বড় ভাইয়ের নতুন ফোন ক্রয়ের অভিজ্ঞতা ||১০% লাজুক খ্যাকের জন্য ♪|

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ - ২৫শে বৈশাখ| ১৪২৯ বঙ্গাব্দ |রবিবার| গ্রীষ্মকাল|


IMG_20220508_215526.jpg


আজকে আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ফোন ক্রয়ের গল্প নিয়ে। আমার অনেক বেশি ভালো লাগে যখন কেউ নতুন ফোন অথবা মোটরসাইকেল এগুলো ক্রয় করেন। এগুলো ক্রয়ের সময় যারা আমার পরিচিত তারা সবাই আমাকে ডেকে নিয়ে যায় আমিও সেই মুহূর্তটাকে সুন্দর ভাবে উপভোগ করি। হঠাৎ সেদিন বড় ভাই আমাকে ফোন দিয়ে বলল সে নাকি নতুন একটি মোবাইল ফোন কিনবে। বড় ভাইয়ের সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই একই সাথে ম্যাচ লাইফ কাটিয়েছি এবং বাসাটা আমাদের পাশের এলাকাতে সে এখন চাকরি করে ঢাকাতে। তাই সে ফোন করে বলল তার নাকি নতুন একটি মোবাইল ক্রয় করতে হবে তাই আমি আর দেরি না করে ভাইয়ের সাথে চলে গেলাম কুষ্টিয়াতে।


IMG20220501140429_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/earthling.backhand.investing


তার আগে থেকে ফোন পছন্দ ছিল Redmi 10c. তাই আর বেশী জায়গাতে ঘোরাঘুরি করতে হবে না সেজন্য আমরা প্রথমেই শাওমি ফোনের সেলস পয়েন্টে চলে যায় এবং সেখানে ঢুকতে অনেক ফোনের মেলা দেখতে পাই।


IMG20220501143602_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/earthling.backhand.investing


বিভিন্ন মডেলের ফোন রেখে দিয়েছে আমরা যে ফোনটি কিনব সেটা রেখে দিয়েছে তবে আমাদের পছন্দের কালার টি আমরা পাইনি। তবে কালো কালার টা অনেক ভাল লাগছিল তাই সিদ্ধান্ত গ্রহণ করি কালো কালার টি আমরা ক্রয় করব।


IMG20220501143624_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/earthling.backhand.investing


তাই শাওমি ফোনের শোরুম সেলসম্যান কে বলা হলো ফোনটি আনবক্স করার জন্য সে একটি নতুন ফোন প্যাকেট সহ নিয়ে এসে আমাদের সামনেই আনবক্স শুরু করলো। আনবক্স করতেই বের হয়ে আসলো ফোন ফোনের নিচে ছিল একটি চার্জার এটেপটর এবং চার্জার কেবল ছিল ইউজার ম্যানুয়াল। ফোনের সাথে আমাদের এক্সট্রা ভাবে গিফট করলো একটি শাওমি ব্যান্ডের এয়ারফোন যার কোয়ালিটি বেশ ভালো।


IMG20220501143842_00-01.jpeg


IMG20220501144644_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/earthling.backhand.investing


তারপর ফোন টি ওপেন করে বড় ভাইয়ের হাতে দিল সে ফোনটি অনেক সময় দেখছিল। তারপর নতুন ফোনের যাবতীয় কাজ সীম চেক এবং চার্জ হচ্ছে কিনা সব চেক দেওয়া হলো এখন টাকা প্রদানের পালা। সে পকেট থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা বের করে গুনতে থাকলো। টাকা গুলা গুনা শেষ করে যে ম্যানেজার টেবিলে ছিল তাকে টাকাগুলা দিয়ে ফোনটি সুন্দরভাবে বুঝে নেই।তারপর আমারা আরো কিছু কেনাকাটা শেষ করে আমারা বাসার উদ্দেশ্য রওনা করি।


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

কালো ফোন আমি নিজেও ব্যবহার করি। অন্যান্য কালারের চেয়ে কালো কালার বেশি প্রিমিয়াম লাগে। আপনার বড় ভাইয়ের জন্য লাস্ট পর্যন্তন কালো ফোন সিলেক্ট করেছেন জেনে ভালো লাগলো। আর রিয়েল মি টেন সি অনেক ভালো ফোন আমার এক বন্ধু ব্যবহার করে। ধন্যবাদ আপনার ফোন কেনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে কালো কালার টা অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য

