বৈষম্য ||কবিতা||১০% লাজুক খ্যাকের জন্য
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের সামনে একটা কবিতা নিয়ে হাজির হলাম ।
বৈষম্য
ধনী - গরিবের বৈষম্য আর কোরো না ভাই
হয় যদি ধনীরা মানুষ , তবে গরিবেরাও তো তাই জীর্ণ শীর্ণ কুটিরেতে যারা রহে ,
তাই বলে কি তারা মানুষ নহে ?
তোমাদের যদি থাকে অট্টালিকায় থাকার অধিকার।
তবে সে অধিকারও কম নয় তার ।
তবে কেন আজ তুচ্ছ তারা ?
গরিবের অধিকার আজ ফেরাবে কারা ?
তবে কেন ; কেন আজ এই বৈষম্য ।
দূর কর ; কর দূর , রেখো না বৈষম্য আর ।
তবেই তো শ্রেষ্ঠ সৃষ্টি হবে , মানুষ বিধাতার ।
কবিতাটা সেরা ছিল। কিন্তু পোস্ট টা একটু বেশি ছোট হয়ে গেছে আমার মনে হয়েছে। যদি কবিতা টা নিয়ে কিছু আলোচনা করতেন তাহলে ভালো হতো। আএ পোস্ট টাও কোয়ালিটি ফুল হতো আরো। আপনার জন্য দোয়া রইল অনেক টা।
জ্বি ভাইয়া শুকরিয়া।
আপনার কবিতাটি খুবই সুন্দর হয়েছে ।আমাদের সকলেরই উচিত ধনী-গরিবের কোন বৈষম্য না করে সকলের সমান অধিকার নিশ্চিত করা। তাহলেই পৃথিবী টা অনেক সুন্দর হবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইজান
আসলে আপনার কবিতাটি আমাদের অনেক কিছু শেখায়। বর্তমান পরিবেশে গরিবের প্রতি অবহেলা, ধনী গরিবের ভিতর পার্থক্য বেশি দেখা যায়। আপনি আপনার কবিতার মাধ্যমে সেটার প্রতিবাদ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইজান আপনার মতামতের জন্য
আমাদের সমাজের ধনীরা যদি গরিবের কষ্ট বুঝতো, বৈষম্যের বদলে ভালোবাসা দিতো তবে আমাদের এই দুনিয়া, এই সমাজ অনেক বেশি বদলে যেনো। সত্যিকারের সভ্য সমাজ হতো।
তবে,
কবিতাটি সুন্দর কিন্তু পোস্টটি খুব ছোট হয়ে গিয়েছে ভাইয়া। আশা করি এর পরের বার থেকে আপনি খুব সুন্দর এবং বড় এবং কোয়ালিটিফুল পোস্ট লিখবেন।
জ্বি আপু পরবর্তীতে বড় করার চেষ্টা করবো।
আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ছোট-বড়, ধনী-গরীব সকলের মধ্যে সমতা বজায় রাখতে হবে। তাহলেই জাতির উন্নয়ন সম্ভব। খুব সুন্দর কবিতা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।