কবিতা আবৃত্তি "নীড় হারা পাখি" লেখক jibon47

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • কবিতা আবৃতি
  • ০৬,এপ্রিল ,২০২৪
  • শনিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি ব্যাতিক্রম ধর্মী একটি পোস্ট করবো।আজকে আমি একটি কবিতা আবৃতি করব এর আগে আমি কখনো কবিতা আবৃতি ওইভাবে কোনদিন করা হয়নি। জানিনা কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করবেন। কবিতাটি লিখেছেন আমাদের কমিউনিটির একজন সদস্য আমার খুব কাছের একজন মানুষ jibon47।
তার লেখা কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে ।তার কবিতার মধ্যে আলাদা একটি আবেগ খুঁজে পাওয়া যায়। অনেক আবেগ দিয়ে সে কবিতাগুলো লেখে। রাতে মাঝেমধ্যে একসাথে আড্ডা দেওয়ার সময় কবিতা নিয়েও বেশ আলোচনা হয়। তার লেখা কবিতা গুলোর প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। নিচে আমার কবিতা আবৃতি দেওয়া হল।



তার লেখা কবিতা

কবিতার নামঃ--নীড় হারা পাখি

মনের খাচাটা খুলে দিলাম অনেক চওড়া করে,
ভেবেছিলাম পাখিটা থেকে যাবে মনের ঘরে।
পাখি আমার বড্ড রাগী,থাকলো না সে নীড়ে
চতুর পাখি উড়াল দিল খাচা খোলা পেয়ে।
আশায় আশায় প্রহর গুণী পাখি আসবে ফিরে,
হারিয়ে গেল দুরন্ত পাখি রাখিনি কিছু মনে।

হৃদয় মাঝে পাখি আমার থাকবে জীবন ভর,
হারিয়ে গেলেও এই পাখিকে করব না তো পর।
ভালোবাসার দোহাই দিয়ে রেখেছিলাম তারে,
হঠাৎ করে হারিয়ে গেল আমায় একা করে।
ভালোবাসায় বেধেছিলাম তার নয়ন খানি,
মাঝে মাঝে খেতে দিতাম দুধ চিনি আর পানি।
পাখি আমার এত বোকা বুঝলো না তো মন,
দূর আকাশে যেতে তার লাগবে কতক্ষণ।

আকাশ পানে চেয়ে থাকি পাখির কথা ভেবে,
হঠাৎ এসে ধরা দেবে ছোট্ট কুঠির নিচে।
দিনশেষে সকল পাখি নীড়ে ফিরে আসে,
আশায় আশায় থাকবো আমি খাবার নিয়ে বসে।
দিন গেল রাত্রি গেল দেখা পেলাম না তার

মনের কোণে দুঃখগুলো এখন ভীষণ ভার।
পাখি আমার ভালোবাসার মন বোঝেনি,
তাইতো পাখি উড়াল দিল ফিরেও তাকায়-নি।
দূর আকাশে উড়ে বেড়াও মুক্ত করে ডানা,
আমার মত ভালবাসা কোথাও পাবে না।
ভালোবাসা নিয়ে আমি রয়েছি পথ চেয়ে,
কখনো যদি মন চায় এসো তুমি ফিরে। ভালোবাসায় রাখবো বেঁধে ছোট্ট আমার নীড়ে,
সুখে দুখে থাকবো আমি শুধু তোমায় ঘিরে।


সমাপ্ত



আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 7 months ago 

জীবন ভাইয়ের লেখা মানেই বেশ সুন্দর। আমারও খুব ইচ্ছা করে তার একটা লেখা আবৃত্তি করার জন্য। খুব শীঘ্রই তার কবিতা আবৃত্তি করব। আজকে বেশ সুন্দরভাবে আবৃত্তি করেছেন।প্রতিটি লাইন আসলেই হৃদয় ছোঁয়ার মতো। কেননা আপনি এত দারুণভাবে পরিবেশনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনার কন্ঠও বেশ সুন্দর। ভালো ছিল আপনার কবিতা আবৃত্তিটা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অবশ্যই ভাই আবৃত্তি করবেন। তার কবিতাগুলো সত্যি অনেক বেশি ভালো। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

বরাবরের মত খুবই চমৎকারভাবে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর জীবন ভাইয়ার লেখা কবিতা গুলো কিন্তু অসাধারণ হয়। খুব ভালো লাগলো জীবন ভাইয়ার লেখা কবিতা আপনার কন্ঠে আবৃত্তি শুনে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

একদম ঠিক বলেছেন জীবন ভাই খুব ভালো লেখেন। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