 2 years ago 

খুব সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। দেখে সত্যি অনেক ভালো লাগলো। নতুন যে কোনো জিনিশ কিনতেই খুব ভালো লাগে। দোয়া করি আপনার ভাই এর ফোনটি যেনো অনেক দিন টিকে।

 2 years ago 

নতুন যে কোনো জিনিশ কিনতেই খুব ভালো লাগে। দোয়া করি আপনার ভাই এর ফোনটি যেনো অনেক দিন টিকে।

অসংখ্য ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

বড় ভাইয়ের নতুন ফোন কেনার অভিজ্ঞতার গল্প পড়ে অনেক ভালো লাগলো। আপনার ফোন কেনার অভিজ্ঞতা অনেক ভালো। আমার একটা ফোন কিনতে হবে আপনাকে সাথে করে নিয়ে যাবো ভাবছি।

 2 years ago 

আমার একটা ফোন কিনতে হবে আপনাকে সাথে করে নিয়ে যাবো ভাবছি।

আপনার ফোন কিনার জন্য অপেক্ষা করছি চলন দ্রুত গিয়ে কিনে নিয়ে আসে

 2 years ago 

অপেক্ষায় থাকুন মামা সময় হলে আপনাকে ডেকে নিয়ে যাব হাহাহা।

 2 years ago 

খুব সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে সত্যি অনেক ভালো লাগলো। আসলে নতুন কোন কিছু ক্রয়ের করার অনুভূতি অন্য রকম হয়ে থাকে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আসলে নতুন কোন কিছু ক্রয়ের করার অনুভূতি অন্য রকম হয়ে থাকে।

ঠিক বলেছেন নতুন জিনিস কেনার অনুভূতিই অন্যরকম। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

কালো ফোন আমি নিজেও ব্যবহার করি। অন্যান্য কালারের চেয়ে কালো কালার বেশি প্রিমিয়াম লাগে। আপনার বড় ভাইয়ের জন্য লাস্ট পর্যন্তন কালো ফোন সিলেক্ট করেছেন জেনে ভালো লাগলো। আর রিয়েল মি টেন সি অনেক ভালো ফোন আমার এক বন্ধু ব্যবহার করে।

 2 years ago 

কালো ফোন আমি নিজেও ব্যবহার করি। অন্যান্য কালারের চেয়ে কালো কালার বেশি প্রিমিয়াম লাগে।

আমার কাছে কালো কালার টা বেশি ভালো লাগে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

খুবই সুন্দর একটি মুহূর্ত পার করেছেন মনে হচ্ছে। আসলে ঈদের সময় নতুন জিনিস পাওয়া বা কেনার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ঈদের সময় নতুন জিনিস পাওয়া বা কেনার মজাই আলাদা

একদম ঠিক বলেছেন ভাই এর নতুন জিনিস কেনা মজাই আলাদা। ধন্যবাদ

 2 years ago 

ভাই ফোন কিনছে তাতে সমস্যা নাই সাথে গিয়ে ফোন কেনার ও মজাই আলাদা 😁😁

 2 years ago 

আমাদের সকল বিষয়ে অভিজ্ঞতা থাকা ভালো। বড় ভাইকে সম্মান করে মোবাইল কেনার সহায়তা প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমিও কিছুদিন আগে মোবাইল কেনার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আপনাদের মাঝে।

 2 years ago 

বড় ভাইকে সম্মান করে মোবাইল কেনার সহায়তা প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

মূল্যবান মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

নতুন ফোন ব্যবহার করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি শুধু আপনার বড় ভাই নয়। দেখেই বোঝা যাচ্ছে বড় ভাইয়ের ফোন ক্রয় করতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত আতিবাহিত করেছিলাম দুজনে। আমরা অনেকদিন আগে একটি ফোন ক্রয় করতে গিয়েছিলাম সকলে মিলে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

নতুন ফোন ব্যবহার করতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি শুধু আপনার বড় ভাই নয়।

নতুন পণ্য ব্যবহার করতে অনেক ভালো লাগে।
মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

নুতন কিছু কেনা হলে তখন কিন্তু খুব ভালো লাগে। সেটা যদি মোবাইল হয় তাহলে তো কথাই নেই। আপনি আপনার বড় ভাইয়ের মোবাইল কেনার সহযোগিতা করেছেন এজন্য খুবই ভালো লাগছে। আমিও কালো কালার ফোন ব্যবহার করি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আপনার বড় ভাইয়ের মোবাইল কেনার সহযোগিতা করেছেন এজন্য খুবই ভালো লাগছে

অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74