🌷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৭|| বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ||১০% লাজুক খ্যাকের জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


অনেকদিন পর আপনাদের সামনে ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।আমি আজকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করবো। আশা করি ভালো লাগবে।


ফটোগ্রাফি-০১


IMG20211017133554_00-01.jpeg


রোড লাইট/স্ট্রীট লাইট
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/crudely.cling.dwindle


  • বাংলাদেশের উন্নয়নের লক্ষে বিদ্যুৎ খরচ কমানোর জন্য রাস্তার বিভিন্ন স্থানে এই লাইট গুলো ব্যবহার করে থাকেন। এটা সরকার কর্তৃক প্রদত্ত লাইট। এই লাইটটি সূর্যতাপে চার্জ হয় এবং অটোমেটিকলি রাত হওয়ার আগে সন্ধ্যা নামার সময় এটা জ্বলে যায় আবার সকাল হলে বন্ধ হয়ে যায়।

ফটোগ্রাফি-০২


IMG20211024183616_00-01.jpeg


ওয়ালমেট
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/picnickers.amuses.states

  • এই ছবিটি একটি রেস্টুরেন্ট থেকে তোলা ছয়েছে। রেস্টুরেন্টের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি ব্যবহার করা হয়েছে। ওয়ালমেট এর আকৃতি একটি হাত পাখার মত উপরে একটি লাইট সেটআপ করা।

ফটোগ্রাফি-০৩


received_152209873734651-01.jpeg


নদীর বুকে মাছ ধরার দৃশ্য।
Device : Realme 7
What's 3 Word Location:https://w3w.co/aware.ponytailed.widens


  • স্টিলের তৈরি ছোট্ট একটি নৌকা নিয়ে নদীর বুকে মাছ ধরছেন এক জেল।সে মাছ ধরে জীবিকা নির্বাহ করে নদীর এই মাছগুলো খুব সুস্বাদু হয়ে থাকে।

ফটোগ্রাফি-০৪


IMG20211028165414_00-01.jpeg


সূর্যের লুকোচুরি।
Device : Realme 7
What's 3 Word Location:https://w3w.co/aware.ponytailed.widens

  • পড়ন্ত বিকেলে সূর্যতাপ কিছুটা কমে যায় আর যখন সূর্যতাপ কমে যায় সূর্য ওঠে রক্তিম বর্ণ ধারণ করে। এই সূর্যের আলোতে তখন গাছের ডালের ভিতর দিয়ে দেখা যাচ্ছিলো যা আমার কাছে অসাধারণ লেগেছিল তাই আমি ক্যামেরাবন্দি করেছি।

ফটোগ্রাফি-০৫


received_922456768653646-01.jpeg


নদীর বুকে মাছ ধরার দৃশ্য।
Device : Realme 7
What's 3 Word Location:https://w3w.co/aware.ponytailed.widens

  • বাংলাদেশের অসংখ্য নদীনালা রয়েছে।বেশিরভাগ নদীগুলো গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। বর্ষাকালীন সময়ে নদীর পারের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস মাছ ধরা। ছোট্ট নদীর মাঝে খড়া পেতে মাছ ধরছে জেলেরা।সেই দৃশ্য পটভূমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

ফটোগ্রাফি-০৬


received_175420821376453-01.jpeg


নদীর তীরে বসে সূর্যাস্ত উপভোগ করা।
Device : Realme 7
What's 3 Word Location:https://w3w.co/aware.ponytailed.widens

  • নদীর তীরে বসে সূর্য অস্ত দেখাটা অনেক মজার এবং অনেক সৌন্দর্য ময় একটি দৃশ্য দেখা মেলে। কারণ যখন সূর্য অস্ত যাবে নদীর পানির পাশের যখন চলে যায় তখন পানির কালার অন্যরকম হয়ে যায় যা দেখতে অসাধারণ লাগে।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

logo.gif

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। তাছাড়া আপনি প্রতিটি ছবির নিচে খুব সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন।। বিশেষ করে আপনার সূর্যের লুকোচুরি ছবিটা চমৎকার হয়েছে। তাছাড়া আপনার নদীর তীরে বসে সূর্য ডোবার ছবিটাও খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ভাইয়া, আপনি অসাধারণ মনোমুগ্ধকর ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার ফটোগ্রাফির হাত অনেক পাঁকা। অনেকটা পাঁকা আমের মতো। পাঁকা আমে টিপ দিয়ে যেমন রস বের হয় ঠিক তেমন আপনার ফটোগ্রাফি করা হাত রসে ভর পুর যাই তোলেন তাই সুন্দর দেখায়। শুভকামনা রইলো 💖।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান❤️❤️

ভাইয়া আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন আপনি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবিরাম।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সমস্ত ফটোগ্রাফি গুলো মন মাতানো। দেখেই মনে প্রশান্তি বিরাজ করে। চমৎকার আপনার পুরো শখের ফটোগ্রাফি

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রতিটা ছবিই অসাধারণ হয়েছে। বিশেষ করে শেষের ছবিটা আমার খুব ভালো লেগেছে। তার বিশেষ কারণ হলো আমি সূর্য অস্ত যাওয়ার ছবিগুলো খুব পছন্দ করে থাকি। সবাই ছবি তুলতে পারে কিন্তু ছবির যে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না, কিন্তু আপনি খুব সুন্দর ভাবে তা তুলেছেন। শুভকামনা রইল

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

দিনের সৌন্দর্য গুলো বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আলাদা করে তুলে ধরেছেন। ছবিগুলোতে প্রকৃতির সৌন্দর্য আছে আকাশের নীল দৃশ্য, আকাশে সন্ধ্যা নেমে আসলে বা সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের সৌন্দর্য কেমন থাকে।সব মিলিয়ে অসাধারণ ফটো কালেকশন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

হাতপাথার মতো ওয়ালমেটটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আসলে বিভিন্ন রেস্টুরেন্টে আজকাল অনেক ইউনিক ইউনিক ওয়ালমেট বা বিভিন্ন লাইট এমন অনেক কিছুই ব্যবহার করছে। যার কারণে রেস্টুরেন্ট এর সৌন্দর্য অনেক গুন বেড়ে যায়। আমিও এমন কয়েকটি জায়গায় গিয়েছিলাম যেখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট ব্যবহার করা হয় যা এর আগে কখনো দেখিনি। আপনি খুব সুন্দর ছবি তুলছেন, আপনার প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে। আর আমাদের এদিকে তো কোথাও দেখিনি আসলে এভাবে লাইটগুলো সৌরবিদ্যুৎ দিয়ে চালানো। তবে এটা সত্যিই খুব সুন্দর উদ্যোগ।

 3 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাই। তবে নদীর দৃশ‍্য সবগুলো খুবই ভালো ছিল। এবং বিশেষ করে ২ নাম্বার ছবিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

রাহুল ভাই আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে বলে বুঝাতে পারবো না অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনাগুলো অনেক সুন্দর হয়েছে। আপনার এ পোস্টটি আমি পড়ে সত্যি মুগ্ধ হয়েছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান আপনার মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.18
JST 0.031
BTC 86585.64
ETH 3132.20
USDT 1.00
SBD 3.01