একটু ঘুরাঘুরি

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • একটু ঘুরাঘুরি
  • ২৯,সেপ্টেম্বর ,২০২৩
  • শুক্রবার

IMG_20230929_230952.jpg

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব শেষ বিকেলে ঘোরাঘুরির মজাদার কিছু কাহিনী। যশোর থেকে চাচাতো ভাই আসছে ঢাকাতে। তাই বিকেলে তাকে কল করে বললাম চলো যাই বাইরে গিয়ে একটু ঘুরে আসি। যেহেতু আশেপাশেই ঘুরবো তাই আমি বাইকটা বের করি নাই। তারপর আমি আর চাচাতো ভাই মিলে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ ঢাকাতে বাসে উঠলে অনেক বেশি সময় নষ্ট হয় যেহেতু আশেপাশে ঘুরবো চিন্তা করেছি তাই দুইজন গল্প করতে করতে হাঁটা শুরু করে দেই।


received_836656594635909.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

হাটতে হাঁটতে হঠাৎ মাথায় আসলো অনেকদিন আগে একটি স্ট্রিট ফুড টেস্ট করেছিলাম যেহেতু ও যশোর থেকে এসেছে তাই ভাবলাম তাকে নিয়ে খাবারটা খাওয়া যাক। আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সেই দোকানে গিয়ে পৌঁছায় এবং কাশ্মীর টেস্টের বাটি চার্ট অর্ডার করি। তারপর দুজন বসে খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত গ্রহণ করি সংসদ ভবনের সামনে যাব। আমরা যে স্থানে ছিলাম ওইখান থেকে সংসদ ভবন প্রায় তিন কিলোমিটার দূরত্ব। যেহেতু দুইজন ছিলাম গল্প করতে করতে হাঁটতে বেশ মজাই লাগে। আমরা হাঁটতে হাঁটতে রাস্তাতে অনেক জ্যাম দেখাতে ভাবলাম নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে যাব। তাই লালমাটিয়ার মধ্য দিয়ে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতে থাকি। আমাদের হাঁটা শুরু করতে সন্ধ্যা হয়ে আসছে বেশ গরম লাগছিল অনেক পথ হেঁটেছি বেশ ক্লান্ত লাগছিল। এই গরমের মধ্যে খুজছিলাম কোথায় ঠান্ডা পাওয়া যায় হঠাৎ সামনে দেখা মেলে আড়ং এর শপিং সেন্টার।


IMG20230927183440.jpg

IMG20230927183428.jpg

IMG20230927183533.jpg

IMG20230927183542.jpg

IMG20230927183815.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

তাই ভাবলাম গরমের মধ্যে শপিং সেন্টার থেকে ঘুরে একটু গা ঠান্ডা করে আসি। আমি এবং আমার ভাই আড়ংয়ের শপিং সেন্টারে প্রবেশ করলাম। আড়ং এর এই শপিং সেন্টার টা পাঁচটা ফ্লোরে বিস্তৃত। আমরা একে একে প্রথম ফ্লোর থেকে দেখতে দেখতে তৃতীয় নাম্বার ফ্লোরে চলে যায় ওইখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু শো-পিস দেখতে পায় যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আরো খুঁজতে থাকি পাঞ্জাবি কোথায় আছে তার উপর ফ্লোরে গিয়ে দেখি পাঞ্জাবি সাদা পাঞ্জাবি গুলো দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু দাম দেখে ভালোলাগাটা আর ভালো লাগায় থাকে নি। আমি এখনো অত বড়লোক হইনি যে এত দামের পাঞ্জাবি কিনে পরিধান করব। তবে আমরা কিনার উদ্দেশ্যে যাইনি জাস্ট একটু গরমের মধ্যে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গিয়েছিলাম।


IMG20230927191139-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তারপর ওখান থেকে নেমে চলে যায় সংসদ ভবনের সামনে। রাতের বেলা সংসদ ভবন যেন নতুনভাবে জমজমাট হয়ে ওঠে। অনেক ধরনের খাবারের দোকান দেখা যায় ওইখানে বসে অনেক সময় বিশ্রাম নেই এবং আশেপাশের ব্যস্ততম মানুষের পথযাত্রা দেখতে থাকি। যেহেতু বেশ গরম লেগেছিল তাই দুজন দুইটা আইসক্রিম কিনে খাই এখানে আইসক্রিমের দাম গায়ের মূল্য থেকে ৫ টাকা বেশি নেয়। আমার নিরিবিলি জায়গা বেশি ভালো লাগে তাই এখানে যেহেতু অতটা নিরিবিলি ছিল না ওখান থেকে বেশি সময় না কাটিয়ে বাসার উদ্দেশ্যে আবার হাঁটতে হাঁটতে চলে আসি। অনেকদিন পর অনেক বেশি হাঁটাহাঁটি করা হলো। হাটাহাটিটা শরীরের পক্ষে বেশ উপকার। রুমে বসে থাকতে থাকতে মাঝেমধ্যে হাটাহাটি করার জন্য বের হতে বেশ ভালোই লাগে। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ভালো লাগলো আপনার আজকের ব্লগ। যেখানেই দারুণ একটা মুহূর্তের বিষয় তুলে ধরেছেন। প্রথমে হালকা খাওয়া-দাওয়া দুইজন মিলে এরপর সংসদ ভবনের দিকে যাওয়া, গা ঠান্ডা করার জন্য শপিং সেন্টার এর মধ্যে প্রবেশ করে সুন্দর সুন্দর পাঞ্জাবি দৃশ্য ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি।

 11 months ago 

সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

গরমের মধ্যে বাইরে গেলে আমিও এই প্রসেস অবলম্বন করি যখনই গরম একটু বেশি লাগে তখন শপিং মলে গিয়ে এসির ঠান্ডা বাতাস খেয়ে আসি হি হি হি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কি আর করব বলেন গরম যে অনেক বেশি ছিল। গা একটু ঠান্ডা করতেই হবে সাথে সুন্দর সুন্দর জিনিসও দেখা হয়ে গেল। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 11 months ago 

এই কথাটা আমার কাছে অসাধারণ লেগেছে আমার কাছে যে গরম লেগেছে সেজন্য একটু শপিং মল ঘুরে আসি হা হা। এটা অনেকেই করে থাকে তবে তীব্র গরমে। কাশ্মীরী বাটি চার্ট টা অসাধারণ লেগেছে আমার কাছে। বেশ লোভনীয় ছিল। এবং রাতে সংসদ ভবনের সামনে টা বেশ চমৎকার লাগে তো। ভাইয়ের সঙ্গে সময় টা বেশ চমৎকার কাটিয়েছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কাশ্মীরি বাটি চাটটা আসলেই অসাধারণ একদিন ঢাকায় আসো একসাথে ঘুরাঘুরি করে খাওয়া হবে। ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45