পলওয়েল পার্ক এবং রিসোর্ট দ্বিতীয় পর্ব||রাঙ্গামাটি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -২৯ই, আশ্বিন ,|১৪২৯ বঙ্গাব্দ||শুক্রবার||শরৎকাল||


PhotoEditor_20221014224117857.jpg

গত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম পলওয়েল পার্কের কিছু এরিয়া আজকে এই পর্বে বাকি এরিয়া ঘুরে দেখাবো। গত পর্বে বলেছিলাম এই দিন হালকা বৃষ্টি হচ্ছিল আবহাওয়া বেশ ভালোই ছিল মাঝেমধ্যেই বৃষ্টি বৃষ্টির কারণে হালকা ভিজে গিয়েছিলাম।


IMG20220922163434_00-01.jpeg

IMG20220922163435_00-01.jpeg

IMG20220922163454_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

তারপর সামনে এগোতেই একটি স্থানে যায় বৃষ্টির জন্য আশ্রয় নিতে। ওইখানে যেতে দেখা মেলে একটি ঈগল পাখি তৈরি করে রেখে দিয়েছে যা পিছন দিক থেকে তাকাইলে দেখা যায় লেকের দিকে তাকিয়ে আছে। পাখিটি দেখতে বেশ চমৎকার লাগছে আমরা তার পাশে কিছু সময় বসে বিশ্রাম গ্রহণ করি। কারণ হালকা বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘুরে বেড়ানো ভালো লাগে না যদি ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে যায় তাহলে বাকি দিনগুলো ঠিকঠাক মত ঘুরতে পারবো না। তাই আমরা বৃষ্টি কমে যাওয়ার জন্য বসে বসে অপেক্ষা করি। তবে বসে বসে বৃষ্টি দেখতে বেশ ভালই লাগছিল একটু রোদ ছিল আর লেকের মাঝে বৃষ্টি পড়ছিল যা অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আবহাওয়াটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল।


IMG20220922165243_00-01.jpeg

IMG20220922165638_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

যখন বৃষ্টি কমে যায় তখন সামনের দিকে এগোতে থাকি ওইখানে একটি পয়েন্ট আছে পয়েন্টের নাম লাভ পয়েন্ট। এখানে বিশাল আকৃতির একটি লাভ তৈরি করে রেখেছে এবং অনেকে একটি তালা কিনে নিয়ে সেখানে তাদের নাম লিখে লাভ পয়েন্টে মেরে রেখেছে যা সত্যিই অবাক করার মত। এখানে দেখতে পেলাম প্রচুর তালা লাগিয়ে রেখেছে তারা এখানে তাদের প্রেমের স্মৃতি রেখে দিয়েছে। আজ প্রেম নাই বলে স্মৃতি রেখে যেতে পারলাম না।


IMG20220922164407_00-01.jpeg

IMG20220922164734_00-01.jpeg

IMG20220922164457_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এই জায়গাটিতে মানুষের বেশ ভিড় ছিল আমরা ফাঁকা পাচ্ছিলাম না ছবি ওঠার জন্য। অনেক সময় অপেক্ষা করার পর একটু ফাঁকা হল তারপর আমরা গিয়ে নিজেদের ছবি উঠাই। আজ হয়তো প্রেম থাকলে এখানে আমিও প্রেমের স্মৃতি রেখে যেতাম তালাবদ্ধ করে। তারপর এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আরেকটি ভিউ পয়েন্টে যায়।


IMG20220922171309_00-01.jpeg

IMG20220922171744_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

সেখান থেকে এই পার্কের যে রিসোর্ট গুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছিল এটি একদম লেকের সাথে অবস্থিত তাই এখানে যদি একটি রাত কাটানো যায় লেকের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যাবে। লেকে ঘোরাঘুরির জন্য তাদের নিজস্ব নৌকা রয়েছে আপনারা চাইলে এই নৌকাগুলো ভাড়া করে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন।


IMG20220922172651_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে তাই আমরা সিঁড়ি দিয়ে আবার উপরের দিকে উঠতে থাকি সিঁড়িগুলোর কারু কাজ চমৎকারভাবে সাজানো যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। যেহেতু মেঘলা দিন ছিল সূর্যের আলো ছিল না তাই ছবিগুলো ভালোভাবে ফুটে ওঠেনি। আসলে আমার কাছে এই পলওয়েল পার্ক এবং রিসোর্ট টি অসম্ভব সুন্দর লেগেছে নিরিবিলি সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা ।

standard_Discord_Zip.gif

Sort:  

Hi, @mrahul40,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago 

আজ প্রেম নাই বলে স্মৃতি রেখে যেতে পারলাম না।

প‍্যারা নিয়েন না ভাই এখনো সময় অনেক আছে হয়ে যাবে হি হি। পনওয়েল পার্ক এবং রিসোর্ট এর আগের পোস্ট টা আমি দেখিনি। তবে আজকে আপনার পোস্টের ফটোগ্রাফি গুলো এবং সুন্দর বর্ণনা শুনে ভালো লাগল। জায়গাটা বেশ দারুণ। অনেক সুন্দর পোস্ট ছিল ভাই এবং গুছিয়ে লিখেছেন।

 2 years ago 

তোমার সুন্দর দেখে একটা বান্ধবী খুজে প্রেম করায় দিলে তো হয়ে যায়😆😆😆ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65