স্বপ্ন পূরনের উদ্দেশ্য রাজধানীতে পদার্পণ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ --৫ জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ||বৃহস্পতিবার||গ্রীষ্মকাল||


IMG_20220518_211723.jpg


হ্যালো আমার বাংলাব্লগ বাসি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম কিছু কথা নিয়ে আজকের পোষ্টে আমার স্বপ্নপূরণের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব এবং স্বপ্নপূরণের জন্য নিজ এলাকা ছেড়ে রাজধানীর পথে যাওয়ার গল্প শেয়ার করবো ইনশা-আল্লাহ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ২০২১ শে সিভিল টেকনোলজি থেকে ডিপ্লোমা শেষ করেছি শেষ করার কথা ছিল 2020 এই কিন্তু করোনা সিচুয়েশন এর জন্য সার্টিফিকেট হাতে পাইতে পাইতে 2021 সাল হয়ে যায়। ডিপ্লোমা শেষ করার পর তেমন কোন প্ল্যান ছিল না এই প্রায় এক থেকে দেড় বছর এলাকাতে অনেক ঘোরাঘুরি করেছি বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি অনেক সময় কাটিয়েছে তবে এভাবে তো জীবন চলবেনা। তাই জীবনের লক্ষ্য দাঁড় করাতে হবে তাই চিন্তা করলাম ডিপ্লোমা শেষ করে ফেলেছি এখন বিএসসি করতে হবে। বিএসসি করতে হলে ঢাকায় আসতে হবে আর ঢাকাতে তো প্রচুর খরচ হয় তাই বিএসসি পাশাপাশি একটা জব খুজতে হবে। সেজন্য সিদ্ধান্ত গ্রহন করলাম ঢাকাতে প্রবেশ করব আর এক বড় ভাই আছে সে বিএসসি তে ভর্তি হয়েছে তার সাথেই ঢাকাতে আসার পরিকল্পনা। আমরা গত 16 তারিখে আমাদের উপজেলা বাস স্ট্যান্ড থেকে রাবেয়া ব্স কাউন্টার হতে এসি বাসে দুইটা টিকিট ক্রয় করি আমাদের বাসটি ছিল সকাল 9 টায়। তাই আমরা সকাল আটটার মধ্যে বাসা থেকে বের হয়ে বাস কাউন্টার চলে আসি। তারপর ঠিক নয় টার সময় বাস এসে পৌঁছায় এবং আমরা বাসে উঠি। ঢাকাতে আসতে হলে দুটি অপশন থাকে আমাদের একটি হল যমুনা সেতু পার হয়ে আরেকটি হলো দৌলোদিয়া টু পাটুরিয়া ফেরি ঘাট পার হয়ে। আমরা দৌলোদিয়া পাটুরিয়া ঘাট পার হয়ে আসবো এদিক দিয়ে অনেক কাছে হয়।


IMG20220516121449_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

আমাদের এলাকা থেকে ঘাটে আসতে ঘন্টা সময় লাগে কিন্তু জ্যামের কারণে আমাদের ফেরিতে উঠতে আরো একঘন্টা সময় বেশি লাগে। অনেক জ্যাম কাটানোর পর আমরা ফেরিতে উঠতে সক্ষম হয় ফেরিতে উঠে নদীর সৌন্দর্য দেখার মতো।


IMG20220516122509_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

কারণ এই নদীতে দুটি নদী এসে মিশে গেছে নদীর পানির কালার কিছুদূর তাকালে দেখা যায় দু'রকম একটি স্থানে ঘোলাটে আরেকটি স্থানে নীল বর্ণের মনমুগ্ধকর ছিল। শুধু এই সময়টাতে এরকম পানির কালার দেখা যায় এবং বর্ষা মৌসুম হলে পুরা পানি ঘোলাটে হয়ে যায়।


IMG20220516124933_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তারপর আমরা ফেরি পার হয়ে এসে গাবতলী পর্যন্ত আসতে আসতে দুপুর তিনটা বেজে যায় আমরা অনেক ক্লান্ত ছিলাম তারপর আমরা এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমাদের বাসা পর্যন্ত চলে আসি।


IMG20220517174359_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

বাসায় এসে গোসল করে খাবার উদ্দেশ্যে বাইরে বের হয় এবং কিছু সময় হাটাহাটি করি। তারপর আমরা রুমে এসে কিছু সময় রেস্ট করে বিকেলে বের হই রুমের কিছু জিনিসপত্র কেনার জন্য।

আজকে গল্পটাই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পোস্টে অন্য গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আপনার স্বপ্ন গুলো আল্লাহ পূরন করুক।আশা করি খুব শীঘ্রই আপনি ভালো একটা জব পেয়ে যাবেন।ইনশাআল্লাহ। ধন্যবাদ

 2 years ago 

দোয়া করবেন আপু যেন এমনটাই হয়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

