🌼শখের ফটোগ্রাফি পর্ব- ২৩||১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -৩০শে বৈশাখ| ১৪২৯ বঙ্গাব্দ | শুক্রবার| গ্রীষ্মকাল|


GridArt_20220513_220618969.jpg


অনেকদিন পর আপনাদের সামনে আবারো হাজির হলাম আমার ফটোগ্রাফি পোস্ট নিয়ে। অনেকদিন হলো তেমন ফটোগ্রাফি করতে যাওয়া হয়না। তাই আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে না ।তাই হঠাৎ কিছু ফটোগ্রাফি করা হয়েছিল তাই সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে।


ফটোগ্রাফি


IMG20220512133019_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • ছবিতে যে গাছ এবং ফুল দেখতে পাচ্ছেন এর নাম হলো আকুন্দা । এটি একটি ঔষধি গাছ গাছ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি করে। এই গাছগুলো সাধারণত রাস্তার পাশে এবং কোন জঙ্গলে হয়ে থাকে। এই গাছটি মানব জাতির অনেক উপকারে আসে এর ফুলটি দেখতেও বেশ চমৎকার।

ফটোগ্রাফি


IMG20220503124652_00-01.jpeg

IMG20220503124620_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • বাংলাদেশ নদীমাতৃক দেশ ।তাই বাংলাদেশে অনেক ছোট বড় নদী রয়েছে ছবিতে পদ্মা নদীর একটি শাখা দেখতে পাচ্ছেন এখানে নৌকা বাঁধা এবং ওপারে কিছু গাছ দাঁড়িয়ে আছে গাছের প্রতিচ্ছবি নদীতে পড়ে বেশ চমৎকার লাগছে। মন খারাপ থাকলে নদীর তীরে কিছু সময় কাটালে নদীর সৌন্দর্য উপভোগ করলে মন ভালো হয়ে যায়।

ফটোগ্রাফি


IMG20220503124418_00-01.jpeg

IMG20220503124423_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • নদীর পানি যখন কমে যায় তখন নদীর তীরে অনেক ফসলি জমি ওঠে সে জমিতে কৃষকরা ধান লাগায়। খুবিতে নদীর তীরে ধানক্ষেত দেখা যাচ্ছে ধানক্ষেতে যখন বেশি বৃষ্টি অথবা বাতাস হয় তখন ধানগুলো শুয়ে পড়ে। এখন ধান প্রায় কাটার সময় ধান গুলো পেকে গিয়েছো। পাকা ধান গুলো দেখতে বেশ চমৎকার লাগে।

ফটোগ্রাফি


IMG20220513180519_00-01.jpeg

IMG20220513181020_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • যেহেতু বৈশাখ মাস প্রায় শেষ আর বৈশাখ মাসে ঝড় হবে না এটা মেনে নেওয়া সম্ভব নয়। আজকে বিকেলে ঘুরতে বের হয়েছিলাম হঠাৎ মেঘ কালো হয়ে বৃষ্টি নেমে আসার আগ মুহূর্তে প্রচুর বাতাস শুরু হয় ।বাতাসের সময় আমরা নদীর তীরে গিয়ে দাঁড়ায় এবং ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করি।

ফটোগ্রাফি


IMG20220421122027_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • কৃষ্ণচূড়া ফুল বেশ ভালো লাগে আমার। এগুলো বেশি দেখা যায় রাস্তার ধারে রাস্তার ধারে বড় গাছে যখন ফুল ফোটে তখন দেখতে বেশ চমৎকার লাগে। হঠাৎ কোথাও ঘুরতে গেলে যখন রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুল দেখা যায় তখন মন ভালো হয়ে যায় এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পায়।

ফটোগ্রাফি


IMG20220501182251_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • কোন এক বিকেলে গাছের পাশে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ চোখ পড়ে গাছের পাতার দিকে এবং মুখের সৌন্দর্যের দিকে তাই ছবি না ওঠিয়ে আর থাকতে পারলাম না। বেশ ভালোলাগছিলো গাছটিকে।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে নদীর ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে কৃষ্ণচূড়া গাছের ফটোগ্রফি টি। খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আমার কাছে নদীর ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে কৃষ্ণচূড়া গাছের ফটোগ্রফি টি।

