রাজবন বিহার ||রাঙ্গামাটি||প্রাকৃতির অপরূপ সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ -১৮ই, আশ্বিন ,|১৪২৯ বঙ্গাব্দ||সোমবার||শরৎকাল||


PhotoEditor_20221022263281.jpg


রাঙ্গামাটি জেলা বাংলাদেশের পার্বত্য একটি অঞ্চল এটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা । রাঙ্গামাটি জেলাতে রয়েছে অপরূপ সুন্দর লীলাখেলা । রাঙ্গামাটিতে লাল মাটির দেশে বলা হয় এখানে রয়েছে বড় বড় পাহাড় আর রয়েছে কাপ্তাই লেক যা বাংলাদেশের সবার কাছে অনেক জনপ্রিয় একটি ভ্রমণযোগ্য স্থান। পাহাড়ের আঁকে বাঁকে বেয়ে চলেছে কাপ্তাই লেক যার সৌন্দর্য অপরূপ শীত মৌসুমী লেকটির পানিসম্পন্ন নীল হয়ে যায় বর্ষা মৌসুম একটু ঘোলাটে থাকলেও শীত মৌসুমে সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আজকে কথা বলব রাঙ্গামাটি জেলার অন্যতম একটু দর্শনীয় স্থান রাজবন বিহার নিয়ে। এটি বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রার্থনার স্থান। যেখানে তারা প্রার্থনা করে সেখানে অন্য ধর্মালম্বীদের প্রবেশ নিষেধ তাই আমরা সেটা দেখতে পারিনি কিন্তু তার আশেপাশের সৌন্দর্যটা বেশ উপভোগ করেছি। রাজবন বিহার টি অবস্থিত রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সরকারি কলেজের পিছন দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা দিয়ে সামনে গেলে রাজবন বিহারের দেখা মিলবে। অর্থাৎ রাঙ্গামাটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর পাশেই একটি অবস্থিত। আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তাই আর আলাদা করে কোন গাড়ি ভাড়া করতে হয়নি এবং এতে আমাদের অনেক খরচ কমে গিয়েছে এবং ইচ্ছামত ঘুরতে পেরেছি।


IMG20220919163819_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

রাজবন বিহারের ঢুকতে দেখা মেলে তাদের প্রার্থনার স্থান এখানে যেহেতু সবাইকে প্রবেশ করতে দেয় না তাই আমি ছবিটাও আর তুলি নাই তার পিছন সাইডে গিয়ে প্রথমে দেখা হলে অনেক বড় আকৃতির একটি লম্বা ঘর এটাকে স্বর্গের সিড়িও বলে থাকে। আর তার পাশ দিয়ে বড় বড় পাহাড়ের মাঝ দিয়ে বেয়ে চলেছে কাপ্তাই লেক । এখন বর্ষা মৌসুম শেষের দিক হওয়াতে কাপ্তাই লেকের পানিটা অনেক ছিল তবে এবার নাকি প্রতিবারের ন্যায় ওতোটা পানি হয়নি।


IMG20220919163848_00-01.jpeg

IMG20220919170004_00-01.jpeg

IMG20220919165410_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

কাপ্তাই লেকে জেলেরা নিয়মিত মাছ ধরে যা পাহাড়ের উপর থেকে দেখতে চমৎকার লাগে। রাজবন বিহার এ গিয়ে কাপ্তাই লেকের কিছুটা সৌন্দর্য করতে পেরেছি কারণ এই দিকে কাপ্তাই লেকের একটি অংশ প্রবাহিত হয়ে গিয়েছে। রাঙ্গামাটি শহরটা ঘিরেই কাপ্তাই লেকের অবস্থান শহর থেকে একটু ভিতরে সুন্দরযোগ্য করতে হলে কাপ্তাই লিখে যেতে হবে বড় বড় পাহাড়ের মাঝ দিয়ে বেয়ে চলা লেকের সৌন্দর্য সত্যিই মনমুগ্ধর।


IMG20220919170048_00-01.jpeg

IMG20220919165628_00-01.jpeg

IMG20220919170850_00-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরা রাজবন বিহার থেকে তার পাশেই কাপ্তাই লেকের উপনির্মিত একটি ব্রিজের উপর যায় ।সেখান থেকে একটি সাইডের রাঙ্গামাটি শহরের সবচেয়ে বড় একটি পাহাড়ের দেখা মেলে ।আমরা ওখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে থাকি পাহাড়ের সাথে মেঘের খেলা বেশ চমৎকার লাগছিলো। হঠাৎ করেই এমন সৌন্দর্যপূর্ণ দৃশ্যটা দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের। সত্যিই রাঙ্গামাটি শহরটা অনেক সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সবারই মন ভালো হয়ে যাবে।

