কবিতা আবৃত্তি "তুমি সওদাগর" লেখক jibon47
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- কবিতা আবৃতি
- ০২,এপ্রিল ,২০২৪
- মঙ্গলবার
হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি ব্যাতিক্রম ধর্মী একটি পোস্ট করবো।আজকে আমি একটি কবিতা আবৃতি করব এর আগে আমি কখনো কবিতা আবৃতি ওইভাবে কোনদিন করা হয়নি। জানিনা কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করবেন। কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির একজন সদস্য আমার খুব কাছের একজন মানুষ jibon47।
তার লেখা কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে ।তার কবিতার মধ্যে আলাদা একটি আবেগ খুঁজে পাওয়া যায়। অনেক আবেগ দিয়ে সে কবিতাগুলো লেখে। রাতে মাঝেমধ্যে একসাথে আড্ডা দেওয়ার সময় কবিতা নিয়েও বেশ আলোচনা হয়। তার লেখা কবিতা গুলোর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। নিচে আমার কবিতা আবৃতি দেওয়া হল।
অনেকটা বছর তুমি আমায় ডাকো নাকো,
একই আকাশের নিচে,একই চাঁদের আলোয়,একই মেঘের আড়ালে
আমরা দুজন দুই প্রান্তে।
মরুভূমির উত্তপ্ত বালুর মতো হৃদয়টা আজ অনেকটাই চৌচির
অনেক বছর আগে বর্ষা এসেছিল,নিমিষেই শান্ত হয়ে গিয়েছিল মরুভূমির উত্তপ্ত বালু
কিন্তু সূর্যের আলোর কাছে বর্ষা হার মেনেছে।
শুকিয়ে গিয়েছে খরস্রোতা নদীর প্রবাহমাত্রা
কোন এক গভীর রাতে অন্ধকারের আড়াল থেকে তোমায় দেখেছিলাম
সেই অন্ধকারটাই আজ আমার সঙ্গী মাত্র, আলোর দেখা আর পেলাম কই...!!
দিনশেষে ওই চাঁদ আমার সঙ্গী,আর একাকীত্ব আমার বন্ধু।
তুমিও কি চাঁদের আলোয় একলা হাটো ওই অন্ধকার পথে..??
যে পথের ধারের ল্যাম্পপোস্ট আমাদের বিচ্ছেদের সাক্ষী।
সাক্ষী হয়েছিল আরো অনেকেই তবে....
তবে,তুমি বাণিজ্য করে সব কিনে নিলে,
আর আমাকে বানালে প্রতারক।
অর্থহীন এই পৃথিবীতে তোমার ভালোবাসার কাছে আমি মধ্যবিত্ত,
চাইলেই তোমাকে কিনে নেওয়ার সাধ্য আমার নেই,তবে...!!
তবে মনে রেখো,যদি কখনো সাধ্য হয় আমি নিজেকেই কিনে নেব চড়া মূল্যে
তোমার উপরে থাকা ভালবাসা বিলিয়ে দেব শহরের রাস্তার অলিতে গলিতে।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
বাহ্ দারুণ একটি কবিতা আবৃতি করছেন আপনি।আপনার কণ্ঠে এই কবিতা আবৃতি শুনে খুবই খুশি হলাম ভাই। সব গুলো লাইন আপনি স্পষ্ট ভাবে তুলে ধরছেন। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।
আমার কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
কবিতাটা বেশ চমৎকার। আপনার কন্ঠের আবৃত্তি শুনতে অনেক ভালো লাগলো আমার। বেশ দারুণভাবে আবৃত্তি করেছেন। আর এদিকে মোটর বাইকে ভিডিও ধারণ করার সাথে যুক্ত করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। সব মিলে বেশ ভালো লাগলো আমার।
আমি কবিতা আবৃত্তি ভালো করতে পারি না তবে চেষ্টা করেছি আর কি। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
বেশ অসাধারন একটি কবিতা আবৃত্তি করেছেন৷ আজকে আপনার মাধ্যমে কবিতা আবৃত্তির মাধ্যমে যেভাবে এই কবিতাটি শুনতে পেলাম তা আসলে খুবই ভালো লাগছে৷ আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর কিছু কবিতা আবৃত্তি শেয়ার করেন এবং সে কবিতাগুলো আমার শুনতে অনেক ভালো লাগে৷ আজকের এই সুন্দর কবিতাটি আপনার কাছ থেকে শুনে খুব খুশি হলাম৷ আশা করি পরবর্তীতে আরো সুন্দর কিছু কবিতা আবৃত্তি আপনার কাছ থেকে শুনতে পাবো৷
