হঠাৎ বাড়ি ফেরা।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • বাড়ি ফেরা।
  • ১০,মে ,২০২৪
  • শুক্রবার।

IMG_20240510_223620.jpg


হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। সেই ঈদের পর মনটা কেমন যেন ছোটাছুটি করে বাড়িতে যাওয়ার জন্য। ঈদের পর এসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছে অবশ্য ছুটি ছিল ভার্সিটি। কিন্তু ২ তারিখে আবার নতুন চাকরিতে যোগদান করার কথা ছিল সেজন্য আর বাড়িতে যাওয়া হয়নি। প্রতিবার পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়ে অনেকটা সময় কাটানো হয় এবার আর সেটা হয়ে ওঠেনি। আস্তে আস্তে ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ততম মানুষের মতোই। গত ৮ তারিখে আমাদের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে হয়েছে। হঠাৎ করে অফিস থেকে সুযোগ পাই বাড়িতে যাওয়ার জন্য সেটা হোক একদিনের জন্য কিন্তু বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম।

৬ তারিখ রাতে অফিস থেকে ফোন দিয়ে বলল আপনার বাড়ি গিয়ে নির্বাচন করে আসেন। আমার মন তো তখন অনেক বেশি খুশি কারণ বাড়ি যাওয়ার কথা শুনলেই মন ভালো হয়ে যায়। ৭ তারিখে সকালে অফিসে গিয়ে কিছু কাজ করে সাড়ে দশটার মধ্যে আমাকে ছেড়ে দেয় বাড়ি যাওয়ার জন্য। যেহেতু বাড়িতে যাব তাই একা একা যেতে ভালো লাগেনা আরেক ভাই ছিল অন্য প্রজেক্টে চাকরি করে তাকে ফোন দিলাম সেও ছুটি ম্যানেজ করে নিল। আমরা এগারোটার দিকে মহাখালীতে দেখা করি। তারপর দুইজন একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা করি। বেশ রোদ ছিল কিন্তু বাতাসটা ওইরকম গরম ছিল না তাই তেমন বিরক্ত বোধ করিনি। ঘড়ির কাটায় যখন সময় সাড়ে বারোটা আমরা ভিতরে রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম সেখানে একটি হোটেলে দাঁড়িয়ে দুপুরের খাবার খেয়ে নিই। খাবার শেষে আমরা আবার যাত্রা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। যখন দুপুর দুইটা বাজে তখন আমরা ফেরিতে এসে পৌঁছায়। ফেরিঘাটে এসেই দেখি ফেরি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি আমরা উঠে একদম উপরে চলে যাই।


IMG20240507143702-01.jpeg

IMG20240507145459-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

ফেরির উপরে বসে নদীর সৌন্দর্য দেখতে অনেক বেশি ভালো লাগে। বিশাল এক নদী তবে এখন বেশ পানি কম চলছে নৌকার নিজের আপন গতিতে উপরে বসে বসে সৌন্দর্য দেখতে থাকি। এই ভর দুপুরে ফেরির উপরে বসে সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগছিল। বেশি ভালো লাগছিল নদীর ঠাণ্ডা বাতাস যখন গায়ে লাগছিল বেশ দারুন এক অনুভূতি। আমাদের ফেরি পার হতে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লেগে যায়।


IMG20240507145929-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমাদের এখনো অনেক পথ বাকি ঘাট পার হওয়ার পরও বাড়ির দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। তখন ভরপুর বেশ রোদের প্রভাব আমাদের বেশি বেশি করে পানি খেতে হচ্ছে। কারণ গরমের মধ্যে পানি কম খেলে ডিহাইড্রেশন হতে পারে। ঘুরতে এসে তো অসুস্থ হয়ে গেলে চলবে না সেজন্য আমরা স্বাস্থ্য থেকেও লক্ষ্য রাখি। এখন রাস্তার ধারে অনেক বেশি কৃষ্ণচূড়া ফুল দেখা যায় এই কৃষ্ণচূড়া ফুল আমার অনেক বেশি ভালো লাগে। কোন রাস্তার ধারে যদি থাকে তাহলে রাস্তা সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। গোয়ালন্দ ফেরিঘাট থেকে নেমে সামনের দিকে এগোচ্ছি আর মনে হচ্ছে কৃষ্ণচূড়ার নগরীতে চলে এসেছি। কেউ হয়তো ডাকছে আসো কৃষ্ণচূড়ার নগরীতে আসো আমরা একসাথে সৌন্দর্য উপভোগ করি।