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

সকাল সকাল মনোরম দৃশ্য দেখে তো মনটা ভালো হয়ে গেলে। বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। সেখানে দেখার মতো অনেক দর্শনীয় স্থান আছে। যদিও এখনও যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। বৌদ্ধদের প্রার্থনার স্থান রাজবন বিহারের আশেপাশের এলাকা সুন্দর অনেক। কাপ্তাই লেকও দেখতে পেলেন। যেখানে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

 2 years ago 

জি ভাইয়া রাঙামাটিতে দেখার মত অনেক স্থান রয়েছে। সময় করে গিয়ে ঘুরে আসবেন অনেক ভালো লাগবে

 2 years ago 

শালবন বিহার শুনেছিলাম কিন্তু রাজবন বিহার এই প্রথম।জায়গা টি বেশ সুন্দর।স্বর্গের সিড়ি স্থাপনা টিও বেশ সুন্দর।লেকের সৌন্দর্যে আমি মুগ্ধ।অসাধারণ এসেছে ছবি গুলো।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী ভাইয়া এটা রাজবন বিহার নামে পরিচিত। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মন্দির রয়েছে। মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

রাজবন বিহার জায়গাটির নাম এর আগে কখনো শুনিনি। জায়গাটি আসলেই খুব সুন্দর। মুগ্ধ হয়ে গেলাম পরিবেশ টা দেখে। দেখেই বোঝা যাচ্ছে লেকের পানি অনেকটাই কম। স্বর্গের সিড়ি স্থাপনা টি দেখতে খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু জায়গাটি বেশ সুন্দর আর এবার লেকে পানি কম হয়েছে। মতামতের জন্য ধন্যবাদ

 2 years ago 

রাঙ্গামাটি রাজবন বিহারে কখনো যাওয়া হয়নি। তবে আপনার সেখানে কাটানো সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। আপনি সুন্দর সময় কাটানো পাশাপাশি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

রাঙ্গামাটি রাজবন বিহারটা বেশ সুন্দর নিরিবিলি সময় কাটানোর জন্য একটি ভালো জায়গা।

 2 years ago 

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে রাঙ্গামাটি অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যদিও এখন পর্যন্ত সেখানে যাওয়া হয়নি। তবে আপনার এই সুন্দর মুহূর্ত দেখে নিজের কাছে খুবই ভালো লাগলো খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। সুন্দর এই মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সময় করে গিয়ে ঘুরে আসবেন অনেক ভালো লাগবে অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা দেখতে পাবেন

 2 years ago 

রাংগামাটি রাজবন বিহার আমার জানামতে সব ধর্মালবমীরা যেতে পারে।আমাদের রাজ বন বিহার সবার জন্য উন্মুক্ত, কারণ মানুষ পূর্ণ্য করা জন্য যায়। রাংগামাটি জেলা সবচেয়ে বড় আর প্রধান বিহার হচ্ছে রাজ বন বিহার। আপনি অনেক চমৎকার ভাবে ফটোগ্রাফি করছেন ছবি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সুন্দর মুহুর্ত উপভোগ করছেন ৷ অনেক ধন্যবাদ রাংগামাটি প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি শেয়ার করাব জন্য।

 2 years ago 

জ্বী আপু এখানে সবাই যাইতে পারে কিন্তু যেখানে ওদের বড় মন্দির তার ভিতরে ঢুকতে দেয় না কিন্তু আশেপাশে ঘুরাঘুরি করা যায়।

 2 years ago 

রাঙ্গামাটি জেলার সৌন্দর্যের কথা অনেক শুনেছি। কিন্তু রাজ বনবিহার এই নামটি আমি এর আগে শুনিনি। জায়গাটা বেশ সুন্দর এবং মনমুগ্ধকর। এর মধ্যে আপনি কিছু ফটোগ্রাফি করেছেন একদম চোখ ধাঁধানো। যেটাকে স্বর্ণের সিঁড়ি বলে আখ্যায়িত করেছেন এটাতে সত্যিই কি এগুলো স্বর্ণের সিঁড়ি দুষ্টামি করলাম। কিন্তু দূর থেকে স্বর্ণের মতই জ্বলজ্বল করছে। সবকিছুই আমার কাছে ভীষণ ভালো লাগলো। একদম মনোমুগ্ধকর।

 2 years ago 

এটাতে সত্যিই কি এগুলো স্বর্ণের সিঁড়ি দুষ্টামি করলাম।

এটা তারা নাম দিয়ে রেখে দিয়েছে স্বর্গের সিঁড়ি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55