শখের ফটোগ্রাফি পর্ব- ২৬||পুরাতন স্থাপনা||১০%লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল আমার ইউজার নেমঃ @mrahul40 বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজ -২৮ জৈষ্ঠ্য,|১৪২৯ বঙ্গাব্দ||শনিবার||গ্রীষ্মকাল||


আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আজকের ফটোগ্রাফি ভালো হবে পুরাতন একটি স্থাপনা নিয়ে অনেক পুরাতন পরিত্যক্ত বিল্ডিং যা অনেক আকর্ষণীয় করে তোলে। এই পুরাতন স্থাপনাতে ঘুরতে গেলে অনেক কিছু শেখা যায় সেই সময়ের বিল্ডিং এর ডিজাইন এবং স্থাপনা সম্পর্কে অনেক কিছু জানা যায়। সে সময়ের বিল্ডিং গুলো তৈরি হতো শুধু ইট দিয়ে সেখানে কোন রডের ব্যবহার ছিল না । চলুন কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করা যাক।


ফটোগ্রাফি


IMG-20220610-WA0003-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • পুরাতন বিল্ডিং গুলো সবসময় আমাকে অনেক আকর্ষিত করে ভালো লাগে তার ডিজাইন। এমন একটি স্থাপনা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন একটি স্থাপনা ছিল এখনো দাঁড়িয়ে আছে তবে পরিত্যক্ত অবস্থায়। এই স্থাপনাগুলো ডিজাইন এবং তৈরি করার প্যাটার্ন গুলো সম্পূর্ণ ভিন্ন। এটা তৈরি করা হয় শুধু ইট দিয়ে এখানে কোন কংক্রিট অথবা রডের ব্যবহার করা হয়নি এর কালার টা বেশ ভালো লাগে। এখন বিল্ডিংটি পরিত্যক্ত হওয়ায় বিল্ডিংটির গা বেয়ে অনেক ধরনের গাছ উঠে গিয়েছে আকাশ পানে।

ফটোগ্রাফি


IMG-20220610-WA0001-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • এই ধরনের প্রবেশপথ শুধু পুরাতন বিল্ডিং গুলোতে দেখা যায় । এই প্রবেশপথ টা শুধুমাত্র ইট দিয়ে তৈরি হয়েছে আর ডিজাইন সিম্পল এর মধ্যে গর্জিয়াস । গেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য খিলান বা আর্চ তৈরি করেছেন। এই আর্চ যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমন উপরের যে লোড থাকে সেটা কেউ বহন করে। প্রবেশ পথের পুরুত্ব বেশ মোটা এবং দেখতে অসাধারণ লাগছে।

ফটোগ্রাফি


IMG-20220610-WA0014-01.jpeg

IMG-20220610-WA0013-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • দূর থেকে বিল্ডিং এর সম্মুখে দৃশ্যটি আপনারা দেখছেন। এটা অনেক বড় একটি বিল্ডিং এবং দেখলেই বোঝা যাচ্ছে সামনের অনেক বড় একটি স্পেস এবং প্রবেশ করার জন্য অনেকগুলো দল রয়েছে এটা অনেক আগের সম্ভবত কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়ি ছিল। এখন বিল্ডিংটি পরিত্যক্ত হওয়ায় এখানে কেউ বসবাস করে না শুধু গাছগুলোই বেড়ে উঠছে আপন মনে।

ফটোগ্রাফি


IMG-20220610-WA0004-01.jpeg

IMG-20220610-WA0008-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • ছবি গুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কত পুরাতন। সেসময়ের সিঁড়িঘর ভিন্ন ডিজাইনের ছিল এবং জানালাগুলো বেশ দারুন দেখায়। সিঁড়ি ঘর গুলো এবং সিঁড়ি সহ সব কিছুই তৈরি করা হয়েছে শুধুমাত্র ইট দিয়ে। নির্জন এলাকা থাকায় ভিতরে ঢুকতে দেওয়া কেমন যেন ছম ছম করে ওঠে।

ফটোগ্রাফি


IMG-20220610-WA0002-01.jpeg

IMG_Dise_20220610_182957-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location:

  • বিল্ডিংটি সম্পূর্ণ পরিত্যক্ত হওয়ায় এখানে মানুষ যায় না এবং বিল্ডিংয়ের গা বেয়ে বিভিন্ন ধরনের কাজ বিশেষ করে বটগাছ আপন মনে বেয়ে উঠছে আকাশ পানে। কিছু কিছু গাছ বিল্ডিংকে ভেদ করে উপরের দিকে চলে আসছে আবার কিছু গাছ বিল্ডিং এর সাথে লেগে আছে এটাও এক ধরনের সৌন্দর্য।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আসলেই পুরাতন বিল্ডিং গুলো দেখতে খুবই আকর্ষণীয় হয়। এসব পুরাতন বিল্ডিং গুলো দেখতে ভুতুড়ে বাড়ি মনে হয়। আপনার ফটোগ্রাফি করে দেখতে খুবই দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ফটোগ্রাফি করে দেখতে খুবই দারুন লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনার মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