IMG20240507150728-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

রাস্তার ধারে এত দারুন দারুন গাছ দেখে আমাদের সারাদিনের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল আমরা আবার সতেজ হয়ে গেলাম। আসলেই প্রকৃতির সৌন্দর্যটাই এমন আমাদের ক্লান্তি দূর করে দেয়। যেতে যেতে হঠাৎ থেমে গেলাম এই সৌন্দর্য দেখে তবে বেশি সময় নষ্ট করা যাবে না সেজন্য অল্প সময়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করে দুই তিনটা ছবি তুলে আবার যাত্রা শুরু করে দেই। রাস্তার ধারে এখন মাঝে মাঝেই এমন সৌন্দর্য দেখা মেলে। চলতি পথে অনেক সৌন্দর্য দেখায় হয় কিন্তু সব সৌন্দর্য ক্যামেরা বন্দি করার সুযোগ হয়ে ওঠে না।


IMG-20240511-WA0000.jpg

ঢাকা থেকে যখন বের হয়েছি তখন টার্গেট ফিক্স করেছি ৪ টার মধ্যে হয়তো বাড়িতে ফিরতে পারবো। কারণ সচরাচর যে সময়টা লাগে সেভাবে হিসাব করা। রাস্তাতেও সৌন্দর্য দেখতে দেখতে বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এগোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। অনেক বেশি আনন্দ কাজ করছে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি। আমরা সঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারতাম কিন্তু আমার সাথে যে ভাই ছিল তার একটি কাজে তার নানি বাড়িতে যাওয়া লাগছে। কারণ তার নানী নাকি অসুস্থ তাই ভাবলাম একবারে কাজ সেরে আসি কারণ পরের দিন নির্বাচন সেদিন তো আর কোথাও এভাবে যেতে পারবে না। সেজন্য আমাদের বাড়ি ফিরতে ফিরতে এক ঘন্টা লেট হয়। অবশেষে আমরা পাঁচটার মধ্যে বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়। পরের দিন নির্বাচন অনেক বেশি নির্বাচনের আমেজ চলছে। আমরা সবাই বিকেল বেলায় বাজারে একত্রিত হই অনেকদিন পর ভাই ব্রাদার একসাথে। রাত ৮ টা পর্যন্ত বেশ ভালই আড্ডা দিয়ে বাড়িতে চলে যাই।আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 months ago 

দীর্ঘ কর্মব্যস্ততার পর হঠাৎ করে বাড়ি যাওয়ার কথা মনে উঠে মনটা ভালো হয়ে যায় যদি বাড়িতে যাওয়া যায়। সেটা হোক একদিনের জন্য বা কয়েক দিনের জন্য। নির্বাচন উপলক্ষে আপনিও ছুটি পেয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল এটা বেশ আনন্দের বিষয়। আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি পুরো রাস্তায় অনেক এনজয় করেছেন। যাইহোক আপনার বন্ধুর নানীর সুস্থতা কামনা করছি। আপনার জন্য শুভকামনা করছি ভাইয়া। যেহেতু ওয়েদার গরম তাই সাবধানে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 months ago 

আসলে ভাইয়া বাড়ি যাওয়ার কথা শুনলে মন নেচে উঠে। ধন্যবাদ মতামতের জন্য

 4 months ago 

নতুন চাকরিতে জয়েন করার পরে এরকম যদি ছুটি পাওয়া যায় তাহলে মন্দ হয় না। শুধু ভোট দেওয়ার জন্য অফিস থেকে ছুটি দিয়েছে বিষয়টা বেশ মজার ছিল যাই হোক ছুটি কাটানো হয়েছে এটাই আলহামদুলিল্লাহ।

 4 months ago 

ছুটি তো আর সবসময় দেবে না হঠাৎ করে পেয়ে গিয়েছিলাম তাই দৌড় দিলাম।

 4 months ago 

আসলে বাড়ি যাওয়ার কথা শুনলে মন এমনিতেই ভালো হয়ে যায়। বাড়ির প্রতি যেন অন্যরকম একটা টান কাজ করে আমাদের মনের মধ্যে। যার কারণে বাড়ি ফেরার মুহূর্তগুলো অসাধারণ হয়ে থাকে। নির্বাচন উপলক্ষে আপনাকে বাড়ি আসতে দেওয়া হয়েছিল। যার কারণে আপনি বাড়ি আসার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করলেন। আর সেই মুহূর্তগুলোর ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালো লাগলো।

 4 months ago 

জ্বী ভাইয়া নির্বাচনের সুবাদে বাড়ি থেকেও ঘুরে আসা হলো। ধন্যবাদ মতামতের জন্য

 4 months ago 

ভালো হয়েছে অনেকদিন হলো বাড়িতে যেতে পারেন না হঠাৎ করে অফিস থেকে সে সুযোগটা করে দিল । আর ভোট হওয়ার জন্য আরো সুবিধা হল । এটা ঠিক বলেছেন দুই ভাই একসাথে গেলে মজাটা একটু বেশিই লাগে । আর ফেরির উপর থেকে নদীর সৌন্দর্য্য টা অনেক বেশি উপভোগ করা যায় আমরা এই সৌন্দর্যটা আগে অনেক দেখেছি পদ্মা ব্রিজ হওয়ার কারণে এখন সেটা মিস করে যাচ্ছি । রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছ গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে । এখন কৃষ্ণচূড়ার সিজন নাকি ভাইয়া ?

