দুপুরে ভুট্টা তুলতে যাওয়া।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ভুট্টা
  • ২৮,এপ্রিল ,২০২৪
  • রবিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। গ্রামে থাকলে কারণে-অকারণ এদিকে সেদিকে ঘুরাঘুরি হয়। আমাদের বাড়ির পাশেই বিশাল এক চর আছে যেখানে বর্ষা মৌসুমে পানি দ্বারা পরিপূর্ণ থাকে। এই জায়গাটা আমাদের সবার অনেক বিশেষ করে বর্ষা মৌসুমে ঘুরাঘুরি করি নৌকা নিয়ে আর এখন যেহেতু শুকনো মৌসুম তাই এখন ঘোরাঘুরি করি বাইক নিয়ে। সকাল থেকে মেঘলা ছিল মেঘলা দিনে এই চরের মধ্যে ঘুরে বেড়াতে অনেক বেশি ভালো লাগে। যখন হিমশীতল বাতাস এসে গায়ে লাগে তখন অনুভূতিটাই অন্যরকম। এই গরমের মধ্যে যখন ধানের ক্ষেতের মাঝ দিয়ে যাওয়া যায় ধানের ক্ষেত পার হয়ে যে বাতাসটা গায়ে লাগে এটা ঠান্ডা থাকে। কারণ এখন ধানের ক্ষেতে সেচ দিয়ে পানি দ্বারা পরিপূর্ণ করে রাখে।


IMG20240408154540-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা ঘুরতে ঘুরতে দুইটা বাইকে তিনজন চলে গেলাম এই চরের মধ্যে। আমাদের চরে যাওয়ার কোন প্ল্যান ছিল না হুট করেই অচেনা রাস্তা ধরে আজকে চলাচল শুরু করেছিলাম। আমাদের গন্তব্য ছিল নদীর ধার দিয়ে আমরা আবার যেতে যেতে রাস্তায় উঠবো কিন্তু হঠাৎ করেই ধানের ক্ষেতগুলো দেখে আমরা দিক পরিবর্তন করে চড়ে নেমে পড়ি। এই সময়ে চড়ের পরিবেশটা অনেক বেশি ভালো লাগছিল। বিশেষ করে বাতাস বইতেছিল এবং আশেপাশের পরিবেশ অসম্ভব সুন্দর ছিল।


IMG20240408154552-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

মেঠো পথ ধরে সামনের দিকে যত এগোচ্ছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি সৌন্দর্য দেখে। আমরা তিনজন ছিলাম অনেক বেশি মজা করেছি বিশেষ করে প্রকৃতিটা অনেক ভালোভাবে উপভোগ করেছি। সবুজ শ্যামলের ঘেরা এই মাঠ মাঝ দিয়ে আমরা বাইক নিয়ে ছুটে চলেছি অজানার উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ আমার বন্ধু বলল তাদের নাকি ভুট্টার ক্ষেত আছে তখন এই সিদ্ধান্ত নেওয়া হল আমরা ভুট্টা ক্ষেত গিয়েও ভুট্টা তুলে নিয়ে যাব।

IMG20240408154816-02.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা ছুটে চলেছি মেঠো পথ ধরে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে। এখানে শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য বিভিন্ন ধরনের ফসালাদি চাষাবাদ হয়। যেতে যেতে অনেক দূরে দেখা মিলে ভুট্টার ক্ষেত। প্রথমে সে শিওর হতে পারছিল না এটাই কি তাদের জমি কিনা পরে কাছে গিয়ে আশেপাশের অনেকগুলা জমি দেখে বলল যে এটাই নাকি তাদের। এখন ভুট্টা বড় হয়ে গিয়েছে এগুলো ভেঙে নিয়ে যাওয়ার পালা। সেজন্য ভুট্টা ক্ষেত একদম মরে গিয়েছে এমন মনে হচ্ছে। এই ভুট্টা খেতে অনেক শিয়ালের দেখা মেলে তারা এখন ভুট্টা নাকি খায়।