এই ধরনের পুরনো বিল্ডিং আমাদের পাশের এলাকায় ও একটি রয়েছে, যেটাকে বলা হয় রাজবাড়ী। অনেক বছর আগে রাজা এই বাড়িগুলো ছেড়ে চলে গিয়েছে এখন সেগুলো পরিত্যক্ত হয়ে আছে। ধন্যবাদ আপনাকে পরিত্যক্ত বাড়ির সুন্দর কিছু ফটোগ্রফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বিভিন্ন পুরানো কাহিনীকে কেন্দ্র করে মুভি এবং হরর মুভির কথা মনে পড়ে গেল। ওইসব মুভিগুলোতে সাধারণত এরকম দৃশ্য আমরা দেখতে পাই। সত্যি কথা বলতে বাস্তবে আমি এরকম দৃশ্য কখনো দেখিনি। ফটোগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য।।

 2 years ago 

পুরনো দিনের বিল্ডিংগুলো শুধু ইট দিয়ে তৈরি হলেও সেসব বিল্ডিং খুবই শক্ত পোক্ত হতো। পুরনো দিনের বিল্ডিংগুলোর ডিজাইন প্রায় একই রকমের হতো । যেমন আপনি গেটের ছবি তুলেছেন। এরকম গেটগুলো পুরনো দিনের সব বিল্ডিং এই প্রায়ই দেখা যায়। তাছাড়া আপনি পুরনো দিনের বিল্ডিংয়ের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। যার কারণে দেখতে এতো ভালো লাগছে।

 2 years ago 

পুরনো দিনের বিল্ডিংগুলো শুধু ইট দিয়ে তৈরি হলেও সেসব বিল্ডিং খুবই শক্ত পোক্ত হতো।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

পুরাতন স্থাপনার অসাধারণ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাইয়া। তার সাথে সাথে খুবই সুন্দরভাবে জায়গা গুলোর বর্ণনা দিয়েছেন। আপনার এই পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। এত সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

পুরাতন স্থাপনার অসাধারণ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন ভাইয়া।

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago 

এমন পুরাতন বাড়ি গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এগুলো দেখতে খুবই সুন্দর ।এগুলো অনেকটা ভুতুড়ে বাড়ির মতো মনে হয়। আপনি পুরাতন স্থাপনার খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আপনি শখের বশে ফটোগ্রাফি গুলো করেন তবুও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

 2 years ago 

যদিও আপনি শখের বশে ফটোগ্রাফি গুলো করেন তবুও দেখতে কিন্তু বেশ ভালো লাগে

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

পুরাতন স্থাপনের খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে আসলে পুরাতন স্থাপনাগুলো আমাদের দেশের সংস্কৃতি বহন করে আসছেন

 2 years ago 

পুরাতন স্থাপনের খুবই সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago 

এই পরিত্যক্ত বিল্ডিংগুলো বেশিরভাগই সরকারি ভবন হয়ে থাকে। আর আপনি যে প্রবেশপথগুলো দেখিয়েছে আসলে মানুষজন না থাকার কারণে পরিবেশ নষ্ট হয়ে যায় এবং কি এই যায়গা গুলোতে নোংরা পরিবেশের কিছু মানুষজন আড্ডা দেয়। আগেকার পুরাতন বিল্ডিং এর কারুকাজ গুলো দেখতে খুবই অসাধারণ এবং কি দর্শনীয়। পুরাতন স্থাপনা নিয়ে দারুণ ফটোগ্রাফি করেছে সেই সাথে দারুন লিখেছেন। শুভেচ্ছা রইল আপনাদের

 2 years ago 

আগেকার পুরাতন বিল্ডিং এর কারুকাজ গুলো দেখতে খুবই অসাধারণ এবং কি দর্শনীয়

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

 2 years ago (edited)

আপনার এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো। কারন এমন একটি জায়গা আমাদের পাশের একটা গ্রামে রয়েছে ।যা খুবই সুন্দর দেখতে। আর তার নাম রাজবাড়ি। আমার কাছে অনেক ভালো লাগে এ বাড়ি। যদিও ছবিতেই দেখা হয়েছে বাড়িতে কখনো যাওয়া হয়নি। খুব সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনি পুরোটা আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

আপনার এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো। কারন এমন একটি জায়গা আমাদের পাশের একটা গ্রামে রয়েছে

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য

 2 years ago (edited)

পুরাতন স্থাপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এই ধরনের পুরাতন স্থাপনা সচরাচর দেখা যায় না। এই পুরাতন বাড়িগুলোর গাছপালাগুলো বেশ পুরাতন যেগুলো দেখলেই গা টা কেমন ছমছম করে। আপনি একটি পুরাতন পরিত্যক্ত বাড়ির খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই সব পুরাতন বাড়ির ডিজাইন নির্মাণকাজ খুবই ব্যতিক্রম। যা সত্যি আমাদেরকে ভীষণভাবে আকর্ষণ করে। ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এই সব পুরাতন বাড়ির ডিজাইন নির্মাণকাজ খুবই ব্যতিক্রম। যা সত্যি আমাদেরকে ভীষণভাবে আকর্ষণ করে।

ধন্যবাদ মতামত প্রকাশের জন্য

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67706.36
ETH 2616.68
USDT 1.00
SBD 2.72