সকালের সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে বাড়ির পথে রওনা ||১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২৩ আষাঢ়,|১৪২৯ বঙ্গাব্দ||বৃহস্পতিবার||বর্ষাকাল||


GridArt_20220707_143514386.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে ঈদের আগে ঈদের ছুটিতে বাড়ি আসার মজাটাই আলাদা। সবার সাথে ঈদ করা এবং বাড়িতে এসে বন্ধুদের সাথে ঘোরাফেরা এ যেন অনেক সুখের একটি বিষয়। যেহেতু ঈদ চলে এসেছে তাইতো আর রাজধানীতে বসে থাকলে হবে না বাড়িতে আসতেই হবে তাই আমরা ঠিক করেছিলাম খুব ভোরে ঢাকা থেকে বের হবো যাতে কোন ধরনের জ্যাম এর ঝামেলায় পরতে না হয়।


IMG20220705051919_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

যেহেতু আমরা বাইক নিয়ে আসবো তাই কোন গাড়ির অপেক্ষায় থাকতে হবে না। আমরা সকাল পাঁচটার সময় রুম থেকে বের হই। তারপর গ্যারেজ থেকে বাইক টা বের করে বাইক স্টার্ট দিয়ে যাত্রা শুরু করি। বাড়িতে আসবো তাই এই এক্সাইটমেন্টের জন্য রাতে আমাদের ঘুম হয়নি। তাই ভাবলাম যাত্রা শুরুর আগে চা পান করা যাক যাতে ক্লান্তিটা দূর হয়ে যায়।


IMG20220705052711_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

তাই আমরা রাস্তার পাশে ফুটপাতে একটি চায়ের দোকান থেকে চা পান করি। যখন ৫ টা বেজে ৩৪ মিনিট তখন আমরা যাত্রা শুরু করি। এত সকালে ঢাকা যেন জনমানব শূন্য একটি শহর মনে হচ্ছিল। মনে হচ্ছিল ঢাকা শহরের লোক বসবাস করে না। কিন্তু যখন বেলা বাড়তে থাকে তখন ঢাকা শহর পরিপূর্ণ হয়ে যায় ব্যস্ততম মানুষের দ্বারা। এই ফাঁকা শহরটাকে অনেক ভালো লেগেছিল। আমরা যখন হাইওয়েতে এসে পৌঁছায় তখন সূর্য এখনো ওঠেনি দূরে দেখা যাচ্ছে কুয়াশা আর মাঝেমধ্যে শীত লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি শীতের ছোঁয়া পেয়ে গেলাম এই সময়কার আবহাওয়াটা অসাধারণ ছিল।


IMG20220705072719_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

আমরা দীর্ঘ দেড় ঘন্টা বাইক রাইড করার পর ফেরিঘাটে এসে পৌঁছায়। ফেরিঘাটে এসেই গাড়ির লম্বা লাইন নেই আমরা ফেরি ঘাটে এসে ফেরি সামনে অপেক্ষা করি ফেরি থেকে গাড়িগুলো নামার জন্য। তখন সূর্য মোটামুটি উঠে গিয়েছে তাপ দিতে শুরু করেছে আর আকাশের পরিবেশটা অসাধারণ লাগছিল। ফেরিতে ওঠার পর যখন আমরা ফেরিঘাট ত্যাগ করি তখন আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল।


IMG20220705074301_00-01.jpeg

IMG20220705074255_00-01.jpeg

IMG20220705074257_00-01.jpeg

IMG20220705074840_00-01.jpeg

IMG20220705081545_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

এখন যেহেতু বর্ষা মৌসুম নদীতে প্রচুর পানি এবং আর আকাশের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পার হতে আমাদের ৪৫ মিনিট সময় লেগে যায় প্রচুর স্রোতের কারণে সময়টা বেশি লাগে এখন। তারপর ফেরি থেকে নেমে আমাদের বাসায় আসতে আরো দুই ঘন্টা বাইক রাইড করতে হয় এ সাইটের রাস্তাটাও বেশ ভালো। কোন ভাঙা নেই তবে কিছু পথ গাড়ির খুব চাপ থাকে সে সময় সাবধানে বাইক রাইড করলে কোন ঝামেলা হয় না। ঈদের আগে বাড়িতে আসার মজা অন্যরকম যা সকালে আবহাওয়া ভোগ করতে করতে এসে অনেক ভালো লাগছিল কারণ পরিবেশটা মনমুগ্ধকর ছিল। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নেই ধন্যবাদ।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ঈদে বাড়ি না আসলে সত্যি একেবারে কেমন জানি লাগে। সকালের ঢাকা শহর আমি কয়েকবার দেখেছি। সত্যি একেবারে শান্ত থাকে দেখে মনে হয় জনমানবশূণ‍্য কোনো শহর। বাইক নিয়ে ঢাকা থেকে বাড়ি যাইহোক সুস্থ‍্যভাবে যে এসেছেন এটা জেনে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ঈদে বাড়ি না আসলে সত্যি একেবারে কেমন জানি লাগে। সকালের ঢাকা শহর আমি কয়েকবার দেখেছি। সত্যি একেবারে শান্ত থাকে

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

সকালে সুন্দর আবহাওয়া অনুভব করতে করতে আপনি রান্না করেছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলেন। চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বোঝা যাচ্ছে খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলেন। চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনার বাড়ি ফেরার এই অনুভূতিমূলক পোস্ট আমাকে মুগ্ধ করেছে খুবই ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে বর্ণনা সহকারে আপনি তুলে ধরেছেন কথাগুলো। আসলে নাড়ির টানে সকলেই ঈদের সময় অনেক কষ্ট করে হলেও বাড়িতে ফিরে আসার চেষ্টা করে। ঠিক তাই করেছেন আপনি।

 2 years ago 

আপনার বাড়ি ফেরার এই অনুভূতিমূলক পোস্ট আমাকে মুগ্ধ করেছে খুবই ভালো লেগেছে এত সুন্দর ফটোগ্রাফির মধ্য দিয়ে বর্ণনা সহকারে আপনি তুলে ধরেছেন

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61129.70
ETH 2660.38
USDT 1.00
SBD 2.55