DIY PROJECT(এসো নিজে করি)|পেন্সিলে আঁকা কাঠবেড়ালির রোমান্টিক দৃশ্য ১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


আজকে আপনাদের সামনে উপস্থাপন করব পেন্সিলে আঁকা গাছের ডালে বসে থাকা কাঠবিড়ালির রোমান্টিক দৃশ্য। আমি তেমন ভালো আঁকতে পারিনা তারপরও কিছুটা চেষ্টা করি।

IMG20220119202239_00-01.jpeg


উপকরন

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।

কাজের ধারা


IMG20220119175521_00-01.jpeg

  • ধাপ-০১ঃ প্রথমে গাছের ডালের কিছু অংশ অংকন করে নিবো।

IMG20220119191737_00-01.jpeg

  • ধাপ-০২ঃ তারপর গাছের ডাল কে আরো লম্বা করে নিব এবং কিছু পাতা অঙ্কন করবো।

IMG20220119192239_00-01.jpeg

  • ধাপ-০৩ঃ এখন গাছের ডাল অঙ্কন করবো।

IMG20220119192734_00-01.jpeg

  • ধাপ-০৪ঃএখন গাছের ডালের সম্পূর্ণ অংশ অঙ্কন করব এবং পাতাগুলো অঙ্কন করে নিবো।

IMG20220119195922_00-01.jpeg

  • ধাপ-০৫ঃতারপর গাছের ডালগুলো এবং পাতাগুলোকে পেন্সিল দিয়ে রং করে দিবো।

IMG20220119200736_00-01.jpeg

  • ধাপ-০৬ঃডালের একটি স্থানে একটি কাঠবিড়ালি অঙ্কন করবো।

IMG20220119201422_00-01.jpeg

  • ধাপ-০৭ঃ তারপর কাঠবিড়ালি পাশেই আরেকটি কাঠবিড়ালির রোমান্টিক চিত্র অঙ্কন করবো।

IMG20220119202205_00-01.jpeg

  • ধাপ-০৮ঃ এখন দুই কাঠবিড়ালি ঠিক উপরের দিকে লাভের চিত্র এবং কিছু পাখি অঙ্কন করবো।

IMG20220119202239_00-01.jpeg

  • ধাপ-০৯ঃআমাদের অংকন শেষ এখন আমার সিগনেচার সহ একটি ছবি তুলি।

আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন কল্পনা ধন্যবাদ সবাইকে।


standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

বাহ পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর কাঠবিড়ালির রোমান্টিক চিত্র অঙ্কন করেছেন ।আপনার চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।কাঠবিড়ালি দুটি দেখতে দারুন লাগছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।যেটি আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ বাহ অনেক সুন্দর অংকন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনি সত্যিই অনেক সুন্দর অংকন করেন। এভাবেই এগিয়ে চলুন ভাইয়া শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে পেন্সিল নিয়ে কাঠবিড়ালির চিত্রটি অঙ্কন করেছেন।স্কেচ করার পর আরও যেন অংকনটি ফুটে উঠেছে। কাঠবিড়ালি গুলোকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছে।খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করে প্রত্যেকটি ধাপে ধাপে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

দৃশ্যটি খুবই আকর্ষণীয় হয়েছে।পেন্সিলের ছোয়ায় এত সুন্দর একটি শিল্পকর্ম করেছেন আপনি।মূলত গাছের ডালে কাঠবিড়ালির ঘোরাফেরা দেখতে ভালোই লাগে।আপনি তো একটি রোমান্টিক মুহূর্ত তুলে ধরেছেন,খুব সুন্দর হয়েছে এটি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য

 3 years ago 

ভাইয়া আপনার পেন্সিলে আঁকা কাঠবিড়ালির রোমান্টিক দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে। কাঠবিড়ালি দুটিকে খুবই কিউট লাগছে। তাছাড়া আপনি আপনার দৃশ্যটি আঁকার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আমার কেন জানি মনে হচ্ছে কাঠবিড়ালি দুটি রোমান্স করতে করতে কখন জানি না ভেঙ্গে পড়ে যায় হাহাহা😁। খুব সুন্দর ছিল আপনার অংকটি সেইসাথে দারুন উপস্থাপনা। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ

 3 years ago (edited)

আপনি কাঠিড়ালীর অসাধারণ সুন্দর একটি মুহূর্ত আমাদের আর্ট করেছেন। দেখতেও দারুন লাগছে।প্রতি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

মামা দেখছি অনেক সুন্দর অঙ্কন করতে পারেন। এত সুন্দর অঙ্কন আমি আগে কখনো দেখিনি। আপনার অংকন এর ধাপ গুলো অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ধাপ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝার জন্য অনেক সহজ হয়ে গেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24