প্রতিযোগিতা-১৫ - আমার অংশগ্রহণ !!পুদিনা পাতা ও বিটলবন দিয়ে আনারসের জুস !!

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২৮ শে চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ |সোমবার| বসন্তকাল|


IMG_20220411_213015.jpg



আনারসের জুস
Device:Realme 7


প্রয়োজনীয় উপকরণসমূহ


  • আনারস
  • পুদিনা পাতা
  • বিট লবন
  • চিনি

আনারসের জুস তৈরির ধাপ


IMG-20220411-WA0000-01.jpeg

  • ধাপ-০১ঃ প্রথমে বাজার থেকে একটি আনারস ক্রয় করে আনবো।

IMG-20220411-WA0008-01.jpeg

  • ধাপ-০২ঃ আনারস গুলোকে ছোট ছোট করে কেটে নিবো।

IMG-20220411-WA0007-01.jpeg

  • ধাপ-০৩ঃ এখন আনারস গুলোকে ব্লেন্ডারের ভিতর দিবো এবং পুদিনা পাতা,বিট লবন ও পরিমান মত চিনি দিবো।

IMG-20220411-WA0005-01.jpeg


IMG-20220411-WA0004-01.jpeg

  • ধাপ-০৪ঃ তারপর এগুলোকে কিছু সময় ব্লেন্ডার করতে হবে তাহলে জুস তৈরি হয়ে যাবে।

IMG-20220411-WA0003-01.jpeg

  • ধাপ-০৫ঃ এখন তৈরিকৃত জুসকে গ্লাসে ঢেলে নিবো।

IMG-20220411-WA0002-01.jpeg


  • ধাপ-০৬ঃ এখন পরিবেশনের পালা।

গরমের ভিতর প্রিয় মানুষকে এভাবে আনারসের জুস বানিয়ে খাওয়াইলে অনেক তৃপ্তি পাবে এবং অনেক প্রশংসা করবে। আসলেই আনারসের জুস খেতে বেশ দারুন লাগে গরমের মৌসুমে।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রথমে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই জুস রেসিপি টা আমার কাছে সম্পূর্ণ ইউনিক লেগেছে ভাই। পুদিনা পাতা এবং বিট লবণ দিয়ে আনারসের জুস কখন খাওয়া হয়নি। জুস তৈরির প্রক্রিয়া সুন্দরভাবে ধাপ আকারে তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আমার অসহ্য সুন্দর ভাবে আপনাদের মাঝে তুলে ধরার আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভাল লাগলো ধন্যবাদ।

 2 years ago 

আনারস এমনিতেই রসে ভরপুর ।আর এর শরবত তো অনেক বেশি মজাদার হয় ।কারণ আনারসের যে ফ্লেভার থাকে এর কারণে অনেক বেশি ভালো লাগে ।আপনার এই আনারসের জুস রেসিপি জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া।একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।

 2 years ago 

হ্যাঁ আনারস ফল রসে ভরপুর থাকে যেটা শরবত হিসেবে খেতে খুবই মজাদার হয় আপনার সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ কয়েকজনকে দেখলাম জুস তৈরিতে পুদিনা পাতা ব‍্যবহার করেছে। পুদিনা পাতা বিটলবন দিয়ে আনারসের জুসটা খুব সুন্দর তৈরি করেছেন ভাই। কালার টা অস্থির লাগছে। ইচ্ছা করছে টেস্ট করে দেখি হা হা। ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

একসময় এভাবে শরবত তৈরি করে টেস্ট করার চেষ্টা করবেন অনেক ভালো লাগবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই আনারস এর জুস আমার খুব প্রিয়। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে। পুদিনা পাতা ও বিটলবন দিয়ে তৈরি আনারস এর জুস খেতে খুবই সুস্বাদু হয়েছে মনে হয়। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকুন।

 2 years ago 

আপনার আনারসের জুস খুবই প্রিয় জেনে ভালো লাগলো একসময় ট্রাই করবেন অনেক ভালো লাগবে।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে পুদিনা পাতা ও বিটলবন দিয়ে আনারসের জুস তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

তাই নাকি পুদিনা পাতা ও আনারসের জুস অসাধারণ হয়েছে জেনে আমারও ভালো লাগলো চেষ্টা করেছি সুন্দর একটি শরবত তৈরি করা।

 2 years ago 

ওয়াও পুদিনা পাতা ও বিট লবণ দিয়ে আনারসের জুস রেসিপি তৈরি করেছেন। যেটা আগে কখনও খাওয়া হয়নি ‌আমার কাছে এটা প্রথম দেখা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

তাই নাকি মামা একসময় এভাবে তৈরী করে খাওয়ার চেষ্টা করবেন অনেক ভালো লাগবে আপনাকে এক সময় দাওয়াত দিয়ে খাওয়াবো।

 2 years ago 

খুবই ভালো একটি শরবত নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। দেখা যাক ফলাফল কি হয়। প্রতিটা ধাপ খুবিই সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

হ্যাঁ চেষ্টা করেছি ইউনিক কিছু তুলে ধরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক বড় পাওয়া ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আনারসের জুস অনেক খেয়েছি, তবে সাথে পুদিনা পাতা বা বিট লবণ দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনার ধাপ গুলো দেখে বাসায় একদিন তৈরি করে দেখবো খেতে কেমন লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একসময় বিট লবণ ও পুদিনাপাতা দিয়ে আনারসের জুস তৈরি করে খাবেন অনেক ভালো লাগবে শুধু মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি আনারসের জুস এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। বিট লবণ ও আনারস দিয়ে সুন্দর একটি জুস তৈরি করেছেন। যা দেখে বোঝাই যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। এছাড়া আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ জুস খেতে অনেক সুস্বাদু হয়েছিল এভাবে আপনিও ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে।

 2 years ago 

আনারসের জুস এ বিট লবণ আর চিনি দেওয়াতে অনেক মজা লাগে তবে পুদিনা পাতা দিলে কেমন হয় সেটা জানা নেই। দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে আর এই লোভনীয় ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অবশ্যই আনারসের জুস বিট লবণ আর চিনির দেখতে অনেক মজা লাগে পুদিনা পাতা দিলে অনেক ভাল হয় একসময় এভাবে তৈরী করে খাবেন।

 2 years ago 

চেষ্টা করে দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57558.50
ETH 2437.62
USDT 1.00
SBD 2.35