🌼শখের ফটোগ্রাফি পর্ব- ১০|| ব্যস্ততম মানুষের ফটোগ্রাফি ||১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ @mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমার শখের ফটোগ্রাফি পর্ব 10। আজকের পর্বতে আমি বিভিন্ন মানুষের কর্মব্যস্ত জীবন এবং মানুষের আনন্দময় মুহূর্ত গুলো ফুটিয়ে তুলবো। আমি ঢাকাতে ঘুরতে গিয়েছিলাম তখন অনেক মানুষের অনেক ধরনের জীবনযাত্রা দেখেছি ।আর কিছু কিছু মানুষের জীবনযাত্রা দেখে অনেক কষ্ট লেগেছে । আজকে ফটোগ্রাফির মাধ্যমে কিছু মানুষের জীবনযাত্রা তুলে ধরবো।


ফটোগ্রাফি-০১


IMG20211119151032_00-01.jpeg


তাদেরও বিশ্রাম প্রয়োজন।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual


  • সবার শরীরে ক্লান্তি ভাব আসে কেউ বা রাতে ঘুমায় আবার কেউবা দিনে ঘুমায় আবার কেউবা কাজের ফাঁকে কিছু সময় বিশ্রাম গ্রহণ করে ।ছবিতে যে রিকশা চালককে দেখছেন তার শরীরের ক্লান্তি আছে ক্লান্তি দূর করার জন্য পর্যাপ্ত সময় অথবা জায়গা না পেয়ে রিক্সাটা রাস্তার ধারে ফুটপাতেই বিছানা করে ঘুমিয়ে পড়েছে ক্লান্তি দূর করার জন্য। আসলেই জীবনটা বৈচিত্র্যময় কখন কার কিভাবে সময় পার হবে সে নিজেও জানে না।

ফটোগ্রাফি-০২


IMG_0397-01.jpeg


ক্রেতার অভাবে বসে আছে নিরিবিলি।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual


  • শীতের দিনে আইসক্রিমটা তেমন জনপ্রিয় না। রাস্তার ধারে আইসক্রিমের গাড়ি নিয়ে বিক্রেতা বসে আছে ক্রেতা না থাকার কারণে তিনি নিরিবিলি মুখে হাত দিয়ে বসে বসে ভাবছে আজকে কি তার বিক্রি হবে না আজকে কি তার সংসারের খরচ টা জুটবে না। তার মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে তার উপর সংসারের ভার এবং এই আইসক্রিম বিক্রি করে তার সংসার খরচ বহন করতে হয়। আইসক্রিম বিক্রেতা অপেক্ষা করছে কখন একটি ক্রেতা আসবে এবং তার কাছে সে আইসক্রিম বিক্রি করে কিছু টাকা উপার্জন করুন এবং সেই টাকা দিয়ে বাসার জন্য কিছু কিনে নিয়ে যাবে ‌।

ফটোগ্রাফি-০৩


IMG_0402-02.jpeg


ফুচকা বিক্রেতা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual

  • ফুচকা আওয়ালা যিনি এভাবেই পথের ধারে ফুচকা বিক্রি করে থাকে। এটাও বাস্তব জীবনের এক বড় উদাহরণ। করোনা ভাইরাস মহামারির মধ্যে অনেক কষ্ট জীবন যাপন করেছে।এভাবে পথের ধারে বসে ফুচকা বিক্রির সুযোগ ছিলনা। অনেক দিন না খেয়ে কাটাতে হয়েছে। এভাবেই তাদের জীবন যাপন করতে হয়।জীবনের প্রকৃত মানে এদের দ্বারা বুঝা যায়।

ফটোগ্রাফি-০৪


IMG_0415-01.jpeg


ছোটদের ভালোবাসা বিক্রেতা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual


  • দিনমজুর মানুষের জীবন যাত্রার মান খুবই কঠিন। ফেরিওয়ালা যিনি পথে পথে দুই টাকা থেকে দশ টাকার মালামাল বিক্রি করে থাকে।বিভিন্ন ধরনের খেলনা জিনিস পত্র বিক্রি তারা জীবন জীবিকা নির্বাহ করে থাকে।এটা তাদের নিত্য দিনের উপার্জন এর উৎস। ফেরিওয়ালার পরিবারের সকল সদস্য তার দিকে চেয়ে থাকে। হয়তো বা কোনদিন না খেয়েও থাকতে হয় পরিবারের সকলকে।এদের জীবনের গল্প নিয়ে প্রত্যকে চিন্তা ভাবনা করলে জীবনটার প্রকৃত অর্থ বুঝা যায়।

