DIY PROJECT(এসো নিজে করি).||রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি||১০% লাজুক খ্যাকের জন্য।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- রঙিন কাগজ
- আঠা
- গ্লু-গান
- কাঁচি
- ধাপ-০১ঃপ্রথমে একটি রঙিন কাগজ নিবো। তারপর কাগজটিকে ৪×২১ সেমি মাপে কেটে নিবো।
- ধাপ-০২ঃতারপর এই কাগজ দিয়ে গোলাপের ডাল তৈরি করবো।
- ধাপ-০৩ঃআবার একটি রঙিন কাগজ নিবো এরপর কাগজটিকে ৫×৭সেমি মাপে কেটে নিবো।
- ধাপ-০৪ঃএখন কাগজটিকে ভাজ করে চিত্র অনুযায়ী কেটে নিবো।
- ধাপ-০৫ঃএখন কাগজটির ভাজ ছারিয়ে গোলাকার করে আঠা দিয়ে লাগিয়ে দেবো।
- ধাপ-০৬ঃএখন লাল রংয়ের একটি কাগজ নিবো তারপর চিত্র অনুযায়ী কেটে নিবো।
- ধাপ-০৭ঃএখন উক্ত কর্তনকৃত কাগজকে গোলাকার করে ভাজ করে আঠা লাগিয়ে দেবো।এটাকে দেখতে ফুলের অফুটন্ত পাপড়ির মতো লাগবে।
- ধাপ-০৮ঃএখন এই পাপড়িকে ৫ম ধাপের তৈরিকৃত বস্তুর ভিতর আঠা দিয়ে লাগিয়ে দেবো।
- ধাপ-০৯ঃ উক্ত ফুলের পাপড়িকে ধাপ ২ এর তৈরিকৃত ডালের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেবো।
- ধাপ-১০ঃএখন গোলাপে পাতা তৈরি করার জন্য একটি সবুজ রঙিন কাগজ নিবো।এবং কাগজকে চিত্র অনুযায়ী কেটে নিবো।
- ধাপ-১১ঃএখন গোলাপে বড় বড় পাপড়ি তৈরি করার পালা।একটি লাল রংয়ের কাগজ নিবো এবং চিত্র অনুযায়ী কেটে নিবো।
- ধাপ-১২ঃএখন উক্ত কাগজগুলোকে আঠা দিয়ে একটি পর একটি ধারাবাহিক ভাবে লাগিয়ে দেবো।
- ধাপ-১৩ঃএখন ফুলগুলোকে গ্লুগান আঠার সাহায্যে ডালে ডালে লাগিলে দেবো।এবং ডালগুলোকে একত্রে লাগিয়ে দেবো।
অবশেষে তৈরি হয়ে গেলো গোলাপ ফুলটি।
আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পোস্টে নতুন কোনো পোস্ট নিয়ে।আল্লাহ হাফেজ।





















ওয়াও জাস্ট অসাধারণ হয়ছে আপনার বানানো কাগজের গোলাপ ফুলটি। দেখে মনে হচ্ছে অরিজিনাল গোলাপ ফুল। প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বাহ্! খুব সুন্দর করে তৈরি করেছেন গোলাপ ফুলটি।আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু গোলাপ ফুলটি কলমদানির মধ্যে রেখে ছবি তুললে ভালো হতো।শুভকামনা রইল আপনার জন্য।
তাইলে তো কলমদানি তৈরি করতে হবে। তারপর ছবি তুলতে হবে।
দেখে মনেই হচ্ছে না যে এইটা কাগজের ফুল।আমি প্রথমে ভেবেছিলাম অরিজিনাল গোলাপ।।পরে আপনার পুরো পোস্ট দেখে বুঝলাম এটা রঙিন কাগজ দিয়ে বানানো গোলাপ।
অসাধারণ হয়েছে আপনার গোলাপটি।
শুভকামনা রইলো আপনার জন্য মামা।
জেনে খুশি হলাম আপনার ভালো লেগেছে।
রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলটা অসাধারণ একেছেন ভাই। ফুলের পাঁপড়ি দেখে মনে হচ্ছে এটা যেন সত্যিকারের ফুল। খুব সুন্দর পোস্ট।
ধন্যবাদ ভাইজান।
ওয়াও খুবই সুন্দর হয়েছে, রঙিন কাগজ দিয়ে এত সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন ।যা আমি দেখে মুগ্ধ হয়েছি, আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইজান❤️❤️
অরগ্যামি গোলাপের মধ্যে আপনার গোলাপটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।
একদম মনে হচ্ছে সত্যিকারের গোলাপ ফুল।। জাস্ট ওয়াও।
ধন্যবাদ আপু❤️❤️
অসম্ভব সুন্দর হয়েছে আপনার কাগজের ❀
দোয়া করি সামনে এগিয়ে যান
অনেক অনেক শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ ভাইজান❤️❤️
আপনার গোলাপ ফুলের চিত্র অংকন টি অনেক সুন্দর হয়েছে। দেখে খুব ভালো লাগলো। তাই আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইজান❤️❤️
আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার গোলাপ ফুল তৈরি। অনেক গুলো ধাপ দিয়ে সুন্দর আলোচনা করেছেন।
ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি এত সুন্দর ভাবে করেছেন। প্রতিটি ধাপ আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া এবং ধাপ গুলো অনেক ভাল ছিল। আমরা সহজে বাড়িতে চেষ্টা করলে তৈরি করতে পারব। আপনার জন্য শুভকামনা রইল
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।