পেন্সিলে আঁকা গ্রামের দৃশ্য ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি পেন্সিলে আঁকা একটি গ্রামের দৃশ্য। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।


IMG20220411112808_00-01.jpeg



প্রয়জনীয় উপকরন


  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।

কাজের ধারা


IMG20220221214613_00-01.jpeg

  • ধাপ-০১ঃ প্রথমে একটি সাদা কাগজ নিব এবং চার সাইডে পেন্সিল দিয়ে পাউন্ডাল দিয়ে দিব।

IMG20220411103330_00-01.jpeg


  • ধাপ-০২ঃ তারপর মাঝ বরাবর দিয়ে একটি আকাঁ বাকাঁ নদীর চিত্র অংকন করবো।

IMG20220411105548_00-01.jpeg

  • ধাপ-০৩ঃ এখন একটি গাছ অংকন করবো।

IMG20220411110012_00-01.jpeg

  • ধাপ-০৪ঃ তারপর ওই গাছের পাশেই আর একটি গাছ অংকন করবো।

IMG20220411110321_00-01.jpeg

  • ধাপ-০৫ঃ এখন একটা পাহাড় অংকন করে নিব।

IMG20220411110549_00-01.jpeg

  • ধাপ-০৬ঃ এখন নদীর ওপর পাশে পাহাড়ের দিকে বাড়ি অংকন করবো।

IMG20220411110846_00-01.jpeg

  • ধাপ-০৭ঃ বাড়ির পিছনে একটি গাছ অংকন করবো।

IMG20220411111056_00-01.jpeg

  • ধাপ-০৮ঃ এখন বাড়ির সামনে পাথর এবং ঘাস অংকন করবো।

IMG20220411112808_00-01.jpeg

  • ধাপ-০৯ঃ এখন আমার সিগনেচার সহ একটি ছবি তুলে নেই।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অঙ্কন দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আসলে পেন্সিল দিয়ে যে এত সুন্দর দৃশ্য অংকন করা যায়। তা আপনার অংকন দেখে কিন্তু বোঝা যায়। এক কথায় অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তাই নাকি আমার চিত্র অঙ্কন দেখে আপনি মুগ্ধ হয়েছেন যিনি ভালো লাগলো চেষ্টা করি ভাল কিছু অঙ্কন করার ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাই আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটা চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব ভালো লাগছে দেখে। নদীটির অংকন সবচেয়ে বেশি সুন্দর ছিল। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি দৃশ্য অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে আমার অঙ্কিত চিত্র বিশেষ করে নদীর দৃশ্য পটভূমি বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি তো পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটা গ্রামের দৃশ্য অংকন করেছেন। পেন্সিল দিয়ে আঁকা চিত্রাংকন আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক দক্ষতার সাথে এবং নিখুঁত ভাবে এই গ্রামের দৃশ্য চিত্র অঙ্কন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে আমি খুবই পছন্দ করি আপু আপনাদের অনুপ্রেরণায় এই অংকন ধন্যবাদ।

 2 years ago 

বাহ মামা আপনার যা দক্ষতা চিত্র অঙ্কনের মুগ্ধ হওয়াটাই স্বাভাবিক ।আজকে গ্রাম্য দৃশ্যের চিত্র অঙ্কন করে ফেলেছেন দেখছি। এরকম চিত্র অঙ্কন করতে থাকলে দিন দিন অনেক দক্ষতা বেড়ে যাবে ।এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

তাই নাকি মামা হ্যাঁ চেষ্টা করি আপনার মত পেন্সিল দিয়ে চিত্র অংকন করার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ মামা।

 2 years ago 

পেন্সিল দিয়ে গ্রামের অপরূপ সৌন্দর্য যেন এই অংকন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে গ্রামের রাস্তা আর গাছ গুলো অসাধারণ সুন্দর লেগেছে আমার কাছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাইজান।

 2 years ago 

হ্যাঁ গ্রাম্য পরিবেশের দৃশ্য পটভূমি অংকন এর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে গ্রামের অসাধারণ চিত্র অংকন করলেন সত্যিই অসাধারণ। গ্রামের সৌন্দর্যময় পরিবেশে এই চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ গ্রামের সৌন্দর্য চিত্র অংকন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের কাছে ভাল লাগে এই কাম্য ছিল ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল স্কেচ এর মাধ্যমে অসাধারনভাবে গ্রামের দৃশ্য প্রস্তুত করেছেন সত্যিই আপনার অঙ্কনের তারিফ করতে হয় ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

পেন্সিল স্কেচ এর মাধ্যমে চেষ্টা করেছি গ্রাম্য পরিবেশের সৌন্দর্য ফুটিয়ে তোলার আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার দক্ষতা আছে আঁকিবুকি তে নিঃসন্দেহে সে কথা বলাই যায়। তবে এই ধরনের গ্রামীণ আর্ট গুলো রং করলে বেশি সুন্দর লাগে। যাই হোক এ ধরনের ব্যতিক্রম আর্ট গুলোও মন্দ লাগে না। অনেক সুন্দর ছিল আপনার প্রস্তাবনাটি শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এই গ্রাম্য পরিবেশের দৃশ্য পটভূমি কালার করলে আরো সৌন্দর্য বৃদ্ধি পায় পরবর্তী সময় চেষ্টা করব ধন্যবাদ।

 2 years ago 

আপনার পেন্সিলে আঁকা গ্রামের দৃশ্য আর্ট দেখে আমি খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে নিখুঁতভাবে এই আট সম্পন্ন করেছেন। আপনার চিত্রাংকন খুব অসাধারণ হয়েছে। এত সুন্দর আট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ কাজটি খুব দক্ষতার সাথে সম্পন্ন করেছি পেন্সিল দিয়ে ধরে চিত্র অঙ্কন করতে পছন্দ করি পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

চেষ্টা করেছি গ্রাম্য দৃশ্য সুন্দর ভাবে ফুটিয়ে তোলার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57558.50
ETH 2437.62
USDT 1.00
SBD 2.35