IMG20240408155802-01.jpeg

IMG20240408160223-01.jpeg

IMG20240408155826-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এক একটি ভুট্টা গাছে দুইটা থেকে তিনটা ভুট্টা হয়ে থাকে। তবে দুইটা ভুট্টা হলে এগুলো অনেক স্বাস্থ্যবান হয় অর্থাৎ এগুলোর ফলন একটু ভালো দেয়। এর থেকে বেশী হলে ভুট্টাগুলো অনেক ছোট ছোট হয়। আমরা একটি গাছ থেকে ভুট্টা তুলবো সেখানে দুইটা ছিল। ভুট্টার উপর অনেকগুলো আবরণ দ্বারা আবৃত থাকে। এর আগে কখনো কাছ থেকে ভুট্টা দেখেনি তবে এবার দেখে বেশ ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম। ভুট্টা যে এত সংরক্ষিত থাকে সেটা তুলতে না গেলে বুঝতে পারতাম না।


IMG20240408160059-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

অবশেষে একটা ভুট্টা ভেঙে এর আবরণ ছাড়িয়া নিলাম। ভুট্টাটা বেশ বড় ছিল এবং দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা মোট তিনটা ভুট্টা ভাঙ্গি। মানুষ যেহেতু তিনজন ছিলাম বেশি করে নিয়ে গিয়ে নষ্ট করে লাভ নেই সেজন্য তিনটা নিয়ে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম রোজার মধ্যে সেজন্য আমাদের ভুট্টা খাওয়ার জন্য ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের প্লান ছিল এই ভুট্টা গুলো পুড়িয়ে খাব। তারপর আমরা তিনটা ভুট্টা নিয়ে বাসার উদ্দেশ্যে মাঠের মধ্য দিয়ে বাইক নিয়ে যাত্রা শুরু করি।


IMG20240408161003-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

এই চরে অনেক ধরনের ফসলের চাষ হয়ে থাকে। কিছু অঞ্চলে অনেকগুলো ফসল দেখা যাচ্ছে আবার কিছু অঞ্চল চাষ দেয়া হচ্ছে নতুন ফসল রোপনের জন্য। আমরা মাঠের মধ্য দিয়ে ঢিলার উপর দিয়ে বাইক চালিয়ে চালিয়ে এগোতে থাকি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু রোজা থেকে গিয়েছিলাম বেশ ক্লান্ত ছিলাম তবে পরিবেশটা অনেক ঠান্ডা থাকাতে বেশ ভালো লাগছিল ঘুরাঘুরি করতে। অবশেষে আমরা বাড়িতে চলে আসি কিন্তু আমাদের আর পরে অর্থাৎ ইফতারের পর ভুট্টা পুড়িয়ে খাওয়া হয়ে উঠেছিল না। আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে ভুট্টার প্রতি অত বেশি মনোযোগ ছিল না। আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

গ্রামের এরকম মেঠো পথ দিয়ে কখনো হাটা হয়নি। বন্ধুরা মিলে ভুট্টা ক্ষেতে গিয়েছেন। ভুট্টা ক্ষেত কখনো সামনাসামনি দেখা হয়নি আমার। ফটোগ্রাফি তে কয়েকবার দেখা হয়েছে। তবে ভুট্টা যে এভাবে থাকে গাছে সেটা জানতাম না। আর একটি ভুট্টা গাছে দুইটা থেকে তিনটা ভুট্টা হয় এই জিনিসটাও জানা ছিল না। ভুট্টার ফটোগ্রাফি টা বেশ ভালো লেগেছে আমার কাছে। আপনাদের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

