রাতারগুল সোয়াম ফরেস্ট পর্ব -০১

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • রাতারগুল সোয়াম ফরেস্ট
  • ০৫,নভেম্বর ,২০২৩
  • রবিবার

PhotoEditor_2023115223818869.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাইতো ছুটে যায় প্রকৃতি দেখতে হারিয়ে যেতে মন চায় প্রকৃতির মাঝে। আমার ভ্রমণ পোষ্টের পর্বের গত পোস্টে শেয়ার করেছিলাম সিলেটের প্রবেশের গল্প। আজকে অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক পপুলার একটি জায়গা আপনাদের মাঝে উপস্থাপন করব। সিলেট আসলেই এখানে ঘুরাঘুরি করে থাকে সবাই জায়গাটি অনেক বিখ্যাত বিশেষ করে বর্ষা মৌসুমে এর আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। জায়গাটাই হলো রাতারগুল সোয়াম ফরেস্ট যা অসম্ভব সুন্দর দেখতে। বর্ষা মৌসুমে যখন প্রচুর পানি থাকে নৌকা নিয়ে এ জঙ্গলের ভিতর দিয়ে ঘুরতে অসম্ভব ভালো লাগে। আসলে গাছ দেখতেও যে এত সুন্দর লাগে যা এখানে না আসলে বুঝতেই পারতাম না। ভ্রমণ পোস্টের গত পর্বে শেয়ার করেছিলাম আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা করেছি। বেশ কিছু সময় আঁকাবাঁকা রাস্তা এবং গ্রামের মধ্য দিয়ে বাইক রাইড করতে করতে এবং স্থানীয় জনগণের কাজ জিজ্ঞেস করে অবশেষে আমরা রাতারগুল সোয়াম ফরেস্টের যেখান থেকে নৌকায় উঠে সম্পূর্ণ জঙ্গলটা ঘোরা যাবে সে জায়গাতে চলে আসে।


IMG_20231105_22320426-01.jpeg

IMG_20231105_22342249.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

এখানে এসেই প্রথমে আমাদের বাইক রাখি একটি স্থানে তারপর একটি দোকানে বসে ক্লান্তি দূর করার জন্য চা পান করি। তারপর নৌকা ঠিক করার জন্য দায়িত্বপ্রাপ্ত লোকের কাছে যায়। এখানে সব কিছুই নির্ধারিত মূল্য নৌকা ভাড়া ৮০০ টাকা দাম দর করার কোন সুযোগ নেই। আর জনপ্রতি বনে ঘুরে দেখার জন্য ৫৭ টাকা করে টিকিট নিয়ে আমাদের ঘুরতে যেতে হবে। সবগুলো একটি প্যাকেজের মধ্যেই আমরা মোট এক হাজার টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করি। নৌকা দিয়ে পুরা এরিয়াটা আমাদের ঘুরে দেখাবে এদের আবার সময় নির্ধারিত দেড় ঘন্টা বেশি থাকতে পারবো না।


IMG20230902092510-01.jpeg

IMG_20231105_22335878.jpg

IMG_20231105_22341370.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

যাহোক তারপর আমরা মাঝিকে সাথে নিয়ে নৌকার উদ্দেশ্যে হাঁটা শুরু করি। আমাদের নৌকার মাঝি টি অনেক ছোট সে নাকি আবার সুন্দর গান পারে তো ছোট মাঝির সাথে বেশ মজা হবে অনেক গান হবে। তারপর আমরা চারজন ছোট নৌকাতে এক এক করে উঠে নীরবে বসে থাকি। এই নৌকাতে নড়াচড়া করলে নৌকা যেকোনো মুহূর্তে ডুবে যাবে নৌকাগুলো অনেক ছোট। তারপর আমাদের ছোট মাঝিটি নৌকা বাইতে বাইতে রাতারগুল সয়ম ফরেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নৌকার ঘাট থেকে ফরেস্টের মধ্যে যেতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগবে। আমরা কিছুদূর এগিয়ে আস্তে আস্তে গান শুরু করি মুহূর্তটাকে আরো মজাদার করার জন্য।


IMG20230902093058-01.jpeg

IMG20230902093948-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

দূর থেকে দেখা যাচ্ছে ঘন জঙ্গল আমরা সেই জঙ্গলের মাঝে প্রবেশ করব। যেতে যেতে একটি স্থানে পানি কম থাকায় নৌকাটি বেঁধে যায়। নৌকা থেকে মাঝি নেমে নৌকাটি ওই স্থান পার করে তারপর আমরা আবার যাত্রা শুরু করি। তারপর যখন রাতারগুল সোয়াম ফরেস্টের মুখে প্রবেশ করি তখন দুই সাইডে গাছ মাঝে সরু যাওয়ার পথ পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল। আজ এই পর্যন্তই পরবর্তী পোস্টে রাতারগুল ফরেস্টের অভ্যন্তরীণ সৌন্দর্য এবং কিছু গানের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব।


standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

মাঝি ছোট হতে পারে তবে তার মধ্যে যথেষ্ট সাহস আর মেধা রয়েছে। নয় চার জন মানুষকে কিভাবে সে ওখানে নিয়ে যাচ্ছে এভাবে। যাইহোক খুবই ভালো লাগলো নতুন একটি স্থান ভ্রমণ করার দৃশ্য দেখতে পেরে, আর অজানা তথ্য জানতে পেরে।

 10 months ago 

জি ভাইয়া মাঝির অনেক সাহস আছে বটে। মাঝিটাও বেশ অভিজ্ঞ ছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

আমার মনে হয় যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছ সেই তুলনায় প্যাকেজের মূল্যটা অনেক কম। ছবিগুলোই বলে দিচ্ছে আসলে সেখানকার সৌন্দর্যটা কতটা মারাত্মক।

Posted using SteemPro Mobile

 10 months ago 

প্রকৃতির হিসাব করলে আসলে টাকা এক মূল্যহীন। প্রকৃতির সৌন্দর্য টাকা দিয়ে পরিমাপ করা যায় না। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 10 months ago 

সাগর যতই উত্তাল হোক মাঝি যদি শক্ত হাতে হাল ধরতে পারে তাহলে কোন বিপদ ঘটবে না।
ছোট হলেও অনেক ভালো মাঝি মনে হচ্ছে।
ফটোগ্রাফি গুলা সত্যিই নজর কাটানো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম সৌন্দর্যগুলো যেন চোখের উপর ভাসছে।

 10 months ago 

মাঝে টি বেশ ভালো ছিল আমাদের অনেক গান শুনিয়েছে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 64063.60
ETH 2742.49
USDT 1.00
SBD 2.67