বৃষ্টি

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • বৃষ্টি
  • ০৫,অক্টোবর ,২০২৩
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে। প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি হলো স্বস্তির নিঃশ্বাস। যখন আকাশ থেকে ঝুম ঝুম বৃষ্টি শুরু হয় তখন তাকে আমার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে সুযোগ পেলে তাকে ছুঁয়ে দেখি জানালার গ্রিলের মাঝ দিয়ে হাত দুটি বাড়িয়ে তাকে স্পর্শ করে ঠান্ডা অনুভূতি নেই। এই বৃষ্টি দেখলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়,মেজাজ গরম থাকলে বৃষ্টির পানি গায়ে লাগলে মেজাজ ঠান্ডা হয়ে যায়।


water-815271_1280.jpg

Source

বিশেষ করে টিনের চালের উপর বৃষ্টি পরার শব্দ আমার অসম্ভব ভালো লাগে। যদি গভীর রাতে টিনের চালের উপর পরা বৃষ্টির ঝুমঝুম শব্দ তখন সকল চিন্তা ভুলে ঘুমের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝেমধ্যে আবার বৃষ্টিতে ভিজতেও খুব ইচ্ছে করে আমার ভয় লাগে যদি অসুস্থ হয়ে যায়। ছোটবেলায় যখন বৃষ্টি হতো তখন আরো বেশি মজা লাগতো বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজা এখনো মনে পড়লে বেশ ভালো লাগে মনে হয় আবার ছোটবেলায় ফিরে যায়। বৃষ্টির মধ্যে বেশ ফাকি দিতে ইচ্ছে করে। ছোটবেলায় স্কুল টাইমে যদি বৃষ্টি হতো তাহলে ঐদিন আর স্কুলে যেতাম না। অনেক বেশি মজা লাগতো কিন্তু কিছু কিছু দিন এমনও হতো বৃষ্টি সকাল থেকেই হচ্ছে ঠিক স্কুলে যাওয়ার সময় আগ মুহূর্তে বৃষ্টি তখন কমে যেত তখন তো স্কুলে যাওয়া লাগতো ওই সময়টা অনেক বেশি বিরক্ত করছিল। মনে মনে খুব খারাপ লাগতো ভাবলাম কি আর হলো কি এমন একটি অবস্থা।

এই ফাঁকিবাজি রেসটা এখনো রয়ে গিয়েছে। এই যে আজকে বিকেলে ইউনিভার্সিটিতে ক্লাস ছিল দুপুরের পর থেকেই টিপ টিপ বৃষ্টি হতেই আছে এই বৃষ্টি দেখে কি আর ইউনিভার্সিটিতে যাইতে ইচ্ছে করে? তাইতো ইউনিভার্সিটিতে না গিয়ে বসে বসে বৃষ্টি উপভোগ করছি। বৃষ্টির দিনে কেন যেন আবার খিদা বেশি লাগে মনে হয় এই খায় ওই খায়। ভালো লাগে বসে বসে বৃষ্টি দেখতে। আর টিপ টিপ বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে ভিজতে আমার অসম্ভব ভালো লাগে। সুযোগ পেলেই যখন বাইরে থাকি যদি বৃষ্টি শুরু হয়ে যায় কোথাও না দাঁড়িয়ে মোটরসাইকেলে আসতে আসতে ভিজতে ভিজতে ঠান্ডা অনুভূতি সব বৃষ্টির অসাধারণ একটা ফিল নিয়ে চলে আসে। তবে যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন আবার মোটরসাইকেল চালানোটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। বৃষ্টির বড় বড় ফোটা যখন গায়ে এসে পড়ে মনে হয় কে যেন ঢিল মারছে বিশেষ করে মুখে এসে লাগলে অনেক বেশি ব্যথা লাগে। এমনও হয়েছে এত জোরে বৃষ্টি হচ্ছে সামনের রাস্তাটাও চোখে দেখা যাচ্ছে না। তার মাঝে জোরে বাইক চালাইতে গেলে বৃষ্টির ফোটা গুলো গায়ে লাগলে অনেক বেশি ব্যথা লাগে।

