আজকের দিনলিপি। বিদায় বান্দরবান || ( beneficiary 10% @shy-fox)||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আমি সকাল ৪ টা ৪৫ মিনিটে ঘুম থেকে উঠি। তারপর ওয়াসরুমে গিয়ে ওজু করে ফজর সালাত আদায় করে আবার ঘুমিয়ে যায়। আজকে আমাদের বান্দরবানের শেষ দিন ছিল তাই সকালে ঘুম থেকে উঠে আমাদের সকালের খাবার খেয়ে রুমে এসে কিছু সময় বিশ্রাম গ্রহণ করি।


PXL_20210828_151120236-01.jpeg



আমাদের বান্দরবানের থাকার হোটেল।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/nylon.fees.jugs


আমাদের হোটেলের চেক-আউট সময় ছিল বারোটার সময়। আমরা হোটেল থেকে চেক আউট করে বাস টার্মিনালে যায় এবং বান্দরবান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি বাসে উঠি।


IMG20210831171544_00-01.jpeg



বান্দরবান থেকে বাসে উঠা
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/nylon.fees.jugs


তারপর প্রায় তিন ঘন্টা পরে আমরা চট্টগ্রামে পৌঁছায়। চট্টগ্রামে নেমে দুপুরের খাবার খাই তারপরে অনেক সময় বিশ্রাম নিতে হবে।


IMG20210831200121_00-01.jpeg



চট্রোগ্রাম এসে হোটেল
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/unicorns.elsewhere.hounded


তাই একটি হোটেলে যায় এবং একটি রুম নেই। ওখানে কিছু সময় রেস্ট নেই কারণ আমাদের চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন রাত এগারোটায়।রুমে বিশ্রাম গ্রহণ করি তারপর বিকেল পাঁচটার দিকে বের হয় চট্টগ্রাম শহর থেকে ঘুরে দেখার জন্য।
আমি আর আমার এক বড় ভাই দুইজন মিলে বের হই বায়োজিদ মাস্তানির মাজার দেখার উদ্দেশ্য। রুম থেকে নেমে বাস স্ট্যান্ডে আসি তারপর ওখান থেকে একটি বাসে উঠি বাসে উঠে প্রায় 30 মিনিট যাত্রা করে বায়জিদ মাজারের সামনে নামি।


IMG20210831200033_00.jpg



মাজারের দিকে অগ্রসরের সময়
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coder.mailboxes.jagging


তারপর হাঁটতে হাঁটতে মাঝারে দিকে এগোই। মাজারে একটি পুকুর আছে সেখানে বড় বড় মাছ এবং কচ্ছপ দেখা যায়।কিছু কিছু মানুষ কচ্ছপগুলোকে খেতে দিচ্ছে।আমি সেইগুলার ছবি উঠায়।


IMG20210831180645_00-01.jpeg



মাজারের পুকুরে কচ্ছপ
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coder.mailboxes.jagging


IMG20210831181752_00-01.jpeg




মাজারের প্রবেশ পথ
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coder.mailboxes.jagging


তারপর মাজারের ভিতরে দিকে অগ্রসর হই।মাজারের চারপাশটা ঘুরে দেখি। তারপর মাগরিবের আজান হয় আমি সালাত আদায় করতে যায়। সালাত আদায় শেষে চট্টগ্রামের ওইএলাকাটা একটু ঘুরে দেখি।


IMG20210831184822_00-01.jpeg


কফি
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/coder.mailboxes.jagging


তারপর একটি রেস্তোরাঁ তে যায় এবং কফি পান করি।এরপর বাস স্টান্ডে যায় এবং বাসে উঠি রাস্তায় জানজট ছিলো তাই অনেক সময় লেগে যায় রুমে পৌঁছাতে। রুমে গিয়ে কিছু সময় বিশ্রাম গ্রহন করি। আমাদের ট্রেন যেহেতু ১১ টার সময় আমারা রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁতে যায় এবং রাতের খাবার খায়।খাওয়া শেষ করে রুমে গিয়ে বিশ্রাম গ্রহন করি।


IMG20210831224405_00.jpg


রেলস্টেশন
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/nest.mini.flopping


১০ঃ৪০ মিনিটে রুম থেকে স্টেশনের উদ্দেশ্য রওনা করি। আমাদের রুম থেকে স্টেশনে আসতে ৫ মিনিট সময় লাগে। তারপর আমারা ট্রেনের দিকে এগোতে থাকি এবং ট্রেনে উঠি।তারপর আমাদের নিদিষ্ট সীট খুজে বসি এবং যাত্রা শুরু করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

বায়জিদ বোস্তমির মাজারের ওই কাচিমগুলো অনেক প্রবিত্র। ওগুলোর এক বিশাল ইতিহাস আছে।
আপনার আজকের দিনটি অনেক ব্যাস্তময় কাটল।
শুভ কামনা আপনার জন্য, আশা করছি ভাল ভাবে বাড়ি পিরতে পেরেছেন।

 3 years ago 

এখোনো বাড়ি ফিরি নাই।আরো ২ ঘন্টা লাগবে।

বায়জিদ বোস্তামির মাজারে অনেক দিন যাবৎ যাওয়া হয়নি। পড়ে আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে পড়ার জন্য

 3 years ago 

সুন্দরভাবে আপনার দিনটি বর্ণনা দিয়েছেন। বায়েজিদ বোস্তামীর মাজারে আমার কখনো যাওয়া হয়নি। ওখানে যাওয়ার ইচ্ছা আছে। ওই কচ্ছপগুলি কথা অনেক শুনেছি। আপনাদের টুরটা ভালো ভাবে শেষ হলো। অনেক সুন্দর সময় কাটিয়েছেন। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছেন। এ ধরনের টুর আসলে আমাদের জীবনে অনেক দরকার। এটা আমাদেরকে মানসিকভাবে প্রশান্তি দেয় এবং মন উদার করতে সহায়তা করে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন ভালো করার জন্য টুর দিতে হয়। ধন্যবাদ❤️❤️

 3 years ago 

বায়েজিদ বোস্তামির মাজারের কচ্ছপগুলোর নাম অনেক শুনেছি আজ দেখলাম। খুব সুন্দর। যাওয়ার সময় যতটা উওেজনা এবং আনন্দ নিয়ে গিয়েছিলেন ফেরত আসার সময় ততটাই দুঃখ হয়েছে মনে হয়। আপনাদের ফেরত আসার ভ্রমণ কাহিনি টাও ভালো লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ।

আপনি কি সুমন ভাইয়ের সাথে কি বান্দরবান গিয়েছিলেন।
সুন্দর হোক আপনার ভ্রমণের আগামীর পর্যায়গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ভ্রমণের কাহিনী গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

আপনি কি সুমন ভাইয়ের সাথে কি বান্দরবান গিয়েছিলেন।

জ্বী ভাই

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63149.00
ETH 3156.91
USDT 1.00
SBD 3.85