অসংখ্য ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখার মত
প্রত্যেকটি ফটোগ্রাফির সাথে আপনার বর্ণনা ছিল অসাধারণ। আকুন্দা ফুল আমি এই প্রথম দেখেছি। নদী ধানের শীষ মনমাতানো গাছপালা সবগুলোই অসাধারণ হয়েছে। কৃষ্ণচূড়ার ফুলগুলো দূর থেকে আকর্ষণীয় লাগছে। সব মিলিয়ে অসাধারণ হয়েছে ফটোগ্রাফিক গুলো।

 3 years ago 

আকুন্দা ফুল আমি এই প্রথম দেখেছি। নদী ধানের শীষ মনমাতানো গাছপালা সবগুলোই অসাধারণ হয়েছে। কৃষ্ণচূড়ার ফুলগুলো দূর থেকে আকর্ষণীয় লাগছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করারজন্য

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে শখের ফটোগ্রাফি তুলেছেন ভাইয়া। আপনার তোলা প্রতিটি শখের ফটোগ্রাফি দেখতে দারুন লাগছে ভাইয়া। আপনি নিখুঁত ভাবে পুরো ছবি ক্যামেরাবন্দি করেছেন। ‌ ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার তোলা প্রতিটি শখের ফটোগ্রাফি দেখতে দারুন লাগছে ভাইয়া। আপনি নিখুঁত ভাবে পুরো ছবি ক্যামেরাবন্দি করেছেন। ‌

মতামত প্রকাশের জন্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও দারুন ফটোগ্রাফি করেছেন প্রকৃতির রূপ সৌন্দর্য আপনার ক্যামেরায় ভালোই বন্দি করতে পেরেছেন আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন যেগুলো আমাকে মুগ্ধ করে আজকের গুলো বেস্ট ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন যেগুলো আমাকে মুগ্ধ করে

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

এগুলো কি আসলেই মোবাইলের তোলা ছবি। আমি বিশ্বাস করতে পারছি না। এত চমৎকার ছবি ও মোবাইলে তোলা যায়।ছবি গুলো দক্ষ হাতে তোলা। তা না হলে এত চমৎকার ছবি তোলা সম্ভব নয়। আপনার প্রতিটি ছবিই অসাধারণ হয়েছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত। কোনটি রেখে কোনটির কথা আলাদা করে বলব বুঝতে পারছি না। সবগুলোই ভাল লেগেছে আমার কাছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

সব ধরনের রেন্ডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।এই ফটোগ্রাফি করার কারণে বিভিন্ন ধরনের ফটো একসাথে দেখার সুযোগ হয়। আপনার কৃষ্ণচূড়া গাছের ছবিটি দেখতে অসাধারণ লাগছে। তাছাড়া অন্য আরও যে ছবিগুলো ছিল প্রত্যেকটি ছবি অনেক সুন্দর ছিল।

 3 years ago 

সব ধরনের রেন্ডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।এই ফটোগ্রাফি করার কারণে বিভিন্ন ধরনের ফটো একসাথে দেখার সুযোগ হয়

ঠিক বলছেন। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 3 years ago 

আজকে আমাদের মাঝে অসাধারন কিছু ফটোগ্রাফি তুলে ধরেন ভাইয়া। কোনটা থেকে যে কোনটাকে বেশি ভালো বলবো বুঝতে পারতাছিনা। প্রত্যেকটা ফটোগ্রাফি ফাটাফাটি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আমার ফটোগ্রাফী আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আকুন্দা ফুল গাছ আমি এর আগে অনেক দেখেছি তবে এই ফুলটার সঠিক নাম আমি জানতাম না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই ফুল গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এছাড়াও কৃষ্ণচূড়া ফুল গাছের ফটোগ্রাফি টিও আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আকুন্দা ফুল গাছ আমি এর আগে অনেক দেখেছি তবে এই ফুলটার সঠিক নাম আমি জানতাম না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে এই ফুল গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম

ধন্যবাদ মতামতের জন্য

 3 years ago 

ফটোগ্রাফি গুলার প্রশংসা করে শেষ করার মত নয়। দুটিফুলই আমার অনেক পছন্দের। আর নদীর পাড়ের ফসলের জমিতে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি। আর কালো মেঘের ছবিটি দেখে আরো ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো ধন্যবাদ শুভকামনা রইল।

 3 years ago 

আমার ফটোগ্রাফী গুলো আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111938.57
ETH 4325.41
SBD 0.84