ভাই আপনি আজকের যে কবিতা আবৃতি পোস্ট শেয়ার করেছেন আপনার পোস্ট করে জানতে পারলাম এই কবিতাটি আপনি আবৃত্তি করেন নাই। তবে খুবই ভালো লাগলো যে আমাদের এই কমিউনিটির একজন সদস্যের কবিতাটি আবৃত্তি করেছে বেশ দারুন লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

জি ভাই আমি প্রতিনিয়ত কবিতা আবৃত্তি দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

বাহ আপনি বেশ চমৎকারভাবে আজকে আমাদের মাঝে কবিতা আবৃত্তি করে শেয়ার করেছেন। আপনার চমৎকার মিষ্টি কন্ঠে কবিতাটি শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা মানুষ আকাশের দিকে চেয়ে থাকে মনের কথায় অপরের সাথে শেয়ার করার জন্য। কবিতার প্রতিটি লাইন আপনি বেশ দারুন ভাবে আমাদের মাঝে লিখে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া কবিতার প্রতিটি লাইন বেশ ভালো সেজন্য তো আবৃত্তি করেছি। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

বাহ চমৎকার একটি কবিতা আবৃত্তি শেয়ার করলেন আপনি। সত্যিই এই কবিতাটি দারুন নীড় হারা পাখি কবিতা। আপনি খুব সুন্দর ভাবে আবৃত্তি শেয়ার করলেন। আপনারা আবৃত্তি শুনতে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আশা করি আরও সুন্দর সুন্দর আবৃত্তি শেয়ার করবেন।

 7 months ago 

আমার কবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে যেন সত্যি অনেক বেশি খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ উৎসবমূলক মতামত প্রকাশের জন্য

 7 months ago 

jibon47 ভাইয়ের লেখা কবিতাগুলো এর আগে আমি অনেক পড়েছি ভাই। উনি অনেক সুন্দর কবিতা লেখেন। তবে আপনার গলায় খুব সম্ভবত প্রথমবার কবিতা আবৃত্তি শুনছি। "নীড় হারা পাখি" কবিতাটা এমনিতেই অনেক সুন্দর, তারপরে আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের সামনে, যেটা সত্যিই মনোমুগ্ধকর ছিল।
বিশেষ করে কবিতাটির এই লাইনগুলো মন ছুয়ে যাওয়ার মতো -

আকাশ পানে চেয়ে থাকি পাখির কথা ভেবে,
হঠাৎ এসে ধরা দেবে ছোট্ট কুঠির নিচে।
দিনশেষে সকল পাখি নীড়ে ফিরে আসে,
আশায় আশায় থাকবো আমি খাবার নিয়ে বসে।
দিন গেল রাত্রি গেল দেখা পেলাম না তার

 7 months ago 

আপু আমি প্রতিনিয়ত কবিতা আবৃত্তি করে শেয়ার করার চেষ্টা করি । অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

দারুন আবৃত্তি করেছো বন্ধু বেশ ভালো লাগলো। কথা হচ্ছে পাখি যেহেতু নীড়ে থাকেনি তাই স্থায়ি ভাবে পাখি টিকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে হা হা হা। তুমি কি বলো বন্ধু?

Posted using SteemPro Mobile

 7 months ago 

অবশ্যই স্থায়ীভাবে পাখি রাখার চেষ্টা করতে হবে এবং খুব দ্রুত। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

আপনি বরাবরি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন আপনার কবিতা আবৃত্তি শুনতে ভীষণ ভালো লাগে। এর আগেও আপনার কন্ঠে অনেক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শুনেছি নতুন আরেকটা কবিতা আবৃত্তি শুনে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা আবৃতি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

তোমার কবিতা আবৃতি করি সুন্দর না হয়ে পারে। তোমার লেখার মধ্যে আমি হারিয়ে যাই। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 7 months ago 

খাচা খোলা পেলে পাখি থাকবে না এটাই স্বাভাবিক ভাই। সারাজীবন অপেক্ষায় থাকলেও ঐ মেয়ে নামক পাখি আর ফিরবে না। কবিতা টা দারুণ লিখেছে জীবন ভাই। এবং আপনি দারুণ আবৃত্তি করেছেন ভাই। শুনে বেশ ভালো লাগল। যে পাখি মন বোঝেনি সেই পাখির আশায় না থাকায় ভালো।

Posted using SteemPro Mobile

 7 months ago 

তুমি ভাই আবার মেয়ে টেনে নিয়ে আসলা কেন যে গেছে যাকগা। অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69547.43
ETH 2494.07
USDT 1.00
SBD 2.54