 4 months ago 

জ্বী আপু এখন কৃষ্ণচূড়া সিজন রাস্তার পারে অনেক বেশি দেখা যাচ্ছে বেশ দারুন লাগে।

 4 months ago 

আপনার পোস্টটি পড়ে মনে হলো আপনি একজন অসাধারণ লেখক। আপনার ভ্রমণের বর্ণনা এতটাই জীবন্ত যে পড়তে পড়তে আমিও যেন আপনার সাথে সেই সৌন্দর্যের যাত্রায় শামিল হয়ে গেলাম। আপনার লেখায় প্রকৃতির সৌন্দর্য এবং বাড়ি ফেরার আনন্দ উপলব্ধি করা যায়। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 months ago 

আমার লেখাগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশের জন্য

 4 months ago 

নির্বাচন উপলক্ষে আপনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে বাড়ি ফেরার কথা শুনলেই অনেক ভালো লাগবে, কারণ মাতৃভূমির টান যেন অসাধারণ একটা অনুভূতি আমাদের মনের ভিতর তৈরি করে। যার কারণে এই অনুভূতিগুলো খুবই ভালো লাগে। আজকে আপনার বাড়ি ফেরার মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে ভালো লাগলো।

 4 months ago 

একদম ঠিক বলেছেন বাড়ি যাওয়ার কথা শুনলে মন ভালো হয়ে যায়। আমি পরিচিত জায়গা সবাই পরিচিত মানুষ

 4 months ago 

আসলে দিন যত যেতে থাকে মানুষের কর্মব্যস্ততা তথ্য বাড়তে থাকে। তাছাড়া এরকম অফিসেরইতো দরকার অফিস থেকে নিজেই ফোন দিয়ে ছুটি দিতে চায়। নির্বাচনের জন্য ছুটি দিলেও এই সুযোগে আপনার বাড়িতে ঘুরে আসা হলো। তাছাড়া নিয়মিত কোন জায়গায় যাতায়াত করলে সেখানকার সময়টা একেবারে হিসাব হয়ে যায়। এক ঘন্টা দেরি হলেও সুস্থ মতো বাড়িতে পৌঁছতে পেরেছেন জেনে ভালো লাগলো।

 4 months ago 

নিয়মিত এমন ছুটি দিলে তো ভালোই হতো কিন্তু তা তো আর দেবে না।

 4 months ago 

বোঝাই যাচ্ছে অনেকটা কষ্ট করে আপনি বাসায় গিয়েছেন। অনেকটা কষ্ট করে বাসায় গিয়েও অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ভোটের সময় একটা ভোট অনেক বেশি কার্যকরী যার কারণেই আপনাকে ফোন দিয়ে স্পেশাল ভাবে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। অনেক বেশি গরমের মধ্যেও ভালোভাবে বাসায় পৌঁছে গিয়ে সকলের সঙ্গে আড্ডা দিয়েছিলেন জেনে খুশি হতাম। ধন্যবাদ হঠাৎ বাড়ি ফেরার মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 4 months ago 

যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে বটে কিন্তু বাসায় গিয়ে সব ভুলে গিয়েছি।

 4 months ago 

ভাই ভালোই হয়েছে নির্বাচন উপলক্ষে বাড়িতে গিয়ে। তবে এটি ঠিক যারা বাড়ি থেকে দূরে থাকে বা শহরে থাকে তারা হঠাৎ করে বাড়ি যাওয়ার কথা শুনলে তাদের কাছে খুব ভালো লাগে। তবে ভাই আমি এখনো পর্যন্ত কখনো ফেরিতে উঠি নাই। ফেরির কথা শুনলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। তবে মনে হয় আপনাদের এলাকাটা অনেক সুন্দর বিশেষ করে আপনার রাস্তার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে। এক ঘন্টা দেরি হলেও ভাই বাড়িতে সুন্দর মতে পৌঁছেছেন এটাই বড় কথা। আর বন্ধু-বান্ধব মিলে একসাথে হলেন নিশ্চয় অন্যরকম মজা করেছেন। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমাদের এই দিক থেকে শর্টকাটে ঢাকা যেতে ফেরি ব্যবহার করা হয়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44