কবিতা||অপেক্ষার প্রহর|| ১০% লাজুক খ্যাকের জন্য।
আজ -২৭ শে চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ |রবিবার| বসন্তকাল|
একটি ছেলে যখন একটি মেয়ের প্রেমে পড়ে যদি প্রেমটা হয় একতরফা তাহলে ছেলেটার প্রতি পদক্ষেপে মেয়েটাকে শুধু খুঁজে বেড়ায়। মেয়েটাকে দেখার জন্য তার অন্তর টা ছুটে চলে যেতে চায় যেখানে গেলে এ মেয়েটাকে দেখতে পাবে তাকে খুঁজে বেড়ায় সাতটি তারার ভিড়ে। হয়তো খুঁজে পাবে কোন এক গোধূলি বিকেলে রাস্তার নীড়ে। সেই আশাতেই বুক বেঁধে অপেক্ষার প্রহর গুনে ছেলেটি। তাকে দেখার পর মনের ভিতরে যে ভালোলাগা কাজ করে শত অপেক্ষার পরেও সেই ভালো লাগাটাই অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে।
অপেক্ষার প্রহর
যেদিন কমে যাবে শক্তি তােমার ।
নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
যে দিন ছেলে মেয়ে ভুলবে তােমায় ।
নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
অতীত স্মৃতি যে দিন মনে আসবে তােমার। নয়তাে দূরে সেই দিনটি তােমার ,
আদরের সন্তানেরা যেদিন দূরে ঠেলবে তােমায় নয়তাে দূরে সেই দিনটি তােমার , অসংখ্য বেদনা যে দিন তাড়া করবে তােমায় । সেই দিন মনে থাকবে একটাই ভয় ,
কখন মৃত্যু এসে ধরবে তােমায় ।
সেই দিন চাইবে তুমি একটু সুখ পেতে তবু পারবেনা তুমি সব ভুলে সুখ পেতে ।





মনে লেগেছে কথাগুলো ভাই। অনেক চমৎকার লিখেছেন। সুন্দর সুন্দর কবিতাগুলো নিজের মধ্যে না রেখে আমাদের সাথে এইভাবে প্রকাশ করতে থাকেন। ভালোবাসা রইল
আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অনুপ্রেরণামূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার স্বরচিত কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার কবিতাটির মধ্যে আপনি যে একতরফা ভালোবাসার রূপ ফুটিয়ে তুলেছেন তা সত্যিই ভালো লাগার মত ছিল। আপনি খুবই সুন্দর ছন্দের সাথে ছন্দের তাল মিলিয়ে পুরো কবিতাটি লিখেছেন। এভাবেই এগিয়ে চলুন ভাইয়া। শুভকামনা রইল।
অনুপ্রেরণামূলক মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার এই কবিতা টি আমার খুবই ভালো লেগেছে। আপনার এই একদফা ভালোবাসা র কবিতা টি আমার খুবই ভালো লাগলো। আপনার কবিতা টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য
আপনার অপেক্ষার প্রহর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার চিন্তাধারার খুব সুন্দর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এভাবে লিখতে থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
মনে জমে থাকা কত কাহিনী এভাবে প্রকাশ করে দেবো একদিন। মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ
আপনার মনের অন্তর্নিহিত বিষয় প্রকাশ করবেন সেটা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকবো ভালো লাগে এগুলো পড়তে এবং শুনতে।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা। নিজের শক্তিমত্তাকে বৃদ্ধি করা। কারণ আমরা ভবিষ্যতে কাজ করতে চাইলে পাওয়ার আপ এর কোন বিকল্প নাই। আপনার পাওয়ার আপ দেখে অনেক ভালো লাগলো। এভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান। আশা করছি অতিদ্রুত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
আপনার ভুল হয়েছে ভাইয়া এটা কবিতার পোস্ট ছিলো পাওয়ার আট না। পোস্ট দেখে কমেন্ট করলে খুশি হতাম
কবিতাটি সত্যিই চমৎকার ছিল যদিও বা একটু ছোট, কিন্তু কবিতার আগে যে আপনি কবিতার প্রেক্ষাপট আলোচনা করেছেন সেটি সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে। অবউৎ কাটছিল আপনার উপস্থাপনা টি।
আমার কবিতাটি আপনার মন ছুঁয়ে গেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
ভাই আপনার স্বরচিত অপেক্ষার প্রহর কবিতাটি খুবই চমৎকার হয়েছে। আর আপনি যেভাবে ছন্দ পতন তাল মিল রেখে কবিতা টি উপস্থাপন করেছেন সত্যিই দেখে মনে হচ্ছে অভিজ্ঞতাসম্পন্ন কেউ লিখেছে।
শুভকামনা রইলো আপনার জন্য ভাই।
আমার কবিতাটি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
ভাই অপেক্ষার প্রহর যেনো শেষ হয় না। এটা অনেক কষ্টকর সময়। আপনার কবিতা আমার অসাধারণ লেগেছে। আপনি ভালো লেখেন আপনার লেখার মাধ্যমে তার প্রকাশ ঘটেছে।
ঠিক বলেছেন ভাই এটা অনেক কষ্টের। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার তৈরি করা অপেক্ষার প্রহর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি কবিতাটির একটি লাইন অপরটির সঙ্গে অনেক সুন্দরভাবে জুড়িয়ে দিয়েছেন।
আপনার জন্য শুভকামনা রইল
আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত প্রকাশ করার জন্য