"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -০৪ ( আপনার শেষ উৎসবের স্মৃতি) || "Amar Bangla Blog" Contest - 04 (Your Last Festival Memories)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


প্রথমে ধন্যবাদ জানায় আমার বাংলা ব্লগ টীমকে একটি ভালো প্রতিযোগিতার আয়োজন করার জন্য।আমার সর্বশেষ উদযাপিত উৎসবটি হল ঈদুল-আযহা। ঈদুল-আযহা হলো মুসলিম উম্মার একটি বিশেষ উৎসব। সাধারণত মুসলিম জাতির বছরের দুইটা বড় উৎসব হয়ে থাকে আর ঈদ-উল-আযহা তার মধ্যে অন্যতম। কারণ এই দিনে গরিব বড়লোক সবাই ভালো খাবার খেতে পারে। আর আজকে আমার শেষ উৎসব উদযাপন সম্পর্কে আলোচনা করবো।


আমি সকালে ঘুম থেকে উঠে এবং সালাত আদায় করে একটু হাঁটাহাঁটি করি। হঠাৎ মনে হলো মোটরসাইকেল নিয়ে পাশের এলাকা থেকে ঘুরে আসি।


IMG20210721083539_00-01.jpeg


নামাজের সময়
Device:Realme 7


তারপরে এসে গোসল করি এবং অজু করে ঈদগাহের দিকে রওনা করি। ঈদের সালাত আদায় করে বাসায় এসে কিছু সময় বিশ্রাম গ্রহণ করি। আর এটা যেহেতু ঈদুল আযহা অর্থাৎ কুরবানীর ঈদ কোরবানির জন্য প্রস্তুতি গ্রহন করি এবং অনেক কাজ করি। কুরবানী শেষ করে বাসায় এসে দুপুরের খাবার এবং কিছু সময় বিশ্রাম গ্রহন করি।


IMG20210721174804_00-01.jpeg


ছোট ভাইদের সাথে ছবি
Device:Realme 7


তারপর বিকেলে বন্ধু, বড় ভাই ও ছোট ভাইদের সাথে পদ্মা নদীর তীরে ঘুরতে যায়।আমরা যখন নদীর তীরে পৌঁছায় তখন অনেক মানুষের ভীর দেখতে পায়। কারণ সাধারণত ঈদের দিনে বিকেলে সবাই ঘুরতে বের হয়।




পদ্মা নদীর অপরুপ দৃশ্যের ভিডিও ধারন করি
Device:Realme 7


আমরা নদীর মনোরম দৃশ্য উপভোগ করি। মোটরসাইকেল নিয়ে সামনের দিকে এগোতে থাকি হঠাৎ সুন্দর একটি জায়গা দেখতে পায় আমারা সেইখানে যাই এবং চারদিকের পরিবেশ টা উপভোগ করি।


IMG20210721181153_00-01.jpeg

IMG20210721183500_00-01.jpeg


পদ্মা নদীর অপরুপ সৌন্দর্য
Device:Realme 7


পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কিছু ছবি উঠায় যা অসাধারণ ছিল তারপরে আমরা ওখান থেকে চা পান করতে যায়।


IMG20210715224546_00-01.jpeg


চা পান করার সময়
Device:Realme 7

চা পান করতে করতে অনেক সময় আড্ডা দিই তারপর বাসায় চলে আসি।

Cc:@rex-sumon @rme @photoman @moh.arif @hafizullah @amarbanglablog

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98