জি ভাই আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি কবিতা আবৃত্তি দেওয়ার। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
এত সুন্দর কবিতা আবৃত্তি শুনে খুব ভালো লাগে।
জীবন ভাইয়ের কবিতা অনেক ভালো লাগে আমার। সেই খুবই সুন্দর সুন্দর কবিতা লেখে। আজকে আপনি তার কবিতাটি কভার করেছেন। তার কবিতাটি কভার করার কারণে আরো বেশি ভালো লাগলো। আসলে কবিতা আবৃত্তির মধ্যে কবিতার পূর্ণতা পায়।
আমারও জীবন ভাইয়ের কবিতা অনেক বেশি ভালো লাগে। সেজন্যই তো তার কবিতা আবৃতি করি। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
আমাদের প্রিয় জীবন ভাইয়ের লেখা তুমি সওদাগর শিরোনামের কবিতাটি আপনি অত্যন্ত চমৎকারভাবে আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর কন্ঠে কবিতাটির আবৃত্তি শুনে আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি আগামী দিনে আপনার নিকট থেকে এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আবৃতি আমরা শুনতে পারবো।
জি ভাই আমি চেষ্টা করব নিয়মিত কবিতা আবৃতি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
বন্ধু তোমার কবিতা আবৃত্তি শুনে আমি বরাবরের মতো আজকেও মুগ্ধ হয়ে গেলাম। জীবনের লেখা কবিতা গুলো সত্যিই অনেক বেশি ভালো লাগে আমার কাছে বিশেষ করে রাতের বেলায় বাসার ছাদে গিয়ে কবিতাগুলো শুনতে। কবিতাগুলো শুনলে এমন মনে হয় যেন নিজেই নিজের মাঝে এই মুহূর্তেই হারিয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি কোন অচেনা অচেনা ঠিকানায়। অনেক সুন্দর একটি কবিতা আবৃতি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।
আসলে জীবন ভাইয়া যে কবিতা লেখেন কবিতাগুলো শুনলে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। অসংখ্য ধন্যবাদ
খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি টি শুনে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি অনেক ভালোভাবে মানিয়ে গিয়েছে।
হয়তো চেষ্টা করতে করতে এখন শুনতে ভালো লাগে। তবে আমি চেষ্টা করবো নিয়মিতই আপনাদের মাঝে শেয়ার করার জন্য
জীবন ভাইয়ের খুবই সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আসলে কবিতা তার পূর্ণতা পায় আবৃত্তির মাধ্যমে। আপনি খুবই সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো।
জি ভাইয়া ঠিক বলেছেন কবিতা পূর্ণতা পায় আবৃত্তির মাধ্যমে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
কবিতা টা অসাধারণ লিখেছেন জীবন ভাই। এবং আপনি বেশ চমৎকার আবৃত্তি করেছেন ভাই। কবিতা টার প্রথম কয়েকটা লাইন জীবনানন্দের একটা কবিতার লাইনের মতোই। বেশ চমৎকার ছিল কবিতা টা ভাই। এবং চমৎকার আবৃত্তি করেছেন। ধন্যবাদ আমাদের সাথে কবিতা আবৃত্তি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আমার কবিতা আবৃতি তোমার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য
আপনি বরাবরি অনেক সুন্দর আবৃত্তি করেন আপনারা আবৃত্তি গুলো শুনতে খুবই ভালো লাগে। এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর আবৃতি শুনেছি, চেষ্টা করে যাবেন আরও সুন্দরভাবে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার। ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
তোমার কবিতা বলে কথা আর আমি আবৃত্তি করব না এটা কি করে হয়। তোমার মন্তব্য পেয়ে বেশি ভালো লাগলো।