জীবন ও জীবিকার তাগিদে মানুষকে কখনো কখনো অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় । ঢাকায় আপনার জন্য হয়তো তেমন সময় অপেক্ষা করছে । তবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন । কারণ ঢাকা শহরের জনসংখ্যা অনেক হলেও এই শহরে সুযোগ আছে পর্যাপ্ত । যেটা আপনি অন্য কোথাও পাবেন না । ঢাকা শহরে যেমন আপনি একটি চাকরি খুঁজে নিতে পারবেন তেমনি ভালো মানের শিক্ষা ও পাবেন । আপনার জন্য শুভকামনা রইল । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া আমি যেন আমার লক্ষ্য পৌঁছাতে পারে মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

মানুষ তার বয়সের সাথে কর্মস্থলের খোঁজে বের হয় ।আর আপনি লেখাপড়ার পাশাপাশি একটা জব করতে ইচ্ছুক যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যে উদ্দেশ্য নিয়ে ঢাকায় গিয়েছেন দোয়া করি আপনার সেই উদ্দেশ্য সফল হোক। আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক আশা গুলো পূরণ করুক।

 2 years ago 

আর আপনি লেখাপড়ার পাশাপাশি একটা জব করতে ইচ্ছুক যেটা আমার কাছে খুব ভালো লেগেছে।

ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য

 2 years ago 

আমাদের প্রায় সবার জীবিকার তাগিতে ঢাকায় আসতে হয়।একদিকে ঢাকা যেমন যাদুর শহর,স্বপ্নের শহর অন্যদিকে ঢাকা একটি স্বপ্ন ভঙ্গের শহর।তবে আশা করছি আপনি ঢাকায় আপনার স্বপ্ন পূরন করতে পারবেন, যদি লেগে থাকেন।করোনাকালীন আমাদের সবার খারাপ সময় গেছে অনেক কিছু হারিয়েছি আমরা। যাইহোক আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন আপু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি মত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

জীবন এবং জীবিকার তাগিদে মানুষকে এক শহর থেকে আরেক শহরে পাড়ি দিতে হয়। এলাকার মায়া মমতা বাবা-মাকে ছেড়ে অনেক দূরে গিয়ে আমাদের কর্ম খুঁজে নিতে হয়। আপনি যে ডিপার্টমেন্ট এ পড়াশোনা করেছেন আমার মনে হয় আপনি অনেক ভালো একটা জব পেয়ে যাবেন আশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো কিছু করেন এই কামনা করি।

 2 years ago 

আপনি যে ডিপার্টমেন্ট এ পড়াশোনা করেছেন আমার মনে হয় আপনি অনেক ভালো একটা জব পেয়ে যাবেন আশা করি।

দোয়া করবেন ভাইয়া

 2 years ago 

নিজ এলাকায় থাকলে হয়তো আপনার জীবনটা ভালই কেটে যেত কিন্তু জীবিকার জন্য আপনাকে বেশ লড়াই করতে হতো। আমার মনে হয় আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকায় আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পাশাপাশি কর্মসংস্থানের ভালো সুযোগ সৃষ্টি হবে। স্বপ্নপূরণের উদ্দেশ্যে রাজধানীতে যাওয়ার সময় আপনি বেশি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালই লাগলো।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি যে লাগায় থাকলে হয়তো সময়টা ভালো ভাবে কেটে যেত কিন্তু ভবিষ্যতে তো একটা আছে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আমরা সাধারণত দৌলতদিয়া পাটুরিয়া হয়েই ঢাকা যায় যমুনা সেতুর রাস্তা আমাদের জন্য দীর্ঘ। যাইহোক আপনার জন্য শুভকামনা। আশাকরি জীবনের যে লক্ষ্য নিয়ে ঢাকা গিয়েছেন সেটা অবশ্যই পূরণ হবে। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

 2 years ago 

আমরা সাধারণত দৌলতদিয়া পাটুরিয়া হয়েই ঢাকা যায় যমুনা সেতুর রাস্তা আমাদের জন্য দীর্ঘ

ঠিক বলেছ তুমি। ধন্যবাদ মতামতের জন্য

 2 years ago 

বুঝলাম দুই বন্ধু একসঙ্গেই তাহলে উঠেছেন। যাইহোক এখন মনোযোগ সহকারে পড়াশোনা করুন। লক্ষ্যে পৌঁছান এই কামনাই করি । ভালোবাসা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

ঢাকাতে বি এস সি করার জন্য এসেছেন। দোয়া করি আপনি বি এস সি কমপ্লিট করে নিজের লক্ষ্য পুরন করুন। ঢাকাতে আসার পুরো গল্পটি পড়লাম আপনার। ভাল ছিল আপনার উপস্থাপনা। ভালবাসা রইল

 2 years ago 

ঢাকাতে বি এস সি করার জন্য এসেছেন। দোয়া করি আপনি বি এস সি কমপ্লিট করে নিজের লক্ষ্য পুরন করুন।

মূল্যবান মতামত প্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63950.69
ETH 3311.68
USDT 1.00
SBD 3.92