আমাদের এলাকায় চলে আসেন এরকম মেঠো পথ ধরে সারাদিন হাঁটতে পারবেন। আমিও আগে জানতাম না ভুট্টা এভাবে হয়

 last month 

প্রচন্ড রোদ গরমের এই মুহূর্তে মাঠে যাওয়াই কঠিন। আর আপনি সেই মুহূর্তে ভুট্টা তুলতে গিয়েছেন। খুব সাবধানতার সাথে চলতে হবে ভাইয়া। ভুট্টা ক্ষেত দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা ছবি কিন্তু পরিষ্কার ভাবে ধারন হয়েছে এই জন্য অনেক ভালো লাগলো।

 last month 

মাঠে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তখন দিনটা বেশ মেঘলা ছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last month 

বন্ধু গ্রামীন গ্রামীন মেঠো পথে এভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে আমারও। গ্রামীণ অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য এভাবে মাঝেমধ্যে গেলে বেশ দারুন হয়। ভুট্টা পুড়িয়ে খাওয়ার প্ল্যানিং ছিল তোমাদের কিন্তু ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি জেনে একটু খারাপ লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

জি বন্ধু আমরা মাঝেমধ্যেই তো ঘুরতে যায় অনেক বেশি মজা হয়। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 last month 

আপনাদের ঐ চরে আমি গিয়েছি। একবার গিয়েছি বর্ষার সময় এবং বেশ কয়েকবার গিয়েছি যখন শুকনা থাকে তখন। বর্ষার সময়ে পানি একেবারে থৈ থৈ করে। ভূট্টা পুড়িয়ে খেলে কিন্তু দারুণ লাগে। কিন্তু আপনারা ভূট্টা তুলে নিয়ে আসলেও সেটা খাওয়ার সময় আর হয়নি আফসোস।

 last month 

আমরা যখন আবার বাড়ি যাই তখন একদিন আসো ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তবে মনে আছে তুমি অনেক আগে এসেছিলে নৌকা ভ্রমন করেছিলাম

 last month 

আপনাদের ঐ চরে আমি গিয়েছি। একবার গিয়েছি বর্ষার সময় এবং বেশ কয়েকবার গিয়েছি যখন শুকনা থাকে তখন। বর্ষার সময়ে পানি একেবারে থৈ থৈ করে। ভূট্টা পুড়িয়ে খেলে কিন্তু দারুণ লাগে। কিন্তু আপনারা ভূট্টা তুলে নিয়ে আসলেও সেটা খাওয়ার সময় আর হয়নি আফসোস।

 last month 

আবার আরেক দিন সময় করে চলে আসো ঘুরতে যাব।

 last month 

ভাইয়া আজ কয়েকটা দিন যেমন গরম পড়ছে আর এই গরমে তাও আবার দুপুর বেলায় আপনি দেকছি ভুট্টা তুলতে গিয়েছেন। হ্যা ভাইয়া আপনি ঠিকই বলেছেন ভুট্টার গাছে দুই থেকে তিনটা মুচা ধরে কিন্তু দুইটা ধরলে সেইটার ফলন খুবই ভালো হয়। আর আপনি যেই ভুট্টা তুলেছেন সেই ভুট্টাগুলো মনে হচ্ছে অনেক ভালো ফলন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া দুপুরে ভুট্টা তুলতে যাওয়ার দারুন একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ভাই এই ভুট্টা তুলতে এখন যায়নি আরো অনেক দিন আগে গিয়েছিলাম দিনটা বেশ মেঘলা ছিল। ধন্যবাদ মতামতের জন্য

 last month 

গ্রামীন পরিবেশের মেঠো পথ দিয়ে হাঁটাহাঁটি করতে যেমন ভালো লাগে, তেমনি বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা তিনজন বাইক নিয়ে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিতর ঘুরাঘুরি করেছেন, তারপরে আবার বন্ধুর ভুট্টা ক্ষেত থেকে ভুট্টাও সংগ্রহ করেছেন, এর থেকে মজার আর কি হতে পারে ভাই! তবে একটা জিনিস জেনে খারাপ লাগলো যে, শেষ পর্যন্ত আপনাদের ভুট্টা পুড়িয়ে খাওয়া হলো না।🙁

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68156.12
ETH 3727.18
USDT 1.00
SBD 3.65