ফটোগ্রাফি-০৫


IMG_0418-01.jpeg


পথ শিশুর খেলা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual


  • পথশিশুদের জীবনের গল্প সত্যিই আমাকে ভাবায়। তাদের দেখলে আমি জীবনের মানে নিয়ে কিছুটা ভাবি।পথের ধারে ধারে ঘুরে বেড়ায় একমুঠো খাবারের আশায়। হয়তো বা কেউ দেয় আর বেশির ভাগ লোক দূরে সরিয়ে দেয়। এটা আমার কাছে খুবই দুঃখজনক লাগে।তারা পথে পথে ঘুরতে ঘুরতে যেখানে সুযোগ পায় সেখানেই ঘুমায়।এভাবেই তাদের প্রতিটা দিন কষ্টের মাধ্যমে পার করতে হয়।তাদের নিয়ে ভাবলে পৃথিবীর স্বার্থের উপজেলা লোভ থাকে না।
    ফটোগ্রাফি-০৬

IMG_0412-01.jpeg


হ্যাপিনেস।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual


  • হ্যাপিনেস কাকে বলে সেটা ছোট্ট বাচ্চাদের দেখলেই বোঝা যায়। তারা সব সময় হাসি খুশি এবং খেলাধুলার মধ্যে দিয়ে দিন পার করে। তাদের নাই কোন চিন্তা নাই কোনো ভাবনা শুধু একটাই চিন্তা সে শুধু সব সময় খেলাধুলায় করবে। ছবিতে একটি বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছেন সে হাতে একটি গাড়ি নিয়ে খেলাধুলা করার জন্য ছুটে চলছে ফাকা জায়গাতে।তার এই আনন্দ দেখে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। মনে পড়ে গেলো ছোট বেলার স্মৃতি।

ফটোগ্রাফি-০৭


IMG_20211128_140159.jpg


মেয়ে বাবার খুনসুটি।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/discussed.unlimited.ritual


  • ছোট্ট বাচ্চা বাবার সাথে ফাঁকা রাস্তাটা খেলাধুলা করছে। ফাকা রাস্তায় এভাবে হয়তো বাবা-র হাত এভাবে কখনো খেলা হয়নি।তবুও ছোট বেলায় খেলাধুলা করার স্মৃতি মনে পড়ে যায়। যেটাকে বলে মুক্ত স্বাধীন জীবন কোন চিন্তা চেতনা থাকে। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো শিশুকাল।আমার কাছে বিষয়টি ভালো লেগেছে।

Sort:  
 3 years ago 

আপনি ফটোগ্রাফির মাধ্যমে কিছু নিম্ন বৃত্তের মানুষ এর জীবনমাম তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে চিন্তা ভাবনার অনেক বিষয় পরিলক্ষিত। ভালো লাগলো আপনার করা ফটোগ্রাফি। 😍😍

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ।

সুন্দর সময়ের সুন্দর ছবি এনে, সুন্দর উপস্থাপন করলেন।সবটাই অনেক ভসল মনে হল। ছালাম জানাই কর্ম ব্যস্ত মানুষ গুলোকে।

 3 years ago 

অসাধারণ, আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে বরাবরই উপস্থাপন করে থাকেন। তবে এবারকার ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে, আপনি আসলে ঠিকই বলেছেন শহরের মানুষের জীবন যাপন মাঝে মাঝে খুবই কষ্টকর হয়ে ওঠে। যেটা আপনার পোষ্টের মাধ্যমে পরিলক্ষিত করা যাচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে ফটোগুলো ক্যাপচার করেছেন দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা ফটোর নীচে অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যার মাধ্যমে আমরা আপনার ফটো সম্পর্কে খুব অল্প সময়ে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছি। এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য🎊🎊🎊

 3 years ago 

আপনার মূল্যবান সময় দিয়ে পোস্ট পড়া এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38