হলো আপনার শেষের ছবিটি দেখতে পেলাম না। মনে হয় আপলোড করতে কোন সমস্যা হয়েছিল।

রবীন্দ্র কুঠির বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছা রয়েছে।এই কুঠির বাড়ি সম্পর্কে অনেক শুনেছি।আপনিও খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো।

 3 years ago (edited)

রবীন্দ্র কুঠির বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছা রয়েছে।

একদিন সময় করে চলে আসেন।

 3 years ago 

আপনার ভ্রমণের জায়গা টা বেশ সুন্দর, যদিও আমি কখনো যাই নি, তবে যাওয়ার ইচ্ছা আছে। আপনার ভ্রমণ টা বেশ ভালোই হয়েছে বোঝা যাচ্ছে

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন

 3 years ago 

যদিও আমি কখনো যাই নি,

আমার সাথে দেখা করো একদিন নিয়ে যাব।

 3 years ago 

আচ্ছা ঠিক আছে 💜

 3 years ago 

হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ক্যাপশন দেখে ভাবলাম কলকাতা এলে তবুও দেখা করা গেলো না ভাই। তারপর শিলাইদহের কথা পড়লাম। কবিগুরুর বাড়ি চাক্ষুষ করবো সেটা স্বপ্নেও ভাবিনি। সে ছবির মাধ্যমে খানিকটা পূরণ হলো। ধন্যবাদ ভাই ❤️🤗

 3 years ago 

কলকাতা যাওয়ার ইচ্ছে আছে কিন্তু কবে হবে সেটা জানিনা।আমার পোস্টটা পড়ে কিছুটা সপ্ন পূরন হয়েছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাই। আসলে অবশ্যই দেখা হবে। 🤗

 3 years ago 

আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একজন বড় ভক্ত ৷ওনার বাড়িটি দেকে আনন্দিত৷
আপনাকে ধন্যবাদ ভাই দেখাব় সুজক করে দেয়ার জন্য৷

 3 years ago 

❤️❤️

 3 years ago 

খুব সুন্দর লিখেছেন ভাই এবং ছবিগুলো খুব সুন্দর ছিল। আমি খুব দ্রুতই এখানে যাব। ধন্যবাদ আপনাকে জায়গাটা নিয়ে এত সুন্দর একটি বর্নণা দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ❤️❤️।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57340.70
ETH 3072.28
USDT 1.00
SBD 2.37