প্রাচীন নিদর্শন ,লালবাগ কেল্লা ভ্রমন। ১০% লাজুক খ্যাকের জন্য।
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটি ভ্রমণ কাহিনী যা ঢাকা জেলার অন্তর্ভুক্ত এবং খুব নামকরা একটি দর্শনীয় স্থান জায়গাটির নাম হল লালবাগ কেল্লা লালবাগ কেল্লার নাম শুনলেই মনে পড়ে যায় প্রাচীন যুগের কথা।আরো মনে পরে বইয়ের পাতায় রঙিন অক্ষরে ছাপা শায়েস্তা খানের শাসনামলের সুদিনের কথা । আজকে আমি আমার ভ্রমণ কাহিনীর মধ্যে তার লালবাগ কেল্লার বিভিন্ন চিত্র তুলে ধরব এবং আমাদের ভ্রমণটা সম্পর্কে কথা বলব। লালবাগ কেল্লা আমাদের জন্য অনেক শিক্ষনীয় একটি জায়গা এখানে অনেক পুরনো স্মৃতি অনেক কিছু এখানে রয়ে গিয়েছে। লালবাগকেল্লা টি স্থাপিত হয় ১৬৭৮-১৬৮০ সালের দিকে এখনো অনেক বিল্ডিং এখানে দাঁড়িয়ে আছে প্রাচীন নিদর্শন হিসেবে। আমি এবং আমার দুই বড় ভাই লালবাগ কেল্লা যাওয়ার জন্য বের হয়ে কিছু দূর হাঁটাহাঁটি করার পর আমরা লালবাগকেল্লা সামনে চলে আসি। সামনে এসে প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি টিকিটের মূল্য ছিল 20 টাকা ।
লালবাগ কেল্লার পুরাতন ইমারত।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
তারপর গেটে ঢুকতেই টিকিট চেক করে আমাদেরকে যাওয়ার অনুমতি দেয়। গেট দিয়ে ঢুকতে দেখা মেলে প্রাচীন নিদর্শন অর্থাৎ যেখানে শায়েস্তা খান বসবাস করত। এই ইমারতে অনেক পুরাতন প্রায় 300 বছর ধরে এখন এভাবে দাঁড়িয়ে আছে। তারপর আমরা আস্তে আস্তে ইমারতের দিকে এগোতে থাকি ওখানে গিয়ে দেখি ওই ঘরের মধ্যে অনেকগুলো কবর রয়েছে । কবর গুলা তাদের বংশীয় লোকদের যায় এখনও স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে।
লালবাগ কেল্লার পুরাতন ইমারত।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
লালবাগ কেল্লার ভিতরে অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে এবং রাস্তার দু'পাশ দিয়ে অনেক ধরনের ফুল গাছ লাগিয়ে রেখেছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমরা ওই ইমারতের বিভিন্ন দিক দেখা শেষ করে দূরে দেখতে পাই আরেকটি স্থাপনা ওখানে এখন জাদুঘর হিসেবে রেখে দিয়েছে ।
দূর থেকে জাদুঘর।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
জাদুঘরের ভিতরে রয়েছে তাদের ব্যবহৃত প্রাচীন অনেক জিনিস এমন কিছু জিনিস আছে যা আমি আমার জীবনে কোনদিন দেখেনি।
জাদুঘরের কিছু নিদর্শন ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
আমরা জাদুঘরের প্রবেশ করি এবং এক এক করে তাদের ব্যবহৃত জিনিস গুলো দেখি এবং অবাক হয় তার ব্যবহৃত বাসন এবং তীর ধনুক ও চাকু সূরা সবকিছু দর্শনার্থীদের দেখার জন্য রেখে দিয়েছে। জাদুঘরে একটি স্থানে গিয়ে দেখি ওখানে সব সময় বাতাস প্রবাহিত হয় কীভাবে যেন ওই স্থানটি তৈরি করেছে বাতাস এইখানে সবসময় বাতাস থাকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে এটা কি করে সম্ভব এই ব্যাপারটা আমাকে খুব অবাক করেছিল। তারপর আমরা জাদুঘর থেকে বের হয়ে লালবাগ কেল্লার পুরা এরিয়া টি ঘুরে দেখার জন্য আস্তে আস্তে হাঁটতে থাকি এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হই ।
মসজিদ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
দূরে দেখতে পাই একটি প্রাচীন মসজিদ যা দেখতে বেশ দারুন সবগুলা বিল্ডিং এর রং একই রকম দেখলেই বোঝা যায় এগুলো অনেক পুরানো।এখন মসজিদের এরিয়াটা আলাদা করে দিয়েছে কারণ মসজিদের এরিয়া এবং লালবাগ কেল্লার এরিয়া এক থাকলে লোকজন মসজিদের অধিক দিয়েই টিকিট বাদেই লালবাগ কেল্লায় প্রবেশ করতে পারবে। মসজিদ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে যাতে সবাই সেখানে প্রবেশ করতে পারে।
ধসে যাওয়া বিল্ডিং এবং পাশের প্রাচীর ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি এবং একটি পর্যায়ে এমন একটি স্থানে আসে যেখানে বিল্ডিং ছিল কিন্তু তা কালের বিবর্তনে ধ্বংস হয়ে গিয়েছে ।এবং কিছু কিছু অংশ এখনো দাঁড়িয়ে আছে আর সামনে দেখি জায়গাটি উঁচু উঁচু জায়গায় উঠে পুড়া দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টা করি।
তালাবদ্ধ সুরঙ্গ ।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
লালবাগ কেল্লা তে অনেকগুলা সুরঙ্গ আছে অর্থাৎ বিভিন্ন স্থান দিয়ে গোপন পথ আছে তা সব গুলোই এখন বন্ধ। আমরা দুই থেকে তিনটা সুরঙ্গ দেখতে পাই তা তালাবদ্ধ ।
উঁচু স্থান থেকে লালবাগ কেল্লা।
Device : Realme 7
What's 3 Word Location : https://w3w.co/explains.cafe.loitering
আমরা তারপর পুরা এরিয়ার টি ঘুরা শেষ করে স্থানে বসে কিছু সময় বিশ্রাম গ্রহণ করি। এই জায়গাটি আমি অনেক উপভোগ করেছি এবং অনেক ইতিহাস জানতে পেরেছি আর অনেক কিছু দেখতে পেরেছে যা অনেক প্রাচীন নিদর্শন।
আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।
ভাই আপনার লালবাগ কেল্লা ভ্রমণের সুন্দরময় সময় এবং ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আমি কিছুদিন আগে লালবাগ কেল্লায় গিয়েছিলাম। আপনার এই সুন্দর ফটোগ্রাপির মাধ্যমে লালবাগ কেল্লা সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ
জীবনে একবার গিয়েছিলাম এবং এ স্থানটি আমার কাছে খুব ভাল লেগেছিল।