বৃষ্টির দিনে খিচুড়ি ভাতের সাথে মাংস ভুনা হলে ব্যাপারটা অনেক বেশি জমে। এমনও হয়েছে বৃষ্টি হচ্ছে তখন আমরা খিচুড়ি খাওয়ার জন্য অনেক দূর দুরান্ত ছুটে চলে গিয়েছি বেশ মজার মুহূর্তগুলো কাটিয়েছে। আর এখনও বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে এখনো ভালো লাগে চেয়ে চেয়ে বৃষ্টির ফোঁটা গুলো দেখতে তাকে একটু ছুয়ে দিতে। বৃষ্টি পড়লে একটি দোয়া আছে যখন বৃষ্টি দেখি দোয়াটা পড়ার চেষ্টা করি।হিসনুল মুসলিম

দোআ: বৃষ্টি দেখলে দো‘আ

اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا

হে আল্লাহ! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন।

আল্লা-হুম্মা সায়্যিবান নাফি‘আন

বুখারী, (ফাতহুল বারীসহ) ২/৫১৮, নং ১০৩২

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নিয়ে ।সেই পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

টিনের চালের উপর বৃষ্টি পড়ার শব্দ আপনার ভালো লাগলেও একটানা যে বৃষ্টি হচ্ছে তাই বেশ যন্ত্রণাদায়ক মনে হচ্ছে আমার কাছে। অনেকেই ঘর থেকে বের হতে পারছে না তবুও বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পুকুর পাড়ে গেছি কিছু সবজি তুলতে। যাইহোক বৃষ্টিকে নিয়ে দারুন একটা পোস্ট করেছেন তবে দোয়া করেন যেন দ্রুত বৃষ্টি থেমে যায়।

 10 months ago 

জি ভাই একটানা দুই তিন দিন বৃষ্টি হলে আবার বেশ বিরক্তিকর ভালো লাগে। এটা মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 10 months ago 

ভাইয়া আপনি বৃষ্টি নিয়ে খুব সুন্দর পোস্ট লিখেছেন। ঠিক বলেছেন ভাইয়া বৃষ্টির মধ্যে টিনের ঘরে থাকতে বেশি ভালো লাগে। টিনের চালে যখন বৃষ্টি পরে আর সেই ঝনঝন শব্দে রাতে ঘুমাতে খুবই ভালো লাগে। আমরা হয়তো বৃষ্টি হলে আনন্দ পাই কিন্তু যাদের মাথার উপরে ছাদ নেই তাদের কষ্টের শেষ নেই। যাই হোক খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ।

 10 months ago 

একদম ঠিক বলেছেন আপু যাদের মাথার উপর ছাদ নেই তাদের বৃষ্টি হলে অনেক বেশি কষ্ট। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

পোষ্টের সবই ঠিক ছিল তবে শেষের দিকে এসে এই বৃষ্টির দিনে খিচুড়ি ভাতের সাথে মাংস ভুনার কথাটা না বললেও পারতে বন্ধু। কালকে অবশ্য খেতে মন চাইছিল কিন্তু আজকে তুমি আবার নতুন করে মনে করিয়ে দিলে, সুন্দর লিখেছো শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আরে বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কি হয় নাকি। তোমার লোভ লেগেছে তুমি খেয়ে ফেলো। মতামতের জন্য ধন্যবাদ

 10 months ago 

আসলেই বন্ধু বৃষ্টির দিনে খিচুড়ি ভাতের সাথে মাংস ভুনা হলে পেট পুরে খাওয়া যায়। আর প্রচন্ড বৃষ্টির ভিতর মোটরসাইকেল চালানো একটু কষ্টকরই হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

 10 months ago 

আবার যদি বৃষ্টি হয় এমন তাহলে তুমি অবশ্যই খিচুড়ি আর গোস রান্না করবে। মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

বৃষ্টির সময় টিনের ঘরে থাকার মজাটাই যেন অন্য রকমের মিষ্টির আসল শব্দ শুনতে পাওয়া যায়। আর বৃষ্টির সময় যদি ফুটবল খেলা যায় তাহলে তো কথাই থাকে না। আমিও অসুস্থ হয়ে যাবার ভয়ে এখন আর বৃষ্টিতে ভিজেনা। এটা ঠিক বলেছেন বৃষ্টি হলেই কি খায় কি খায় মন করতে থাকে।

 10 months ago 

হ্যাঁ ঠিক বলেছেন বৃষ্টির দিনে ফুটবল খেলার অনেক বেশি মজা। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45