টাঙ্গুয়ার হাওর অন্তিম পর্ব

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • টাঙ্গুয়ার হাওর অন্তিম পর্ব
  • ২৮,অক্টোবর ,২০২৩
  • শনিবার

PhotoEditor_2023102803824769.jpg


হ্যালো আমার বাংলাব্লগ বাশি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমার ভ্রমণ পোস্টের গত পর্বে শেয়ার করেছিলাম টাঙ্গুয়ার হাওরের কিছু সৌন্দর্য। আজকে ফাইনালি টাঙ্গুয়ার হাওরের সে কাঙ্ক্ষিত সময় অসাধারণ মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। যে মুহূর্তের জন্য আমরা অধীর আগ্রহে নৌকা দিয়ে টাঙ্গুয়ার হাওর পাড়ি দিচ্ছিলাম।


IMG20230830170724-01.jpeg

IMG20230830171949-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার যেখানে সাধারণত সকল পর্যটক এসে ঠান্ডা পানিতে গোসল করে সারাদিনের ক্লান্তি দূর করে। আমরা অবশেষে দেড় ঘন্টা নৌকার ভ্রমণের পর আমাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়। এখানে এসেই দেখি চারপাশে বড় বড় হাউস বোট দাঁড়িয়ে আছে আর পর্যটকরা হাওরের শীতল পানিতে গা ভিজিয়ে সারাদিনের ক্লান্ত দূর করছে। সবার গোসল করা দেখে আমার আর সহ্য হচ্ছিল না তাই খুব দ্রুত আমাদের ড্রেস চেঞ্জ করে সবাই গোসল করার জন্য প্রস্তুতি নেই। সবার আগে আমি নৌকা থেকে ঝাঁপ মারি। পানির কালার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। যখন পানিতে লাফ দিলাম তখন ঠাণ্ডা পানিতে গা ভেজার সাথে সাথে মনে হলে যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল।


IMG20230830170254-01.jpeg

IMG_20231027_23271979.jpg

IMG20230830170405-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

প্রথমে আমি সেফটি জ্যাকেট বাদেই নেমে পড়েছি। তবে দেখি সাঁতার দিতে গিয়ে অনেক বেশি হাঁফ ধরে যাচ্ছে তাই আবার ৫০ টাকা দিয়ে সেফটি জ্যাকেট ভাড়া করে পানিতে ভাসতে থাকি। সেফটি জ্যাকেট পরে পানিতে ভাসতে বেশ মজা লাগে আমার কোন কষ্ট হয় না। না হলে এমনিতে সাঁতার দিতে গেলে বেশ হাফ ধরে যায়। আমাদের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের ওইখানে পৌঁছাতে পৌঁছাতে তখন সূর্যটা কিছুটা পশ্চিমা আকাশে ঢলে পড়েছে। রোদের তেমন তাপ নেই তারপরও সারা দিনে ক্লান্ত। আমাদের গোসল করার জন্য সময়টাও কম আমাদের আবার ঘাটে ফিরতে হবে। ওয়াচ টাওয়ারটা টাঙ্গুয়ার হাওরের কিছুটা মাঝ বরাবর আমরা যতটুকু দূরত্ব অতিক্রম করেছি আবার এখান থেকে ঠিক তেমনি দ্রুত অতিক্রম করে আমাদের ঘাটে পৌঁছাতে হবে। ঠিক সন্ধে নামার আগেই আবহাওয়া ভালো থাকতে থাকতেই আমাদের নৌকা থেকে নেমে যেতে হবে। সেজন্য আমরা বেশি সময় গোসল করতে পারব না। আমরা পানিতে গোসল করতে করতে অনেক মজা মাস্তি করি বন্ধু অংকন গান গিয়ে শোনালো আমাদের। এমন পরিবেশে তার কন্ঠে গান বেশ ভালো লাগছিল।


IMG20230830171453-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

টাঙ্গুয়ার হাওরে আরেকটি ভাইরাল অ্যাক্টিভিটি সেটা হল পানিতে ভেসে ভেসে রং চা পান করা। যেহেতু এটা বেস্ট ট্রেন্ডিং একটি অ্যাক্টিভিটি তাই আমরাও এই ফিলটা নেওয়ার জন্য সবাই এক কাপ করে চায়ের অর্ডার করি। পানিতে গোসল করতে করতে চা খেতে বেশ ভালো লাগছিল। টাঙ্গুয়ার হাওরের ভ্রমনের মুহূর্তটা অসম্ভব ভালো ছিল অনেক বেশি ইনজয় করেছি পুরা সময়টা। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্ট হয় অন্য কোন গল্প নিয়ে।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

পানির মধ্যে ভেসে থেকে চা পান করা একটা রাজকীয় ভাব আসছে হা হা। পুরো পর্ব টাই পড়ার চেষ্টা করেছি বেশ ভালো লাগলো। আর গরমের সিজনে এরকম ঠান্ডা পানিতে গোসল করা তো আলাদা মজা যাইহোক পর্বগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আরে আমি তো রাজাই সেজন্য তো রাজকীয় ভাবতো আসবেই। আসলেই অনেক মজা ছিল মতামত প্রকাশের জন্য ধন্যবাদ

 10 months ago 

আপনার ভ্রমণের এ পর্ব খুব ভালো উপভোগ করলাম দারুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। সেই সাথে ফটোগ্রাফিগুলো তো অসাধারণ।
আসলে এত সুন্দর জায়গার ভ্রমণ পোস্ট ফটোগ্রাফি দেখে ইচ্ছে করছে এগিয়ে ঘুরে আসতে।

 10 months ago 

অবশ্যই বর্ষা মৌসুমে একসময় গিয়ে ঘুরে আসবেন মন ভালো হয়ে যাবে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

হয়তো আপনার সাঁতার দেওয়ার অভ‍্যাস নেই। সেজন্য হয়তো হাঁফ লেগে গেছিল। ৫০ টাকা দিয়ে জ‍্যাকেট ভাড়া করা লাগছে হা হা। আর কী বলব। হাওরের এইরকম সুন্দর পানি দেখলে গোসল করতে নামা টাই স্বাভাবিক। এবং হাওরের যে সুন্দর পানি। দারুণ ছিল আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণের এই পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

অনেকদিন হলো সাঁতার দেওয়া হয়েছিল না তো সেজন্য একটু হাফ লেগে গিয়ে। জ্যাকেট নিয়ে পানিতে ভাসতে আরো বেশি মজা লাগে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59181.56
ETH 2521.00
USDT 1.00
SBD 2.47