শখের ফটোগ্রাফি পর্ব- ২৯||প্রকৃতির সৌন্দর্য ||১০%লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ --২ শ্রাবন,|১৪২৯ বঙ্গাব্দ||রবিবার ||বর্ষাকাল||


GridArt_20220717_203023022.jpg



আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে ।তাই চেষ্টা করি সবসময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।



ফটোগ্রাফি


IMG20220710155354_00-01.jpeg

IMG20220710155053_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • নদীর তীরে দাড়িয়ে আকাশের সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে।বিশেষ করে বর্ষাকালীন মৌসুমে আকাশের সৌন্দর্যতা বেশি থাকে। আকাশ প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে আকাশের সৌন্দর্য এবং নীল আকাশ দেখতে খুবই ভালো লাগে। সবুজ প্রকৃতির মাঝে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে । মেঘাচ্ছন্ন এবং সাদা আকাশের ভিড়ে অতি সন্নিকটে চলে আসে। যেটার সৌন্দর্যতা উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে।

ফটোগ্রাফি


IMG20220712192421_00-01.jpeg

IMG20220711192429_00-01.jpeg

IMG20220711192449_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • গোধূলি সন্ধ্যে মন নাচে আনন্দে দেখবো প্রকৃতির রূপ তাইতো রয়েছি চুপ। সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য পটভূমি উপভোগ করতে আমি খুবই পছন্দ করি।এই মুহূর্তটা উপভোগ করতে বেশি ভালো লাগে ।কারণ নদীর পাশে চারিদিকে খোলা জায়গা সূর্য অস্ত চলে যায় লালচে আকারের অপরূপ সৌন্দর্য প্রকাশ করে যেটা উপভোগ করা হয়ে থাকে বিশেষ করে নদীর পাড়ে গিয়ে। থাকে। যেটা উপভোগ করতে খুবই পছন্দ করি। সূর্য ডুবে গিয়েছে তবুও সূর্যের রস্মির আকার ধারণ সেটা রয়ে গিয়েছে। এই সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে বেশি ভালো লাগে।

ফটোগ্রাফি


IMG20220624173548_00-01.jpeg

IMG_20220717_211729.jpg


Device : Realme 7
What's 3 Word Location:

  • লাল রঙের জবা ফুলটি দেখলেই মনে একটি প্রশান্তি কাজ করে। ফুলের দিকে তাকিয়ে থাকলেও মনটা ভালো হয়ে যায়।বিশেষ করে আকাশের সৌন্দর্য এর সাথে ফুলের সৌন্দর্য যেন মুগ্ধ করার মত ছিলো।প্রকৃতির এমন সৌন্দর্য দেখে আমার মন অনেক ভালো হয়ে গেলো।

ফটোগ্রাফি


IMG20220709162029_00-01.jpeg

IMG20220709161212_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • আসলেই বর্ষাকালের সময়ে কখন যে আকাশ মেঘাচ্ছন্ন আবার কখন পরিষ্কার সেটা বোঝাই যায় না। যে কোন মুহূর্তে বৃষ্টির আগমন ঘটতে পারে উত্তর দিক থেকে আকাশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছিল। চারিদিকে অন্ধকার নেমে এসেছে মনে হচ্ছে কিছুক্ষনের মধ্যেই সন্ধ্যার পর শেষ হবে। তাই বৃষ্টি হয় সেই মুহূর্তটা নদীর পাড় থেকে ভালই উপভোগ করেছি। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো। বিশেষ করে গোধূলি বেলার ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বিশেষ করে গোধূলি বেলার ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আজকের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লাগলো। এতো সুন্দর ফটোগ্রাফি যে কারো ভালো লাগবে। আপনার প্রতিটি ফটোগ্রাফের ফোকাস অনেক ভালো ছিলো। আপনার এমন ফটোগ্রাফি আরো দেখতে চাই।

 2 years ago 

এতো সুন্দর ফটোগ্রাফি যে কারো ভালো লাগবে। আপনার প্রতিটি ফটোগ্রাফের ফোকাস অনেক ভালো ছিলো

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া । আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন । বিশেষ করে সন্ধ্যাকালীন গোধূলি বেলার যে ফটোগ্রাফিটা আকাশটা একদম অসাধারণ লাগছে । মুগ্ধ হয়ে গেলাম পুরাই

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া । আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আপনার শখের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার শখের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য সবারই ভালো লাগবে

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আপনার ফটোগ্রাফিতে পর্বগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রতিবারের মতো এবারও দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে গোধূলি লগ্নে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

প্রতিবারের মতো এবারও দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন বিশেষ করে গোধূলি লগ্নে ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আর সেই দেশের প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলে অনেক চমৎকার লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আর সেই দেশের প্রাকৃতিক দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলে অনেক চমৎকার লাগে।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া ফটোগ্রাফি প্রত্যেকটি জায়গার স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। অনেক বছর পরে হয়তোবা জায়গাটি এখনকার মতো থাকবে না কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে আমরা সেই পুরনো দিনের স্মৃতিটা পুনরায় দেখতে পাবো।

আপনার শেয়ার করা নদীর তীরের আকাশের ফটোগ্রাফি গুলো এবং জবা ফুল গাছের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অনেক বছর পরে হয়তোবা জায়গাটি এখনকার মতো থাকবে না কিন্তু ফটোগ্রাফির মাধ্যমে আমরা সেই পুরনো দিনের স্মৃতিটা পুনরায় দেখতে পাবো।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

অসম্ভব রকম কিছু ফটোগ্রাফি দেখলাম বেশ অনেকদিন হলো আমি ফটোগ্রাফি করি না, আপনার ফটোগ্রাফি দেখে সত্যি মন জুড়িয়ে গেল।

 2 years ago 

অসম্ভব রকম কিছু ফটোগ্রাফি দেখলাম বেশ অনেকদিন হলো আমি ফটোগ্রাফি করি না

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ছবিই বেশ সুন্দর। আকাশ নদীর মাখামাখি বেশ সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ছবিই বেশ সুন্দর।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67751.75
ETH 2620.94
USDT 1.00
SBD 2.72