হাওর বিলাস সুনামগঞ্জ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • হাওর বিলাস
  • ২১, সেপ্টেম্বর ,২০২৩
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্প হবে ভ্রমণের কোন একটি অংশ নিয়ে। আপনারা হয়তো গত পোস্টে দেখেছেন আমি সুনামগঞ্জে ঘুরতে গিয়েছি ওখান থেকে মাত্র কয়েকটি পোস্ট করেছি। এখনো অনেক পোস্ট বাকি আছে। আমার ফোন কিছুদিন ধরে নষ্ট হয়ে থাকার কারণে ও বিভিন্ন ব্যস্ততার কারণে পোস্ট করতে পারিনি। আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম ভ্রমণের গল্প শেয়ার করার জন্য। আমরা সুনামগঞ্জে গিয়ে অবস্থান করেছিলাম দিরাই উপজেলাতে। দিরাই উপজেলা থেকে সুনামগঞ্জের সব পপুলার দর্শনে স্থান বেশ দূরে। আজকে আপনাদের সামনে আমি পপুলার দর্শনীয় স্থানে যাওয়ার পথে আর একটি দর্শনীয় স্থানে দেখা মেলে সুনামগঞ্জ জেলার বিষম্ভবপুর উপজেলার হাওরের মাঝে তৈরি কৃত একটি সুন্দরতম স্থানটির নাম দিয়েছে হাওর বিলাস। চলুন আগে যাত্রা পথের গল্প শুনে নেওয়া যাক। যেহেতু আমাদের যাত্রাপথটা অনেক দূরত্বের হবে তাই আমরা অনেক সকালে বাসা থেকে বের হয়ে 5 জন মানুষ দুইটা বাইক নিয়ে ছুটে চলি প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। ভোরের শীতল হাওয়া ফাঁকা রাস্তা সাথে হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সকাল ৯:৩০ টার দিকে প্রবেশ করি বিষম্ভপুর উপজেলার আঙিনায়।


IMG20230830072733-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

একপাশে হাওর আর মাঝ দিয়ে সুন্দর রাস্তা দেখতে অসম্ভব সুন্দর লাগে। বিষম্ভপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের পরিকল্পনায় নির্মাণ হাওরের উপর দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়া এবং হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য তৈরি করে রেখেছে হাওয়ার বিলাস। আমরা সকালে ৯ঃ৩০ প্রবেশ করি এবং যেহেতু ওই সময় বেশ রোদের তাপ ছিল তাই মোটামুটি রোদের মধ্যেই সৌন্দর্যটা আমাদের উপভোগ করতে হয়। হাওরের সৌন্দর্য এক এক সময় এক এক রকম।আমরা সকালে যে প্রকৃতি দেখতে পেয়েছি বিকেলে হয়তো ভিন্ন প্রকৃতি দেখতে পেতাম।


IMG20230830072729-01.jpeg

IMG20230830072914-01.jpeg

IMG_2047-1-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তবে জায়গাটি অসম্ভব সুন্দর বসে আড্ডা দেওয়ার মতো এবং বিকেলের সূর্যাস্ত যাওয়ার মত সুন্দর মুহূর্ত এখানে বসে উপভোগ করা যায়। হাওরের মাঝে সুন্দর সুন্দর ঘর তৈরি করে রেখেছে এবং কিছুটা দূরে গেলে হাওরের মাঝে একটি ছোট বিশ্রামাগার তৈরি করে রেখেছে চারপাশে পানি এর মাঝে বসে হাওরের সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করা যায়। যেহেতু প্রচুর রোদ ছিল তাই আমরা এখানে কিছু ফটোশুট করে এখান থেকে আমাদের আসল গন্তব্য টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক এদিকে যাত্রা শুরু করি পরবর্তী পোস্টে আপনাদের মাঝে ধাপে ধাপে সবকিছু শেয়ার করব।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আপনার ভ্রমণ কাহিনী এবং ফটোগ্রাফি দেখলে সত্যি আমার মাঝে অনেক লোভ জাগে এমন সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করে দেখতে।
অনেক সুন্দর একটি জায়গা ভ্রমণ করেছেন ফটোগ্রাফি এবং বর্ণনা পড়ে খুবই ভালো লাগলো।

 11 months ago 

যে আসলে জায়গাটি অসম্ভব সুন্দর। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

দারুন একটি লোকেশনে উপস্থিত হয়েছেন ভাইজান। পূর্বে কখনো এই স্থান সম্পর্কে কোন ভিডিও বা ফটোগ্রাফি দেখিনি, তবে বেশ ভালো লেগেছে আজকে আপনি সুন্দর এই স্থানটা আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে। অনেক সুন্দর ভাবে সাজিয়েছে। ভালো লাগলো ফটোগ্রাফির সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে পেরে এবং ধারণা পেয়ে।

 11 months ago 

এটা তেমন পপুলার কোন জায়গা না তো তাই আপনি ভিডিওতেও দেখেননি। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

হ্যাঁ আসলে জায়গাটা অনেক সুন্দর, ঠিক বলেছেন বিকেলে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে এই জায়গাটাতে বসে থাকতে আরো বেশি মজা লাগবে। বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই বিকেলে যদি এই জায়গা সময় কাটাতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47