আমার বাংলা ব্লগ || আমার পরিচয়

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই।এই প্ল্যাটফর্মে এটা আমার প্রথম পোস্ট।তাই ভাবলাম পরিচয় দিয়ে শুরু করি।@rex-sumon ভাইয়ের মাধ্যমে এমন একটা কমিউনিটির সন্ধান পেলাম যেখানে আমার নিজের ভাষায় আমার মাতৃভাষায় আমার গল্পগুলো শেয়ার করতে পারবো।যার মধ্যমে আমার স্টিমে প্রবেশ করা সে হলো @rex-sumon ভাই।সেই প্রথম এই প্লাটফর্মের কথা বলে এবং তার মধ্যমেই এইখানে প্রবেশ করা।সে আমাকে অনেক সাহায্য করে।ধন্যবাদ ভাইকে এত সাপোর্ট করার জন্য।

IMG20210705121842_00-01.jpeg

আমার পরিচয়:

আমার নাম মোঃ রাহুল হোসেন।আমার ইউজার নাম@mrahul40। আমার বয়স ২১ বছর।আমি একজন বাংলাদেশী নাগরিক। আমার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায়।কুষ্টিয়া জেলা সম্পর্কে বাংলাদেশর সবাই কমবেশি জানে। আমি একজন ছাত্র. আমি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজি পড়ছি। কোভিড ১৯ কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সব শিক্ষার্থী পড়াশোনা হারাচ্ছে। অনেক দিন আগেই ডিপ্লোমা শেষ হওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারনে এখনো ঝুলন্ত অবস্থায় আছি। আমরা শীঘ্রই এই ভাইরাস থেকে মুক্তি পাব এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যে আগের মতো সবকিছু স্বাভাবিক হবে।

পরিবারঃ

আমার পরিবারে আমার ২ জন সদস্য রয়েছে। আমার পরিবারে আমার বাবা আছেন। আমার মা ১ বছর আগে মারা গেছেন। আমার বাবা একটি ব্যবসা পরিচালনা করেন। আমি সবসময় আমার পরিবারকে খুশি রাখব, এটাই আমার স্বপ্ন।


IMG_2625-01.jpeg


IMG_20210611_104433-01.jpeg

আমার শখগুলো:

আমার শখ ভ্রমণ এবং বাইক চালানো হয়। আমি বই পড়তে ভালোবাসি। আমি সময় পেলে আমি বন্ধুদের সাথে হাঁটতে যাই ও বাইক নিয়ে ঘুরাঘুরি করি। আমি বন্ধুদের সাথে সময় কাটাতে উপভোগ করি।আমার গ্রাফিক্স ডিজাইন শেখার খুব ইচ্ছা তাই আমি এই করোনায় বন্ধ সময়টাকে কাজে লাগিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখতেছি।ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে গ্রাফিক্স ডিজাইন এর টিউটোরিয়াল ধাপে ধাপে উপস্থাপন করবো।

আমার স্বপ্নঃ

আমার স্বপ্ন হ'ল একজন মহান ব্যক্তি হওয়া, দেশের জন্য কাজ করা, দেশের মানুষের পক্ষে কাজ করা। আমি আমার পরিবারকে অনেক ভালবাসি আমি চাই যেখানেই থাকি আমার পরিবার সবসময় আমার সাথে থাকে। আমি আমার পরিবারকে দেখে সর্বদা খুশি।


ধন্যবাদ জানাই,@rme ভাই কে যার সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে, মাতৃভাষা বাংলাতেই পোস্ট করতে পারছি 'আমার বাংলা ব্লগে'।


ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

ছবির লেখাগুলো হাতে লিখে দাও।

 4 years ago 

ওকে

 4 years ago 

স্বাগতম আপনাকে বাংলা দুনিয়ায়, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে, আশা এবং দোয়া করছি আপনার প্রত্যাশা যেন পূর্ণতা পায়।

 4 years ago 

ধন্যবাদ

আমার বাংলা ব্লগ এ আপনাকে স্বাগতম।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago 

স্বাগতম আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ

 4 years ago (edited)

আপনার জীবনবৃত্তান্ত চমৎকার। আশাকরি আমার বাংলা ব্লগ কমিউনিটি আপনার কাছ থেকে অনেক কিছু পাবে।

 4 years ago 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 89292.82
ETH 2436.28
USDT 1.00
SBD 0.68